রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
তফসিল অনুযায়ী লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ মনোনীতরা গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে দলীয় সভানেত্রীর চিঠি নিয়ে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে ঢাকা থেকে এলাকায় ফেরেন। এর মধ্যে দল থেকে বহিষ্কৃত দুজন নেতাও রয়েছেন।
গতকাল শুক্রবার সকালে রায়পুর আসেন দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাওলাদার নুরে আলম জিকু। তিনি এলাকায় আসছেন এমন খবরে তাঁর নির্বাচনী এলাকার দুই শতাধিক মোটরসাইকেল ও ৫-৬টি ছোট ট্রাকে করে বাদ্যযন্ত্র নিয়ে তাঁকে বরণ করতে আসেন নেতা-কর্মীরা। তাঁরা চাঁদপুরের সীমান্ত থেকে ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তাঁকে এলাকায় নিয়ে যান। এ ইউনিয়নে আগের নৌকা প্রতীকের চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যাপারীর পরিবর্তে এবারই প্রথম মনোনয়ন পেয়েছেন জিকু। গত বৃহস্পতিবার রাতে একইভাবে এলাকায় ফেরেন উত্তর চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী আবুল হোসেন হাওলাদার।
এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উত্তর চর আবাবিল ইউনিয়নে মুক্তিযোদ্ধা মো. শহিদ উল্লাহ, দক্ষিণ চরবংশী ইউনিয়নে মো. আবুল হোসেন হাওলাদার, চরমোহনা ইউনিয়নে মো. শফিক পাঠান, সোনাপুর ইউনিয়নে অ্যাডভোকেট বি এম ইউছুফ জালাল কিসমত, চরপাতা ইউনিয়নে মো. সুলতান মামুন রশিদ, কেরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা, বামনী ইউনিয়নে তাফাজ্জল হোসেন মুন্সী, দক্ষিণ চরবংশী ইউনিয়নে আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী, দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে হাওলাদার নুরে আলম জিকু ও রায়পুর ইউনিয়নে সফিউল আযম সুমন চৌধুরী।
মনোনয়ন পাওয়া নেতাদের মধ্যে আটজন বর্তমান পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন হাওলাদার নুরে আলম জিকু এবং মো. সুলতান মামুন রশিদ। পুনরায় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন চরপাতা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম এবং দক্ষিণ চরআবাবিল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যাপারী।
এ ছাড়া আবারও নৌকা প্রতীক পেয়েছেন পঞ্চম উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে দল থেকে অব্যাহতিপ্রাপ্ত উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার এবং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী। পুরো বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘অব্যাহতিপ্রাপ্তদের নাম তৃণমূল থেকে কেন্দ্রে পাঠানো হয়নি। তাঁরা নিজেরা তদবির করে কেন্দ্র থেকে নৌকার মনোনয়ন এনেছেন। এ ক্ষেত্রে আমাদের কিছুই বলার নেই। দলের সভানেত্রীর সিদ্ধান্তকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমরা নৌকার প্রার্থীদের বিজয়ী করতে এককাট্টা।’
তফসিল অনুযায়ী লক্ষ্মীপুরের রায়পুরে ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ মনোনীতরা গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার সকালে দলীয় সভানেত্রীর চিঠি নিয়ে ব্যাপক শো-ডাউনের মাধ্যমে ঢাকা থেকে এলাকায় ফেরেন। এর মধ্যে দল থেকে বহিষ্কৃত দুজন নেতাও রয়েছেন।
গতকাল শুক্রবার সকালে রায়পুর আসেন দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাওলাদার নুরে আলম জিকু। তিনি এলাকায় আসছেন এমন খবরে তাঁর নির্বাচনী এলাকার দুই শতাধিক মোটরসাইকেল ও ৫-৬টি ছোট ট্রাকে করে বাদ্যযন্ত্র নিয়ে তাঁকে বরণ করতে আসেন নেতা-কর্মীরা। তাঁরা চাঁদপুরের সীমান্ত থেকে ঢাকঢোল পিটিয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে তাঁকে এলাকায় নিয়ে যান। এ ইউনিয়নে আগের নৌকা প্রতীকের চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যাপারীর পরিবর্তে এবারই প্রথম মনোনয়ন পেয়েছেন জিকু। গত বৃহস্পতিবার রাতে একইভাবে এলাকায় ফেরেন উত্তর চরবংশী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী আবুল হোসেন হাওলাদার।
এবার আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন উত্তর চর আবাবিল ইউনিয়নে মুক্তিযোদ্ধা মো. শহিদ উল্লাহ, দক্ষিণ চরবংশী ইউনিয়নে মো. আবুল হোসেন হাওলাদার, চরমোহনা ইউনিয়নে মো. শফিক পাঠান, সোনাপুর ইউনিয়নে অ্যাডভোকেট বি এম ইউছুফ জালাল কিসমত, চরপাতা ইউনিয়নে মো. সুলতান মামুন রশিদ, কেরোয়া ইউনিয়নে শাহিনুর বেগম রেখা, বামনী ইউনিয়নে তাফাজ্জল হোসেন মুন্সী, দক্ষিণ চরবংশী ইউনিয়নে আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী, দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে হাওলাদার নুরে আলম জিকু ও রায়পুর ইউনিয়নে সফিউল আযম সুমন চৌধুরী।
মনোনয়ন পাওয়া নেতাদের মধ্যে আটজন বর্তমান পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। নতুন মুখ হিসেবে যোগ হয়েছেন হাওলাদার নুরে আলম জিকু এবং মো. সুলতান মামুন রশিদ। পুনরায় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন চরপাতা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম এবং দক্ষিণ চরআবাবিল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন ব্যাপারী।
এ ছাড়া আবারও নৌকা প্রতীক পেয়েছেন পঞ্চম উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে দল থেকে অব্যাহতিপ্রাপ্ত উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার এবং দক্ষিণ চরবংশী ইউপি চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী। পুরো বিষয়টি নিয়ে নেতা-কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘অব্যাহতিপ্রাপ্তদের নাম তৃণমূল থেকে কেন্দ্রে পাঠানো হয়নি। তাঁরা নিজেরা তদবির করে কেন্দ্র থেকে নৌকার মনোনয়ন এনেছেন। এ ক্ষেত্রে আমাদের কিছুই বলার নেই। দলের সভানেত্রীর সিদ্ধান্তকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমরা নৌকার প্রার্থীদের বিজয়ী করতে এককাট্টা।’
আলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩৫ মিনিট আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১ ঘণ্টা আগেপ্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
২ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
২ দিন আগে