গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের পৃথক স্থান থেকে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের বন্দী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি, মহানগরীর পূবাইল থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী রয়েছেন। এ ছাড়া মহানগরীর কাশিমপুরে দুজন, কোনাবাড়ীতে একজন, টঙ্গীতে তিনজন এবং জয়দেবপুর থানা এলাকায় একজনসহ আরও সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কালাম (৪০) ২০১৬ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন জানান, আবুল কালাম পাবনার আতাইকুলা থানার তেলি গ্রামের ইউসুফ আলীর ছেলে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গাজীপুর মহানগরীর পূবাইল থানার এসআই শরীফ বলেন, পূবাইল রেলগেট এলাকায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক নারী (৫০) নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, বুধবার মহানগরীর জিরানী বাজার এলাকার একটি কারখানা থেকে হাসানুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসানুজ্জামান ওই এলাকার পল্লল প্রিন্টিং প্রেসে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত বুধবার দুপুরে সবাই দুপুরের খাবারের জন্য বাইরে গেলে হাসানুজ্জামান কারখানার দোতলায় বিমের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।
একই দিন বিকেলে একই থানার এলাকার সবুজ কানন এলাকায় ভাড়া বাসা থেকে আলমগীর (২০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তাঁর লাশ। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ বলেন, গত বুধবার বিকেলে পোশাকশ্রমিক নিপা আক্তার (২১) মহানগরীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে একই থানা এলাকার গাজীপুরায় নিজ বাড়িতে ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন নাঈম আহমেদ (২১)। বৃহস্পতিবার একই থানার এরশাদনগরের ভাড়া বাসায় হীরা আক্তার তন্বীর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি পোশাকশ্রমিক ছিলেন।
ওসি বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ সব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহানগরীর কোনাবাড়ী থানার এসআই ইমতিয়াজ বলেন, বৃহস্পতিবার সকালে কোনাবাড়ী থানা এলাকা থেকে রাবেয়া (৮০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, বুধবার বিকেলে সদর উপজেলার বাড়ীয়া এলাকায় মুদি দোকানি কাশেম কাজী (৪০) ইঁদুর মারার বিষ পান করেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর মহানগরের পৃথক স্থান থেকে গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের বন্দী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি, মহানগরীর পূবাইল থানায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী রয়েছেন। এ ছাড়া মহানগরীর কাশিমপুরে দুজন, কোনাবাড়ীতে একজন, টঙ্গীতে তিনজন এবং জয়দেবপুর থানা এলাকায় একজনসহ আরও সাতজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কালাম (৪০) ২০১৬ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দী ছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে তাঁকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গিয়াস উদ্দিন জানান, আবুল কালাম পাবনার আতাইকুলা থানার তেলি গ্রামের ইউসুফ আলীর ছেলে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, গাজীপুর মহানগরীর পূবাইল থানার এসআই শরীফ বলেন, পূবাইল রেলগেট এলাকায় বৃহস্পতিবার সকালে অজ্ঞাত গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক নারী (৫০) নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা বলেন, বুধবার মহানগরীর জিরানী বাজার এলাকার একটি কারখানা থেকে হাসানুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসানুজ্জামান ওই এলাকার পল্লল প্রিন্টিং প্রেসে সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। গত বুধবার দুপুরে সবাই দুপুরের খাবারের জন্য বাইরে গেলে হাসানুজ্জামান কারখানার দোতলায় বিমের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে।
একই দিন বিকেলে একই থানার এলাকার সবুজ কানন এলাকায় ভাড়া বাসা থেকে আলমগীর (২০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল তাঁর লাশ। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ওসি জাভেদ মাসুদ বলেন, গত বুধবার বিকেলে পোশাকশ্রমিক নিপা আক্তার (২১) মহানগরীর দত্তপাড়া এলাকায় ভাড়া বাসায় ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে একই থানা এলাকার গাজীপুরায় নিজ বাড়িতে ঘরের ভেতর ঝুলে আত্মহত্যা করেন নাঈম আহমেদ (২১)। বৃহস্পতিবার একই থানার এরশাদনগরের ভাড়া বাসায় হীরা আক্তার তন্বীর (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি পোশাকশ্রমিক ছিলেন।
ওসি বলেন, স্বজনেরা খবর দিলে পুলিশ সব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহানগরীর কোনাবাড়ী থানার এসআই ইমতিয়াজ বলেন, বৃহস্পতিবার সকালে কোনাবাড়ী থানা এলাকা থেকে রাবেয়া (৮০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, বুধবার বিকেলে সদর উপজেলার বাড়ীয়া এলাকায় মুদি দোকানি কাশেম কাজী (৪০) ইঁদুর মারার বিষ পান করেন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বৃহস্পতিবার থানায় অপমৃত্যু মামলা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে