নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার মধ্য রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন আটক হওয়া ৪৯ নেতা-কর্মীর মধ্যে ৩৯ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা পথশিশু হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। এই মামলায় পলাতক দেখানো হয়েছে ২৬ জনকে। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সদস্য ইয়াছিন চৌধুরী, আব্দুল মান্নান, নগর যুবদলের সভাপতি মোশারাররফ হোসেন দীপ্তি, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান ও সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে বলেও জানান ওসি।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সড়কে যানজট তৈরি হওয়ার বিষয় নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা জড়িয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিএনপিকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, বিএনপির নেতা-কর্মীদের হয়রানির উদ্দেশ্যেই পুলিশ এ মামলাটি করেছে। এমন ছোটো বিষয় নিয়ে মামলার কোনো প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৭৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার মধ্য রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন আটক হওয়া ৪৯ নেতা-কর্মীর মধ্যে ৩৯ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিরা পথশিশু হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। এই মামলায় পলাতক দেখানো হয়েছে ২৬ জনকে। এ ছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, সদস্য ইয়াছিন চৌধুরী, আব্দুল মান্নান, নগর যুবদলের সভাপতি মোশারাররফ হোসেন দীপ্তি, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান ও সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে বলেও জানান ওসি।
গত বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন চলাকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সড়কে যানজট তৈরি হওয়ার বিষয় নিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডা জড়িয়ে পড়েন তাঁরা। একপর্যায়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিএনপিকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, বিএনপির নেতা-কর্মীদের হয়রানির উদ্দেশ্যেই পুলিশ এ মামলাটি করেছে। এমন ছোটো বিষয় নিয়ে মামলার কোনো প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৩ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৬ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে