নীলফামারী প্রতিনিধি
দুই সপ্তাহ আগের ঝড়ে ঘরবাড়ি হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় নীলফামারীর কয়েক হাজার মানুষ। সেই ধকল কাটিয়ে উঠতে না-উঠতেই আবারও ঝড়ে লন্ডভন্ড জেলাবাসী। গত বুধবার রাতে ঝড়ের আঘাতে পাঁচ শতাধিক ঘরের টিনের চালা উড়ে গেছে। সহস্রাধিক গাছ উপড়ে পড়েছে। শত শত হেক্টর জমির ইরি-বোরো ফসল এবং আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় গোটা জেলায় প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে ঝড়ে এখন পর্যন্ত কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘরবাড়ি হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হঠাৎ এই ঝড়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে উপড়ে ও ভেঙে পড়ে আছে বড় বড় গাছ। এসব গাছ অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেকেই নিজ উদ্যোগে গাছ অপসারণ করছেন। এদিকে আগে কয়েক দিনের বৃষ্টির কারণে জমিতে পানি জমলেও গত রাতের ঝড়ে ফসলের আরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান কৃষকেরা।
সদরের সংগলশী ইউনিয়নের কৃষক আজিজার রহমান জানান, গতকাল ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে আগের রাতের ঝড়ে মাটিতে নুয়ে পড়েছে প্রায় তিন বিঘা জমির ধান। শোয়ার ঘরের টিনের চালা প্রায় ৩০ ফুট উড়ে নিয়ে ধানখেতে মুখ থুবড়ে পড়েছে। একই এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘রাতের ঝড়ে আমার চারটি ঘরের চালা উড়ে গেছে। ছেলেমেয়েকে নিয়ে অনেক কষ্টে খোলা আকাশে রাত কাটিয়েছি।’
ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। গ্রামীণ সড়কের ধারে শত শত গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে ওয়ার্ড সদস্যরা কাজ করছেন।
সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মো. জিকো আহমেদ আজকের পত্রিকাকে জানান, এখানে রাত ১২টার দিকে শুরু হয় ঝড়। ঝড়ে হাসপাতালের সীমানা প্রাচীরসংলগ্ন দুটি গাছ উপড়ে পড়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাছের নিচে ব্যক্তিমালিকানাধীন একটি কার চাপা পড়ে।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঘরে তোলার জন্য প্রস্তুত ফসলের জমিতে কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে ছিল। আর গত রাতের ঝড়ে আরও ক্ষতি হওয়ার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ করছেন।’
দুই সপ্তাহ আগের ঝড়ে ঘরবাড়ি হারিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় নীলফামারীর কয়েক হাজার মানুষ। সেই ধকল কাটিয়ে উঠতে না-উঠতেই আবারও ঝড়ে লন্ডভন্ড জেলাবাসী। গত বুধবার রাতে ঝড়ের আঘাতে পাঁচ শতাধিক ঘরের টিনের চালা উড়ে গেছে। সহস্রাধিক গাছ উপড়ে পড়েছে। শত শত হেক্টর জমির ইরি-বোরো ফসল এবং আম-লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ছাড়া বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় গোটা জেলায় প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে ঝড়ে এখন পর্যন্ত কোথাও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘরবাড়ি হারিয়ে অনেকেই খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হঠাৎ এই ঝড়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে উপড়ে ও ভেঙে পড়ে আছে বড় বড় গাছ। এসব গাছ অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। অনেকেই নিজ উদ্যোগে গাছ অপসারণ করছেন। এদিকে আগে কয়েক দিনের বৃষ্টির কারণে জমিতে পানি জমলেও গত রাতের ঝড়ে ফসলের আরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান কৃষকেরা।
সদরের সংগলশী ইউনিয়নের কৃষক আজিজার রহমান জানান, গতকাল ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। তবে আগের রাতের ঝড়ে মাটিতে নুয়ে পড়েছে প্রায় তিন বিঘা জমির ধান। শোয়ার ঘরের টিনের চালা প্রায় ৩০ ফুট উড়ে নিয়ে ধানখেতে মুখ থুবড়ে পড়েছে। একই এলাকার কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘রাতের ঝড়ে আমার চারটি ঘরের চালা উড়ে গেছে। ছেলেমেয়েকে নিয়ে অনেক কষ্টে খোলা আকাশে রাত কাটিয়েছি।’
ইটাখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে কাঁচা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। গ্রামীণ সড়কের ধারে শত শত গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে ওয়ার্ড সদস্যরা কাজ করছেন।
সৈয়দপুর ফাইলেরিয়া হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি মো. জিকো আহমেদ আজকের পত্রিকাকে জানান, এখানে রাত ১২টার দিকে শুরু হয় ঝড়। ঝড়ে হাসপাতালের সীমানা প্রাচীরসংলগ্ন দুটি গাছ উপড়ে পড়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাছের নিচে ব্যক্তিমালিকানাধীন একটি কার চাপা পড়ে।
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী পরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ঘরে তোলার জন্য প্রস্তুত ফসলের জমিতে কয়েক দিনের বৃষ্টিতে পানি জমে ছিল। আর গত রাতের ঝড়ে আরও ক্ষতি হওয়ার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ করছেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে