ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির জমি বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে দুই কমান্ডারের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে তাঁরা এ জমি বিক্রির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালকের কাছে ডাকযোগে পাঠানো অভিযোগে তিনজনকে বিবাদী করা হয়েছেন। তাঁরা হলেন আনসার ভিডিপির ঝিকরগাছা পৌরসভার ওয়ার্ড কমান্ডার আল ইমরান, সদর ইউনিয়ন কমান্ডার মজনু মিয়া ও হাড়িয়াদেয়াড়ার জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে অভিযোগপত্র পেয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা খাতুন।
সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান অভিযোগপত্রে বলেছেন, ‘১৯৯০ সালে উপজেলার হাড়িয়াদেয়াড়ায় আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে প্রায় তিন শতক জমি কেনা হয়। কিন্তু আমাদের সদস্যদের মধ্যে বিবাদী আল এমরান ও মজনু মিয়া ওই সম্পত্তি নিজ স্বার্থে ও ৪ লাখ টাকার বিনিময়ে জাহাঙ্গীর আলমকে মালিকানা দিতে চলতি বছরের ২ জুলাই স্ট্যাম্প করেন।’
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ‘স্ট্যাম্পে প্রথম পক্ষ জাহাঙ্গীর আলম ও দ্বিতীয় পক্ষ হাড়িয়াদেয়াড়া আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির পক্ষে মহাপরিচালকের নাম অন্তর্ভুক্ত করে একটি জাল অ্যাফিডেভিট তৈরি করেন। আদৌও উল্লেখিত সম্পত্তি হস্তান্তরে কেউ কোনো ক্ষমতা রাখেন না। বিষয়টি আইন বহির্ভূত।’
হাড়িয়াদেয়াড়া আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক অভিযোগপত্রে আরও বলেন, ‘বিবাদীর মধ্যে আল এমরান ও মজনু মিয়া ধূর্ত প্রকৃতির লোক। তাঁরা আনসার ভিডিপির একজন ওয়ার্ড কমান্ডার ও একজন ইউনিয়ন কমান্ডার হওয়ার সুবাদে ইতিপূর্বে অন্যান্য সদস্যদের দায়িত্ব দেওয়ার জন্য উৎকোচ গ্রহণ করেছেন।’
অভিযোগকারী মিজানুর রহমান বলেন, ‘অভিযোগপত্রটি সম্প্রতি মহাপরিচালকের কাছে ডাকযোগে পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি পাঠানো দিয়েছি।’
অভিযুক্ত আল এমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনসার ভিডিপির জমি দখলের বিষয়ে আমি কিছুই জানি না।’
ঝিকরগাছা উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা খাতুন বলেন, ‘মহাপরিচালকের নামের জমি জালিয়াতি করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আমিও একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’
যশোরের ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির জমি বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে দুই কমান্ডারের বিরুদ্ধে। জালিয়াতির মাধ্যমে তাঁরা এ জমি বিক্রির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালকের কাছে ডাকযোগে পাঠানো অভিযোগে তিনজনকে বিবাদী করা হয়েছেন। তাঁরা হলেন আনসার ভিডিপির ঝিকরগাছা পৌরসভার ওয়ার্ড কমান্ডার আল ইমরান, সদর ইউনিয়ন কমান্ডার মজনু মিয়া ও হাড়িয়াদেয়াড়ার জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে অভিযোগপত্র পেয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা খাতুন।
সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান অভিযোগপত্রে বলেছেন, ‘১৯৯০ সালে উপজেলার হাড়িয়াদেয়াড়ায় আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নামে প্রায় তিন শতক জমি কেনা হয়। কিন্তু আমাদের সদস্যদের মধ্যে বিবাদী আল এমরান ও মজনু মিয়া ওই সম্পত্তি নিজ স্বার্থে ও ৪ লাখ টাকার বিনিময়ে জাহাঙ্গীর আলমকে মালিকানা দিতে চলতি বছরের ২ জুলাই স্ট্যাম্প করেন।’
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ‘স্ট্যাম্পে প্রথম পক্ষ জাহাঙ্গীর আলম ও দ্বিতীয় পক্ষ হাড়িয়াদেয়াড়া আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির পক্ষে মহাপরিচালকের নাম অন্তর্ভুক্ত করে একটি জাল অ্যাফিডেভিট তৈরি করেন। আদৌও উল্লেখিত সম্পত্তি হস্তান্তরে কেউ কোনো ক্ষমতা রাখেন না। বিষয়টি আইন বহির্ভূত।’
হাড়িয়াদেয়াড়া আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক অভিযোগপত্রে আরও বলেন, ‘বিবাদীর মধ্যে আল এমরান ও মজনু মিয়া ধূর্ত প্রকৃতির লোক। তাঁরা আনসার ভিডিপির একজন ওয়ার্ড কমান্ডার ও একজন ইউনিয়ন কমান্ডার হওয়ার সুবাদে ইতিপূর্বে অন্যান্য সদস্যদের দায়িত্ব দেওয়ার জন্য উৎকোচ গ্রহণ করেছেন।’
অভিযোগকারী মিজানুর রহমান বলেন, ‘অভিযোগপত্রটি সম্প্রতি মহাপরিচালকের কাছে ডাকযোগে পাঠানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি পাঠানো দিয়েছি।’
অভিযুক্ত আল এমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনসার ভিডিপির জমি দখলের বিষয়ে আমি কিছুই জানি না।’
ঝিকরগাছা উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারা খাতুন বলেন, ‘মহাপরিচালকের নামের জমি জালিয়াতি করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আমিও একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে