বাগমারা প্রতিনিধি
করোনাভাইরাসের পরীক্ষা করার কথা ছিল গতকাল শনিবার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করবেন সেই পরীক্ষা। সেই প্রস্তুতি নিয়েছেন রাতেই। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলে তবে যাবেন নিজ দেশে। সব প্রস্তুতি নিলেও করা হলো না পরীক্ষা। এর আগে রাতেই শুক্রবার মারা গেলেন উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সকালে খবর পেয়ে পুলিশ উত্তম কুমার বিশ্বাসের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে। তিনি চেউখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে থাকতেন। জানা গেছে, উত্তম কুমারের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। তিনি দুই মাস আগে চেওখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে আসেন। এরপর তিনি ওই বাড়িতে ছিলেন।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, সাইফুল ইসলামের ছেলে ভারতে বিয়ে করেছেন। আত্মীয়তার সূত্র ধরে সম্ভবত এখানে এসেছিলেন উত্তম কুমার বিশ্বাস। দুই মাস ধরে তিনি সাইফুলের বাড়িতে আছেন। দেশে চলে যাওয়ার কথা ছিল তাঁর। আকস্মিক মৃত্যুতে দেশে ফেরা হলো না তাঁর।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তবে কি কারণে এবং কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
করোনাভাইরাসের পরীক্ষা করার কথা ছিল গতকাল শনিবার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে করবেন সেই পরীক্ষা। সেই প্রস্তুতি নিয়েছেন রাতেই। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলে তবে যাবেন নিজ দেশে। সব প্রস্তুতি নিলেও করা হলো না পরীক্ষা। এর আগে রাতেই শুক্রবার মারা গেলেন উত্তম কুমার বিশ্বাস (৩৯) নামের এক ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সকালে খবর পেয়ে পুলিশ উত্তম কুমার বিশ্বাসের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামে। তিনি চেউখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে থাকতেন। জানা গেছে, উত্তম কুমারের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায়। তিনি দুই মাস আগে চেওখালী গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে আসেন। এরপর তিনি ওই বাড়িতে ছিলেন।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর সরকার বলেন, সাইফুল ইসলামের ছেলে ভারতে বিয়ে করেছেন। আত্মীয়তার সূত্র ধরে সম্ভবত এখানে এসেছিলেন উত্তম কুমার বিশ্বাস। দুই মাস ধরে তিনি সাইফুলের বাড়িতে আছেন। দেশে চলে যাওয়ার কথা ছিল তাঁর। আকস্মিক মৃত্যুতে দেশে ফেরা হলো না তাঁর।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে। তবে কি কারণে এবং কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে