মুফতি আবু আবদুল্লাহ আহমদ
সৃষ্টিগতভাবে মানুষ একে অপরের মুখাপেক্ষী। ধনী হোক বা গরিব, একে অপরের সহযোগিতা ছাড়া মানুষের জীবনধারণ অসম্ভব। এ জন্য আল্লাহ তাআলা আর্থিকভাবে মানুষকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছেন, যেন একজন অপরজনের কাজে আসে। শ্রমিক শ্রম দিয়ে মালিককে সহযোগিতা করবেন, বিনিময়ে মালিক তাঁর কাজের ন্যায্য মজুরি দিয়ে সাহায্য করবেন—এটাই স্রষ্টার বিধান। এ ক্ষেত্রে কেউ কারও প্রতি যেন জুলুম করতে না পারেন, এ জন্য ইসলাম একটি ইনসাফপূর্ণ শ্রমনীতি প্রণয়ন করেছে।
ইসলাম একজন শ্রমিককে মজুরি হিসেবে এত পরিমাণ দিতে বলে, যা দিয়ে তাঁর ও তাঁর পরিবারের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা যায়। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তারা তোমাদের সন্তানদের স্তন্যদান করে, তবে তাদের পারিশ্রমিক দাও এবং এ-সম্পর্কে নিজেদের মধ্যে উত্তম পন্থায় পরামর্শ করো।’ (সুরা তালাক: ৬) আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির (রহ.) বলেন, ‘পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে এমন পন্থা অবলম্বন করবে, যেন কোনো পক্ষের ক্ষতি বা অধিকার হরণ না হয়।
মহানবী (সা.) বলেন, ‘যে আমাদের শ্রমিক হয়েছে, তার স্ত্রী না থাকলে (আমাদের খরচে) সে একজন স্ত্রী গ্রহণ করবে, তার খাদেম না থাকলে (আমাদের খরচে) সে একজন খাদেম গ্রহণ করবে, তার ঘর না থাকলে (আমাদের খরচে) সে একটি ঘর তৈরি করবে, তার বাহন না থাকলে (আমাদের খরচে) সে একটি বাহন নেবে।’ (আবু দাউদ) আলিমগণ বলেন, হাদিসটি শ্রমিকের মজুরি নির্ধারণের মূলনীতি; অর্থাৎ একজন শ্রমিককে ন্যূনতম মজুরি হিসেবে এই পরিমাণ দিতে হবে, যা দিয়ে তাঁর স্ত্রী-সন্তানের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও যাতায়াতের ব্যয় নির্বাহ করা যায়। (দিরাসাতুন ইসলামিয়্যাহ ফিল-আমালি ওয়াল-উম্মাল)
কেউ অনন্যোপায় হয়ে ন্যায্য পরিমাণের চেয়ে কম মজুরিতে কাজ করতে রাজি হলেও মালিকের উচিত তাঁকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘লোকদের (তাদের দুর্বলতার সুযোগ নিয়ে) প্রাপ্য বস্তু কম দিয়ো না।’ (সুরা শুআরা: ১৮৩)
কাজের দক্ষতা ও পরিবারের সদস্যসংখ্যা হিসেবে পারিশ্রমিকে তারতম্য করা যাবে। রাসুল (সা.) যুদ্ধলব্ধ সম্পদ থেকে বিবাহিতদের অবিবাহিতদের দ্বিগুণ দিতেন এবং অশ্বারোহী সৈনিককে পদাতিক সৈনিকের দ্বিগুণ দিতেন। তবে মালিক-শ্রমিকের জীবনমানে যেন আকাশ-পাতাল তফাত না হয়, সে প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের অধীনে যারা কাজ করে, তারা তোমাদেরই ভাই। সুতরাং তোমরা যে মানের খাবার খাও ও যে মানের পোশাক পরো, তাদের জন্যও সেই মানের খাবার ও পোশাকের ব্যবস্থা করো।’ (বুখারি ও মুসলিম)
কর্মঘণ্টা সম্পর্কে ইসলামের নীতি হচ্ছে, স্বাভাবিকভাবে একজন মানুষ যতক্ষণ কাজ করতে পারে, তাকে দিয়ে ততক্ষণ কাজ করানো যাবে। এর চেয়ে অতিরিক্ত কাজ করালে অতিরিক্ত মজুরি দিতে হবে। রাসুল (সা.) বলেন, ‘তোমরা তাদের (কর্মচারী ও শ্রমিকদের) অতিরিক্ত কাজ করতে বাধ্য করবে না। একান্ত করতে হলে তাদের সহযোগিতা করবে।’ (বুখারি ও মুসলিম) আলিমগণ বলেন, এখানে সহযোগিতা বলতে কায়িক সহযোগিতা কিংবা অতিরিক্ত মজুরি বোঝানো হয়েছে।
কাজ শেষ হওয়ার পরপরই পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় ইসলাম। একাধিক আয়াত ও হাদিসে এ নির্দেশ এসেছে। আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো।’ (সুরা মায়িদা: ১) রাসুল (সা.) বলেন, ‘শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও।’ (ইবনে মাজাহ)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
সৃষ্টিগতভাবে মানুষ একে অপরের মুখাপেক্ষী। ধনী হোক বা গরিব, একে অপরের সহযোগিতা ছাড়া মানুষের জীবনধারণ অসম্ভব। এ জন্য আল্লাহ তাআলা আর্থিকভাবে মানুষকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করেছেন, যেন একজন অপরজনের কাজে আসে। শ্রমিক শ্রম দিয়ে মালিককে সহযোগিতা করবেন, বিনিময়ে মালিক তাঁর কাজের ন্যায্য মজুরি দিয়ে সাহায্য করবেন—এটাই স্রষ্টার বিধান। এ ক্ষেত্রে কেউ কারও প্রতি যেন জুলুম করতে না পারেন, এ জন্য ইসলাম একটি ইনসাফপূর্ণ শ্রমনীতি প্রণয়ন করেছে।
ইসলাম একজন শ্রমিককে মজুরি হিসেবে এত পরিমাণ দিতে বলে, যা দিয়ে তাঁর ও তাঁর পরিবারের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা যায়। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তারা তোমাদের সন্তানদের স্তন্যদান করে, তবে তাদের পারিশ্রমিক দাও এবং এ-সম্পর্কে নিজেদের মধ্যে উত্তম পন্থায় পরামর্শ করো।’ (সুরা তালাক: ৬) আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির (রহ.) বলেন, ‘পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে এমন পন্থা অবলম্বন করবে, যেন কোনো পক্ষের ক্ষতি বা অধিকার হরণ না হয়।
মহানবী (সা.) বলেন, ‘যে আমাদের শ্রমিক হয়েছে, তার স্ত্রী না থাকলে (আমাদের খরচে) সে একজন স্ত্রী গ্রহণ করবে, তার খাদেম না থাকলে (আমাদের খরচে) সে একজন খাদেম গ্রহণ করবে, তার ঘর না থাকলে (আমাদের খরচে) সে একটি ঘর তৈরি করবে, তার বাহন না থাকলে (আমাদের খরচে) সে একটি বাহন নেবে।’ (আবু দাউদ) আলিমগণ বলেন, হাদিসটি শ্রমিকের মজুরি নির্ধারণের মূলনীতি; অর্থাৎ একজন শ্রমিককে ন্যূনতম মজুরি হিসেবে এই পরিমাণ দিতে হবে, যা দিয়ে তাঁর স্ত্রী-সন্তানের ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও যাতায়াতের ব্যয় নির্বাহ করা যায়। (দিরাসাতুন ইসলামিয়্যাহ ফিল-আমালি ওয়াল-উম্মাল)
কেউ অনন্যোপায় হয়ে ন্যায্য পরিমাণের চেয়ে কম মজুরিতে কাজ করতে রাজি হলেও মালিকের উচিত তাঁকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘লোকদের (তাদের দুর্বলতার সুযোগ নিয়ে) প্রাপ্য বস্তু কম দিয়ো না।’ (সুরা শুআরা: ১৮৩)
কাজের দক্ষতা ও পরিবারের সদস্যসংখ্যা হিসেবে পারিশ্রমিকে তারতম্য করা যাবে। রাসুল (সা.) যুদ্ধলব্ধ সম্পদ থেকে বিবাহিতদের অবিবাহিতদের দ্বিগুণ দিতেন এবং অশ্বারোহী সৈনিককে পদাতিক সৈনিকের দ্বিগুণ দিতেন। তবে মালিক-শ্রমিকের জীবনমানে যেন আকাশ-পাতাল তফাত না হয়, সে প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, ‘তোমাদের অধীনে যারা কাজ করে, তারা তোমাদেরই ভাই। সুতরাং তোমরা যে মানের খাবার খাও ও যে মানের পোশাক পরো, তাদের জন্যও সেই মানের খাবার ও পোশাকের ব্যবস্থা করো।’ (বুখারি ও মুসলিম)
কর্মঘণ্টা সম্পর্কে ইসলামের নীতি হচ্ছে, স্বাভাবিকভাবে একজন মানুষ যতক্ষণ কাজ করতে পারে, তাকে দিয়ে ততক্ষণ কাজ করানো যাবে। এর চেয়ে অতিরিক্ত কাজ করালে অতিরিক্ত মজুরি দিতে হবে। রাসুল (সা.) বলেন, ‘তোমরা তাদের (কর্মচারী ও শ্রমিকদের) অতিরিক্ত কাজ করতে বাধ্য করবে না। একান্ত করতে হলে তাদের সহযোগিতা করবে।’ (বুখারি ও মুসলিম) আলিমগণ বলেন, এখানে সহযোগিতা বলতে কায়িক সহযোগিতা কিংবা অতিরিক্ত মজুরি বোঝানো হয়েছে।
কাজ শেষ হওয়ার পরপরই পারিশ্রমিক বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেয় ইসলাম। একাধিক আয়াত ও হাদিসে এ নির্দেশ এসেছে। আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো।’ (সুরা মায়িদা: ১) রাসুল (সা.) বলেন, ‘শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও।’ (ইবনে মাজাহ)
লেখক: ইসলামবিষয়ক গবেষক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে