বিশেষ প্রতিনিধি, ঢাকা
বেসরকারি খাতের প্রসারে অর্থনীতি বড় হলেও রাজস্ব আয়ে এর পুরো প্রতিফলন নেই। সক্ষম সব করদাতাকে করের আওতায় আনা যাচ্ছে না। স্বেচ্ছায় যেমন করদাতারা কর দেন না, আবার কর বিভাগও তাদের খুঁজে বের করতে কাঙ্ক্ষিতমাত্রায় উদ্যোগী নয়। ফলে বড় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিলেও আদায় হচ্ছে গতানুগতিক। আগের অর্থবছরের ধারাবাহিকতায় এবারও বড় অঙ্কের রাজস্ব ঘাটতির মুখে রয়েছে এনবিআর। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে, আট মাসে প্রায় ২৩ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। পরবর্তী চার মাসে এ ঘাটতি শেষ পর্যন্ত ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উন্নয়ন সহযোগীরা বলছে, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতিগুলোর একটি। সব শেষ বাংলাদেশ ব্যাংকের হালনাদাগাদ তথ্য বলছে, গত এক বছরেই ব্যাংকে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে আট হাজার। তবে এসব সাফল্যের প্রতিফলন রাজস্ব আয়ে থাকার কথা থাকলেও তেমনটি নেই; বরং অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রাই শেষ পর্যন্ত পূরণ করতে পারছে না সংস্থাটি। যাঁরা কর ফাঁকিবাজ বা টিআইএন নিয়ে যে বিপুলসংখ্যক করদাতা রিটার্ন দাখিল করছেন না, তাঁদেরকেও জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না।
এনবিআর সূত্রে জানা যায়, আমদানি নিয়ন্ত্রণের কারণে আট মাসে সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি হয়েছে শুল্ক খাতে। এ সময়ে ৭৩ হাজার ১৩ কোটি টাকা আদায়ের বিপরীতে আদায় হয়েছে ৫৯ হাজার ১৯৮ কোটি টাকা। এক শুল্ক খাতেই ঘাটতি পড়েছে ১৩ হাজার ৮১৪ কোটি টাকা।
সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট খাতে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ভ্যাটের আদায় সবচেয়ে বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে। আট মাসে ৮২ হাজার ১৩৯ কোটি টাকা আদায়ের বিপরীতে আদায় হয়েছে ৭৬ হাজার ৪০১ কোটি টাকা। ঘাটতি হয়েছে ৫ হাজার ৭৩৮ কোটি টাকা।
আয়কর খাতে আদায় হয়েছে ৬০ হাজার ৪৩৭ কোটি টাকা। এ খাতে লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি পড়েছে ২ হাজার ৭৫৮ কোটি টাকা।
এনবিআর সূত্র আরও জানায়, চলতি অর্থবছরে সংস্থাটির মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর আট মাসের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৯ হাজার কোটি টাকা। তবে এ সময়ে আদায় হয়েছে ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা। ঘাটতি হয়েছে ২২ হাজার ৯৭৮ হাজার কোটি টাকা।
বেসরকারি খাতের প্রসারে অর্থনীতি বড় হলেও রাজস্ব আয়ে এর পুরো প্রতিফলন নেই। সক্ষম সব করদাতাকে করের আওতায় আনা যাচ্ছে না। স্বেচ্ছায় যেমন করদাতারা কর দেন না, আবার কর বিভাগও তাদের খুঁজে বের করতে কাঙ্ক্ষিতমাত্রায় উদ্যোগী নয়। ফলে বড় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা দিলেও আদায় হচ্ছে গতানুগতিক। আগের অর্থবছরের ধারাবাহিকতায় এবারও বড় অঙ্কের রাজস্ব ঘাটতির মুখে রয়েছে এনবিআর। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে, আট মাসে প্রায় ২৩ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি হয়েছে। পরবর্তী চার মাসে এ ঘাটতি শেষ পর্যন্ত ৩০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
উন্নয়ন সহযোগীরা বলছে, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাওয়া অর্থনীতিগুলোর একটি। সব শেষ বাংলাদেশ ব্যাংকের হালনাদাগাদ তথ্য বলছে, গত এক বছরেই ব্যাংকে কোটিপতি হিসাবের সংখ্যা বেড়েছে আট হাজার। তবে এসব সাফল্যের প্রতিফলন রাজস্ব আয়ে থাকার কথা থাকলেও তেমনটি নেই; বরং অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রাই শেষ পর্যন্ত পূরণ করতে পারছে না সংস্থাটি। যাঁরা কর ফাঁকিবাজ বা টিআইএন নিয়ে যে বিপুলসংখ্যক করদাতা রিটার্ন দাখিল করছেন না, তাঁদেরকেও জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে না।
এনবিআর সূত্রে জানা যায়, আমদানি নিয়ন্ত্রণের কারণে আট মাসে সবচেয়ে বেশি রাজস্ব ঘাটতি হয়েছে শুল্ক খাতে। এ সময়ে ৭৩ হাজার ১৩ কোটি টাকা আদায়ের বিপরীতে আদায় হয়েছে ৫৯ হাজার ১৯৮ কোটি টাকা। এক শুল্ক খাতেই ঘাটতি পড়েছে ১৩ হাজার ৮১৪ কোটি টাকা।
সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে ভ্যাট খাতে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ভ্যাটের আদায় সবচেয়ে বেশি হয়েছে বলে মনে করা হচ্ছে। আট মাসে ৮২ হাজার ১৩৯ কোটি টাকা আদায়ের বিপরীতে আদায় হয়েছে ৭৬ হাজার ৪০১ কোটি টাকা। ঘাটতি হয়েছে ৫ হাজার ৭৩৮ কোটি টাকা।
আয়কর খাতে আদায় হয়েছে ৬০ হাজার ৪৩৭ কোটি টাকা। এ খাতে লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি পড়েছে ২ হাজার ৭৫৮ কোটি টাকা।
এনবিআর সূত্র আরও জানায়, চলতি অর্থবছরে সংস্থাটির মোট রাজস্ব আয়ের লক্ষ্য ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। আর আট মাসের লক্ষ্যমাত্রা ২ লাখ ১৯ হাজার কোটি টাকা। তবে এ সময়ে আদায় হয়েছে ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা। ঘাটতি হয়েছে ২২ হাজার ৯৭৮ হাজার কোটি টাকা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে