সমাবেশ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০৭: ১৭
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১০: ২১

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৫ জানুয়ারি ফেনীতে জেলা বিএনপির আয়োজনে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশের প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান শামীম।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

সভায় মাহবুবুর রহমান শামীম বলেন, ফেনীতে ১৫ জানুয়ারি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ফেনীর মহাসমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন আন্দোলন শুরু হবে। যেকোনো মূল্যে এই মহাসমাবেশ সফল করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৮ ডিসেম্বর জেলা বিএনপি সমাবেশের ডাক দিলে একই দিন একই স্থানে জেলা যুবলীগও সমাবেশের ঘোষণা দেয়। তখন সেখানে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত