বরগুনা-৩ সংসদীয় আসন পুনর্বহাল দাবি

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০৭: ২১
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭

বরগুনা–৩ সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানিয়েছেন বরগুনার রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠন। এ উপলক্ষে গত শুক্রবার রাতে আমতলী পৌরসভা কক্ষে সংসদীয় আসন পুনর্বহাল আন্দোলন জেলা কমিটি ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

আমতলি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে আমতলি পৌরসভা মিলনায়তনে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

এ সময় আলোচনায় অংশগ্রহণ করেন বরগুনা পৌরসভার সাবেক মেয়র শাহ জাহান মিয়া, আমতলি পৌরসভার সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আ্যাড. সঞ্জীব দাস, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম টুকু, আমতলি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাড. আ. কাদের, ইউপি চেয়ারম্যান বাদল খান, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, সাংবাদিক রেজাউল ইসলাম, জাকির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন কমিশন অযৌক্তিক ভাবে উপকূলীয় জেলা বরগুনার ৩টি সংসদীয় আসন কেড়ে নেয়। সাংবিধানিক ভাবে ভৌগোলিক ও জনসংখ্যার দিক থেকে বরগুনার ৩টি সংসদীয় আসন দাবি রাখে। মাননীয় প্রধানমন্ত্রী বরগুনা–৩ আসন (আমতলি-তালতলি) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাগর আর নদী বেষ্টিত বরগুনা জেলায় ৩টি সংসদীয় আসন ফিরে পেতে বৃহৎ আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত