মুলাদী প্রতিনিধি
মুলাদীতে চাল ও ডালের দাম কিছুটা বেড়েছে। তবে নিয়ন্ত্রণে রয়েছে সবজির বাজার। গত কয়েক দিন মুলাদী বন্দর এলাকার বাজার ও বিভিন্ন দোকান ঘুরে এই চিত্র দেখা গেছে। টিসিবি, খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকায় নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। তবে তাঁরা সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন।
জানা গেছে, রমজানের আগে এবং রমজানের মধ্যে মুলাদী উপজেলায় প্রায় ১১ হাজার সুবিধাভোগীর কাছে টিসিবির কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হয়। এ ছাড়া খোলা বাজার বিক্রয় কেন্দ্রে প্রতিদিন একজন ব্যক্তি ন্যায্যমূল্যে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারেন। এতে বাজার কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
মুলাদী বন্দর ঘুরে দেখা গেছে, সরু চাল কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়, যা আগে ছিল ৫৫-৫৬ টাকা, মসুর ডাল ৯৫-১০০ টাকা, আগে ছিল ৮৫-৯০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩-২৫ টাকা, যা কিছুদিন আগে বিক্রি হতো ২৮-৩০ টাকা। প্রতি কেজি রসুনের দাম ১৩০ টাকা থেকে কমে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিকেজি বুট ৬৫-৭০ টাকা, প্রতি হালি ডিম ৩৮-৪০ টাকা, মোটা চাল ৪৪-৪৮ টাকা।
বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ থাকায় দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান বিক্রেতারা। কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন ৬০-৭০ টাকা, শসা ২৫-৩০ টাকা, করলা ৪০ টাকা, ঢ্যাঁড়স ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মঙ্গলবার ৫ কেজির সয়াবিন তেল ৭৬০ টাকায় বিক্রি করছিলেন দোকানদার।
বিক্রেতা মিজানুর রহমান জানান, পাইকারি মূল্য এবং পরিবহন খরচের সঙ্গে লাভ হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করতে হয়। অনেক সময় পাইকারি বাজারের দাম বেড়ে গেলে খুচরা পর্যায়ে দাম বাড়াতে হয়। পর্যাপ্ত পণ্য সরবরাহ থাকলে এবং কৃত্রিম সংকট তৈরি না হলে ক্রেতা-বিক্রেতা কাউকে সমস্যায় পড়তে হয় না।
চরডিক্রী গ্রামের আমিরুল ইসলাম জানান, টিসিবি, খোলা বাজার বিক্রয় কেন্দ্র, ভিজিএফ, ভিজিডির কার্যক্রম চালু থাকায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। রমজানে বাজারমূল্য তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজারে নজরদারি এবং অভিযান চালালে আরও নিয়ন্ত্রণে থাকত।
সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান জানান, বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করা হয়েছিল। স্যানিটারি পরিদর্শক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদা থাকলে কিংবা ক্রেতাদের অভিযোগ পেলে বাজারে আবার অভিযান চালানো হবে।
মুলাদীতে চাল ও ডালের দাম কিছুটা বেড়েছে। তবে নিয়ন্ত্রণে রয়েছে সবজির বাজার। গত কয়েক দিন মুলাদী বন্দর এলাকার বাজার ও বিভিন্ন দোকান ঘুরে এই চিত্র দেখা গেছে। টিসিবি, খোলা বাজারে পণ্য বিক্রি কার্যক্রম চালু থাকায় নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। তবে তাঁরা সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন।
জানা গেছে, রমজানের আগে এবং রমজানের মধ্যে মুলাদী উপজেলায় প্রায় ১১ হাজার সুবিধাভোগীর কাছে টিসিবির কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হয়। এ ছাড়া খোলা বাজার বিক্রয় কেন্দ্রে প্রতিদিন একজন ব্যক্তি ন্যায্যমূল্যে ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারেন। এতে বাজার কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
মুলাদী বন্দর ঘুরে দেখা গেছে, সরু চাল কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়, যা আগে ছিল ৫৫-৫৬ টাকা, মসুর ডাল ৯৫-১০০ টাকা, আগে ছিল ৮৫-৯০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩-২৫ টাকা, যা কিছুদিন আগে বিক্রি হতো ২৮-৩০ টাকা। প্রতি কেজি রসুনের দাম ১৩০ টাকা থেকে কমে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতিকেজি বুট ৬৫-৭০ টাকা, প্রতি হালি ডিম ৩৮-৪০ টাকা, মোটা চাল ৪৪-৪৮ টাকা।
বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ থাকায় দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান বিক্রেতারা। কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন ৬০-৭০ টাকা, শসা ২৫-৩০ টাকা, করলা ৪০ টাকা, ঢ্যাঁড়স ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মঙ্গলবার ৫ কেজির সয়াবিন তেল ৭৬০ টাকায় বিক্রি করছিলেন দোকানদার।
বিক্রেতা মিজানুর রহমান জানান, পাইকারি মূল্য এবং পরিবহন খরচের সঙ্গে লাভ হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করতে হয়। অনেক সময় পাইকারি বাজারের দাম বেড়ে গেলে খুচরা পর্যায়ে দাম বাড়াতে হয়। পর্যাপ্ত পণ্য সরবরাহ থাকলে এবং কৃত্রিম সংকট তৈরি না হলে ক্রেতা-বিক্রেতা কাউকে সমস্যায় পড়তে হয় না।
চরডিক্রী গ্রামের আমিরুল ইসলাম জানান, টিসিবি, খোলা বাজার বিক্রয় কেন্দ্র, ভিজিএফ, ভিজিডির কার্যক্রম চালু থাকায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে রয়েছেন। রমজানে বাজারমূল্য তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজারে নজরদারি এবং অভিযান চালালে আরও নিয়ন্ত্রণে থাকত।
সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান জানান, বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করা হয়েছিল। স্যানিটারি পরিদর্শক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাহিদা থাকলে কিংবা ক্রেতাদের অভিযোগ পেলে বাজারে আবার অভিযান চালানো হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে