পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর ও আটোয়ারীতে চা বাগানসহ ২৮ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় মৌজায় স্যালিল্যান্ড টি স্টেটের দখলে থাকা ১৮ একর জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, পঞ্চগড় সদরে ১ নম্বর খতিয়ানভুক্ত ১৮ দশমিক ২৮ একর সরকারি সম্পত্তি ভারত সীমান্তের কাছে হওয়ায় দীর্ঘদিন ধরে বেদখল ছিল। এর আগেও একাধিকবার জায়গাটি দখলমুক্ত করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে পরে তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টদের হাত করে এবং প্রভাব খাটিয়ে জমির কোনো দলিল ছাড়াই অভিযুক্তরা দখল করে আসছিলেন। চা বাগানসহ জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
গত শুক্রবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ চা বাগানসহ ১৮ একর খাসজমি দখলমুক্তে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, অমরখানা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, সদর থানা পুলিশের একটি দলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্যালিল্যান্ড টি এস্টেটের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, ‘জোর করে দখলে রাখার বিষয়টি ঠিক না। দালালের মাধ্যমে আমরা ২১ বছর আগে এই জমি ক্রয় করে আমরা চা বাগান করি। পরবর্তীতে জানতে পারি যে, বাগানের প্রায় ১৮ একর জমি খাস খতিয়ানভুক্ত। আমরা যথাযথ শর্ত মেনে নিয়ম অনুযায়ী বন্দোবস্তের আবেদন করেও কোনো সাড়া পাইনি।’
এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বর্তমান যার বাজার মুল্য প্রায় ১০ কোটি টাকার উপরে।
আটোয়ারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের কাজ করতে গিয়ে খাসজমির শুন্যতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশসনের নির্দেশনায় সমগ্র উপজেলায় চিরুনী অভিযান চালিয়ে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা এই জমিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের নির্মাণ কাজ করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘সরকারি খাসসম্পত্তি উদ্ধার আমাদের একটি নিয়মিত কার্যক্রম। তবে আশ্রয়ণ-২ এর কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর উপহার দেওয়া হচ্ছে।’
পঞ্চগড় সদর ও আটোয়ারীতে চা বাগানসহ ২৮ একর খাসজমি উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় মৌজায় স্যালিল্যান্ড টি স্টেটের দখলে থাকা ১৮ একর জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসন জানায়, পঞ্চগড় সদরে ১ নম্বর খতিয়ানভুক্ত ১৮ দশমিক ২৮ একর সরকারি সম্পত্তি ভারত সীমান্তের কাছে হওয়ায় দীর্ঘদিন ধরে বেদখল ছিল। এর আগেও একাধিকবার জায়গাটি দখলমুক্ত করার উদ্যোগ নিলেও অজ্ঞাত কারণে পরে তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টদের হাত করে এবং প্রভাব খাটিয়ে জমির কোনো দলিল ছাড়াই অভিযুক্তরা দখল করে আসছিলেন। চা বাগানসহ জমিটির বর্তমান বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।
গত শুক্রবার বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মণ চা বাগানসহ ১৮ একর খাসজমি দখলমুক্তে অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল হক, অমরখানা ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান নুরু, সদর থানা পুলিশের একটি দলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্যালিল্যান্ড টি এস্টেটের ব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, ‘জোর করে দখলে রাখার বিষয়টি ঠিক না। দালালের মাধ্যমে আমরা ২১ বছর আগে এই জমি ক্রয় করে আমরা চা বাগান করি। পরবর্তীতে জানতে পারি যে, বাগানের প্রায় ১৮ একর জমি খাস খতিয়ানভুক্ত। আমরা যথাযথ শর্ত মেনে নিয়ম অনুযায়ী বন্দোবস্তের আবেদন করেও কোনো সাড়া পাইনি।’
এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বর্তমান যার বাজার মুল্য প্রায় ১০ কোটি টাকার উপরে।
আটোয়ারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মানের কাজ করতে গিয়ে খাসজমির শুন্যতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশসনের নির্দেশনায় সমগ্র উপজেলায় চিরুনী অভিযান চালিয়ে প্রায় ১০ একর জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা এই জমিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের নির্মাণ কাজ করেছে উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘সরকারি খাসসম্পত্তি উদ্ধার আমাদের একটি নিয়মিত কার্যক্রম। তবে আশ্রয়ণ-২ এর কারণে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর উপহার দেওয়া হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে