সম্পাদকীয়
সুভাষ দত্ত তাঁর চলচ্চিত্র ‘সুতরাং’-এর জন্য একজন নতুন নায়িকাকে বেছে নিয়েছিলেন। মীনা পাল নামের মেয়েটি সিনেমায় এসে হলেন কবরী এবং জয় করে নিলেন দর্শকদের মন। কিন্তু কেন এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকেই বেছে নিলেন সুভাষ দত্ত, সে কথা বলা হবে একেবারে শেষে। কবরীর খোঁজ পাওয়া গিয়েছিল সংগীত পরিচালক সত্য সাহার মাধ্যমে। কবরী নামটা দিয়েছিলেন সুভাস দত্ত। তখন মেয়েটির বয়স মাত্র তেরো।
সুতরাং সিনেমার মহড়া হতো নানা জায়গায়। কখনো হতো সুভাষ দত্তের বাড়িতে। সুভাষ দত্তের স্ত্রী খুব আদর করতেন ছোট্ট মেয়েটাকে। রান্না করে খাওয়াতেন। তাঁর রান্নার হাত ছিল অসাধারণ।
একবার মহড়া করতে গিয়ে সুভাষ দত্তের বাড়িতে দুই-তিন দিন ছিলেন কবরী। সে বাড়ি ছিল পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। সে সময় লক্ষ্মীবাজারে বানরের খুব উৎপাত ছিল। দুপুরবেলা হাঁড়ি-পাতিল ধুয়ে সবে বারান্দায় রেখেছেন সুভাষ দত্তের স্ত্রী সীমা দত্ত; কিন্তু হঠাৎ কী হতে কী হয়ে গেল, বানরেরা এসে হাঁড়ি-পাতিল ছিনিয়ে নিয়ে গিয়ে উঠল গাছে। সীমা দত্তের কাকুতি-মিনতিকে গ্রাহ্যই করল না তারা। কী করে হাঁড়ি-পাতিল ফিরে পাওয়া যাবে? কবরী দেখেন আর হাসেন। শেষ পর্যন্ত রক্ষা পাওয়া গেল কলা দিয়ে। কলার বিনিময়ে আবার ফিরে এল হাঁড়ি-পাতিল।
সুভাষ দত্ত কবরীকে উচ্চারণও শেখাতেন। কবরীর মনে প্রশ্ন জাগল, অসাধারণ সুন্দরী সব নায়িকা থাকতে নায়িকা হিসেবে তাঁকে কেন বেছে নিলেন সুভাষ দত্ত? তিনি একদিন বলেই বসলেন, ‘আমার তো পটোলচেরা চোখ নেই। নাকটাও খাড়া নয়। আমাকে কেন নায়িকা হিসেবে পছন্দ করেছিলেন?’
সুভাষ দত্ত হেসে উত্তর দিয়েছিলেন, ‘তোমার নতুন দাঁত উঠেছিল তো। তাতে তোমার হাসিটা চমৎকার ছিল। ওই ঢেউখেলানো দাঁতের হাসির জন্যই তোমাকে নিয়েছি।’
‘সুতরাং’ ছবিটি মুক্তি পায় ১৯৬৪ সালে। ছবির পরিচালক সুভাষ দত্তই অভিনয় করেছিলেন নায়কের ভূমিকায়।
সূত্র: মতিউর রহমানকে দেওয়া কবরীর সাক্ষাৎকার, আমি একেবারে একলা মানুষ, প্রথম আলো, ১৪ নভেম্বর, ২০১৯
সুভাষ দত্ত তাঁর চলচ্চিত্র ‘সুতরাং’-এর জন্য একজন নতুন নায়িকাকে বেছে নিয়েছিলেন। মীনা পাল নামের মেয়েটি সিনেমায় এসে হলেন কবরী এবং জয় করে নিলেন দর্শকদের মন। কিন্তু কেন এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকেই বেছে নিলেন সুভাষ দত্ত, সে কথা বলা হবে একেবারে শেষে। কবরীর খোঁজ পাওয়া গিয়েছিল সংগীত পরিচালক সত্য সাহার মাধ্যমে। কবরী নামটা দিয়েছিলেন সুভাস দত্ত। তখন মেয়েটির বয়স মাত্র তেরো।
সুতরাং সিনেমার মহড়া হতো নানা জায়গায়। কখনো হতো সুভাষ দত্তের বাড়িতে। সুভাষ দত্তের স্ত্রী খুব আদর করতেন ছোট্ট মেয়েটাকে। রান্না করে খাওয়াতেন। তাঁর রান্নার হাত ছিল অসাধারণ।
একবার মহড়া করতে গিয়ে সুভাষ দত্তের বাড়িতে দুই-তিন দিন ছিলেন কবরী। সে বাড়ি ছিল পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। সে সময় লক্ষ্মীবাজারে বানরের খুব উৎপাত ছিল। দুপুরবেলা হাঁড়ি-পাতিল ধুয়ে সবে বারান্দায় রেখেছেন সুভাষ দত্তের স্ত্রী সীমা দত্ত; কিন্তু হঠাৎ কী হতে কী হয়ে গেল, বানরেরা এসে হাঁড়ি-পাতিল ছিনিয়ে নিয়ে গিয়ে উঠল গাছে। সীমা দত্তের কাকুতি-মিনতিকে গ্রাহ্যই করল না তারা। কী করে হাঁড়ি-পাতিল ফিরে পাওয়া যাবে? কবরী দেখেন আর হাসেন। শেষ পর্যন্ত রক্ষা পাওয়া গেল কলা দিয়ে। কলার বিনিময়ে আবার ফিরে এল হাঁড়ি-পাতিল।
সুভাষ দত্ত কবরীকে উচ্চারণও শেখাতেন। কবরীর মনে প্রশ্ন জাগল, অসাধারণ সুন্দরী সব নায়িকা থাকতে নায়িকা হিসেবে তাঁকে কেন বেছে নিলেন সুভাষ দত্ত? তিনি একদিন বলেই বসলেন, ‘আমার তো পটোলচেরা চোখ নেই। নাকটাও খাড়া নয়। আমাকে কেন নায়িকা হিসেবে পছন্দ করেছিলেন?’
সুভাষ দত্ত হেসে উত্তর দিয়েছিলেন, ‘তোমার নতুন দাঁত উঠেছিল তো। তাতে তোমার হাসিটা চমৎকার ছিল। ওই ঢেউখেলানো দাঁতের হাসির জন্যই তোমাকে নিয়েছি।’
‘সুতরাং’ ছবিটি মুক্তি পায় ১৯৬৪ সালে। ছবির পরিচালক সুভাষ দত্তই অভিনয় করেছিলেন নায়কের ভূমিকায়।
সূত্র: মতিউর রহমানকে দেওয়া কবরীর সাক্ষাৎকার, আমি একেবারে একলা মানুষ, প্রথম আলো, ১৪ নভেম্বর, ২০১৯
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে