বিনোদন প্রতিবেদক, ঢাকা
রেকর্ডসংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে এবার ঈদে। তবে দেশে হলের সংখ্যা কম থাকায় এত সিনেমা কোথায় চলবে, লগ্নি উঠে আসবে কি না—এসব চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের। ঈদের সিনেমার সংখ্যা বেশি হলেও প্রচারে তেমন জোর নেই। দর্শকদের মধ্যেও কৌতূহল কম।
প্রতিবার রমজানের আগে থেকেই ঈদের সিনেমার হিসাব-নিকাশ শুরু হয়ে যায়। একে একে প্রকাশ পায় গান, টিজার, ট্রেলার। পাল্লা দিয়ে প্রচারে শামিল হতে থাকেন তারকারা। দর্শকদের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এক সপ্তাহ আগেও নির্দিষ্ট ছিল না ঠিক কয়টি সিনেমা মুক্তি পাবে এবারের ঈদে। শেষ মুহূর্তে এসে মুক্তির মিছিলে যোগ দিয়েছে কিছু সিনেমা। কোনোটি তো মাত্র দুই দিন আগে সেন্সর বোর্ডের দরজা পেরিয়েছে। ফলে এক এক করে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। নিকট অতীতে এক ঈদে এত সিনেমা মুক্তির নজির নেই। ফলে এক দিনে এত সিনেমা মুক্তির ঘোষণায় অনেকের কপালে ভাঁজ ফেলেছে। কারণ সিনেমা হলের অপ্রতুলতা।
হল পাওয়া নিয়ে শঙ্কা
২০০৯ সালে সর্বশেষ এক ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল। তখনো দেশে হল ছিল প্রায় ৫০০। এর পর থেকেই পর্যায়ক্রমে কমতে থাকে হলের সংখ্যা। পাল্লা দিয়ে সিনেমা মুক্তির সংখ্যাও কমছিল। গত ঈদে যেমন মুক্তি পেয়েছিল মাত্র ৩টি সিনেমা। এবার এত সিনেমা আসার খবরে নড়েচড়ে বসেছেন দর্শক থেকে নির্মাতা-প্রযোজক-শিল্পীদের অনেকে। সবার একটাই চিন্তা—এত সিনেমা চলবে কোথায়? এত সিনেমা চালানোর মতো পর্যাপ্ত হল কি আছে? প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমাদের দেশে এখন সিঙ্গেল স্ক্রিন আছে মাত্র ৪৫টি। ঈদের সময় কিছু মৌসুমি হল চালু হয়। সে হিসাবে হয়তো আরও ৫০টি হল বাড়তে পারে। এই স্বল্পসংখ্যক হলে যদি এত সিনেমা মুক্তি পায়, সেখানে প্রতি সিনেমার ভাগে হল পড়বে কয়টি? এতে বিনিয়োগ উঠবে? একসময় ১ হাজার ৪০০ হল ছিল, তখন ঈদে সর্বোচ্চ ১৪টি সিনেমাও মুক্তি পেয়েছে। এখন ১০০ হলও নেই, অথচ এত সিনেমা মুক্তি পাচ্ছে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত।’
প্রচারে জোর নেই
ঈদের আর বাকি মাত্র দুই দিন। অথচ শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ট্রেলার প্রকাশ পায়নি এখনো। অনন্ত জলিলের ‘কিল হিম’-এর ট্রেলার এসেছে গতকাল। তালিকায় থাকা বেশির ভাগ সিনেমার গানগুলোও দেখার সুযোগ পাননি দর্শক। একটা সিনেমা হলে আসার আগে যতটা প্রচার-প্রচারণার দরকার পড়ে, সেটার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না এবার। সিনেমা হলেও পোস্টার পড়েনি বেশির ভাগের। ফলে সংখ্যায় বেশি হলেও সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল কম।
অ্যাকশনের আধিক্য
এবার ঈদের সিনেমায় অ্যাকশনের ওপর ভরসা রেখেছেন বেশির ভাগ নির্মাতা-প্রযোজক। ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘পাপ (প্রথম চাল)’, ‘শত্রু’ ও ‘লোকাল’—সব মিলিয়ে মুক্তির অপেক্ষায় থাকা আটটি সিনেমার পাঁচটিই অ্যাকশননির্ভর। হলিউড, বলিউডে ইদানীং অ্যাকশনের জয়জয়কার দেখে ঢালিউড নির্মাতারাও আশা করছেন, এবার অ্যাকশনই তাঁদের রক্ষা করবে।
রেকর্ডসংখ্যক সিনেমা মুক্তি পাচ্ছে এবার ঈদে। তবে দেশে হলের সংখ্যা কম থাকায় এত সিনেমা কোথায় চলবে, লগ্নি উঠে আসবে কি না—এসব চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিদের। ঈদের সিনেমার সংখ্যা বেশি হলেও প্রচারে তেমন জোর নেই। দর্শকদের মধ্যেও কৌতূহল কম।
প্রতিবার রমজানের আগে থেকেই ঈদের সিনেমার হিসাব-নিকাশ শুরু হয়ে যায়। একে একে প্রকাশ পায় গান, টিজার, ট্রেলার। পাল্লা দিয়ে প্রচারে শামিল হতে থাকেন তারকারা। দর্শকদের মধ্যেও দেখা যায় উৎসাহ-উদ্দীপনা। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এক সপ্তাহ আগেও নির্দিষ্ট ছিল না ঠিক কয়টি সিনেমা মুক্তি পাবে এবারের ঈদে। শেষ মুহূর্তে এসে মুক্তির মিছিলে যোগ দিয়েছে কিছু সিনেমা। কোনোটি তো মাত্র দুই দিন আগে সেন্সর বোর্ডের দরজা পেরিয়েছে। ফলে এক এক করে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। নিকট অতীতে এক ঈদে এত সিনেমা মুক্তির নজির নেই। ফলে এক দিনে এত সিনেমা মুক্তির ঘোষণায় অনেকের কপালে ভাঁজ ফেলেছে। কারণ সিনেমা হলের অপ্রতুলতা।
হল পাওয়া নিয়ে শঙ্কা
২০০৯ সালে সর্বশেষ এক ঈদে ১১টি সিনেমা মুক্তি পেয়েছিল। তখনো দেশে হল ছিল প্রায় ৫০০। এর পর থেকেই পর্যায়ক্রমে কমতে থাকে হলের সংখ্যা। পাল্লা দিয়ে সিনেমা মুক্তির সংখ্যাও কমছিল। গত ঈদে যেমন মুক্তি পেয়েছিল মাত্র ৩টি সিনেমা। এবার এত সিনেমা আসার খবরে নড়েচড়ে বসেছেন দর্শক থেকে নির্মাতা-প্রযোজক-শিল্পীদের অনেকে। সবার একটাই চিন্তা—এত সিনেমা চলবে কোথায়? এত সিনেমা চালানোর মতো পর্যাপ্ত হল কি আছে? প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘আমাদের দেশে এখন সিঙ্গেল স্ক্রিন আছে মাত্র ৪৫টি। ঈদের সময় কিছু মৌসুমি হল চালু হয়। সে হিসাবে হয়তো আরও ৫০টি হল বাড়তে পারে। এই স্বল্পসংখ্যক হলে যদি এত সিনেমা মুক্তি পায়, সেখানে প্রতি সিনেমার ভাগে হল পড়বে কয়টি? এতে বিনিয়োগ উঠবে? একসময় ১ হাজার ৪০০ হল ছিল, তখন ঈদে সর্বোচ্চ ১৪টি সিনেমাও মুক্তি পেয়েছে। এখন ১০০ হলও নেই, অথচ এত সিনেমা মুক্তি পাচ্ছে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত।’
প্রচারে জোর নেই
ঈদের আর বাকি মাত্র দুই দিন। অথচ শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ট্রেলার প্রকাশ পায়নি এখনো। অনন্ত জলিলের ‘কিল হিম’-এর ট্রেলার এসেছে গতকাল। তালিকায় থাকা বেশির ভাগ সিনেমার গানগুলোও দেখার সুযোগ পাননি দর্শক। একটা সিনেমা হলে আসার আগে যতটা প্রচার-প্রচারণার দরকার পড়ে, সেটার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না এবার। সিনেমা হলেও পোস্টার পড়েনি বেশির ভাগের। ফলে সংখ্যায় বেশি হলেও সিনেমাগুলো নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল কম।
অ্যাকশনের আধিক্য
এবার ঈদের সিনেমায় অ্যাকশনের ওপর ভরসা রেখেছেন বেশির ভাগ নির্মাতা-প্রযোজক। ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘কিল হিম’, ‘পাপ (প্রথম চাল)’, ‘শত্রু’ ও ‘লোকাল’—সব মিলিয়ে মুক্তির অপেক্ষায় থাকা আটটি সিনেমার পাঁচটিই অ্যাকশননির্ভর। হলিউড, বলিউডে ইদানীং অ্যাকশনের জয়জয়কার দেখে ঢালিউড নির্মাতারাও আশা করছেন, এবার অ্যাকশনই তাঁদের রক্ষা করবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে