ঝিকরগাছা প্রতিনিধি
যশোর সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের প্রায় ১০০ বিঘা জমির বোরো আবাদ বন্ধ রয়েছে। গভীর নলকূপ বসানো নিয়ে মামলায় সেখানে সেচ ব্যবস্থা বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। ফলে দুই উপজেলার মধ্যবর্তী ওই এলাকার শতাধিক কৃষক বোরো আবাদ নিয়ে তিন বছর ধরে সমস্যায় রয়েছেন।
ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান নামের এক ব্যক্তি এই মামলা করেছেন বলে জানা গেছে। কৃষকদের চাপে পড়ে বাদী মামলাটির আপসনামা করেও টালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন দেখা গেছে, সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের ১০০ বিঘা জমি কৃষকেরা বোরোধান রোপণের জন্য প্রস্তুত করতে পারছেন না। নতুন নলকূপের লাইসেন্স স্থগিত হওয়ায় তাঁরা ধান রোপণ করতে পারছেন না।
ছোট মেঘলা গ্রামের আব্দুর রহিম ভুট্টো বলেন, ‘এ মাঠের শতাধিক বিঘা জমিতে বোরোধান চাষের জন্য আমরা ২০১৭ সালে একটি গভীর নলকূপ বসানোর আবেদন করি। উপজেলা সেচ কমিটি যাচাই-বাছাই করে ২০১৯ সালে লাইসেন্স প্রদান করে। এ নিয়ে আরেক গভীর নলকূপের মালিক ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান মামলা করেন। ফলে আমাদের নলকূপের লাইসেন্স বাতিল হয়ে যায় এবং সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অথচ তাঁর নলকূপটি রয়েছে দুই হাজার ফুট দূরে ও নিচু জায়গায়।’
কৃষক ভুট্টো আরও বলেন, ‘প্রচলিত সেচ আইনে বলা হয়েছে, একটি গভীর নলকূপ থেকে অপর নলকূপের দূরত্ব হবে এক হাজার ৯৪১ ফুট। তারপরও সাইফুজ্জামান ওই বছরেই ১৯৮৬-৮৭ সালের সেচ আইন উল্লেখ করে একটি ষড়যন্ত্র মামলা করে আমাদের লাইসেন্সটি স্থগিত করে দেন। সেই থেকে মাঠটিতে বোরোধান চাষ করতে পারছেন না কৃষকেরা।’
এ বিষয়ে সাইফুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে মামলার সম্পর্কে জানতে চাইলে তিনি কল কেটে দেন।
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বলেন, ‘এ বিষয়ে ইউনিয়ন পরিষদে বসে একবার মীমাংসা করে দিয়েছি। তাঁরা পরে আবার বিতণ্ডায় জড়ালে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘সমস্যার সমাধানের জন্য পুলিশ পাঠিয়েছি এবং সেচ কর্মকর্তাকে জানানো হয়েছে।’
যশোর সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের প্রায় ১০০ বিঘা জমির বোরো আবাদ বন্ধ রয়েছে। গভীর নলকূপ বসানো নিয়ে মামলায় সেখানে সেচ ব্যবস্থা বন্ধ থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে কৃষকেরা জানিয়েছেন। ফলে দুই উপজেলার মধ্যবর্তী ওই এলাকার শতাধিক কৃষক বোরো আবাদ নিয়ে তিন বছর ধরে সমস্যায় রয়েছেন।
ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান নামের এক ব্যক্তি এই মামলা করেছেন বলে জানা গেছে। কৃষকদের চাপে পড়ে বাদী মামলাটির আপসনামা করেও টালবাহানা করছেন বলে অভিযোগ উঠেছে।
সরেজমিন দেখা গেছে, সদরের ছোট মেঘলা ও ঝিকরগাছার মল্লিকপুর মাঠের ১০০ বিঘা জমি কৃষকেরা বোরোধান রোপণের জন্য প্রস্তুত করতে পারছেন না। নতুন নলকূপের লাইসেন্স স্থগিত হওয়ায় তাঁরা ধান রোপণ করতে পারছেন না।
ছোট মেঘলা গ্রামের আব্দুর রহিম ভুট্টো বলেন, ‘এ মাঠের শতাধিক বিঘা জমিতে বোরোধান চাষের জন্য আমরা ২০১৭ সালে একটি গভীর নলকূপ বসানোর আবেদন করি। উপজেলা সেচ কমিটি যাচাই-বাছাই করে ২০১৯ সালে লাইসেন্স প্রদান করে। এ নিয়ে আরেক গভীর নলকূপের মালিক ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের সাইফুজ্জামান মামলা করেন। ফলে আমাদের নলকূপের লাইসেন্স বাতিল হয়ে যায় এবং সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। অথচ তাঁর নলকূপটি রয়েছে দুই হাজার ফুট দূরে ও নিচু জায়গায়।’
কৃষক ভুট্টো আরও বলেন, ‘প্রচলিত সেচ আইনে বলা হয়েছে, একটি গভীর নলকূপ থেকে অপর নলকূপের দূরত্ব হবে এক হাজার ৯৪১ ফুট। তারপরও সাইফুজ্জামান ওই বছরেই ১৯৮৬-৮৭ সালের সেচ আইন উল্লেখ করে একটি ষড়যন্ত্র মামলা করে আমাদের লাইসেন্সটি স্থগিত করে দেন। সেই থেকে মাঠটিতে বোরোধান চাষ করতে পারছেন না কৃষকেরা।’
এ বিষয়ে সাইফুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে সাংবাদিক পরিচয় দিয়ে মামলার সম্পর্কে জানতে চাইলে তিনি কল কেটে দেন।
ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বলেন, ‘এ বিষয়ে ইউনিয়ন পরিষদে বসে একবার মীমাংসা করে দিয়েছি। তাঁরা পরে আবার বিতণ্ডায় জড়ালে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত বলেন, ‘সমস্যার সমাধানের জন্য পুলিশ পাঠিয়েছি এবং সেচ কর্মকর্তাকে জানানো হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে