নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষের ঘটনায় রেলওয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে বাসচালক শহিদুল আলম ও গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে শহিদুল আলম সংঘর্ষের জন্য দায়ী আর গেটম্যান আশরাফুল দায়িত্বে অবহেলা করেছেন বলে তদন্তে বলা হয়।
গত বৃহস্পতিবার জমা দেওয়া পাঁচ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বাসচালক ও সাময়িক বহিষ্কৃত গেটম্যান গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।
তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ঘটনার একদিন পরই তদন্তের কাজ শুরু করেন। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। তাঁদের তদন্তে দুর্ঘটনার জন্য বাসচালক শহিদুল আলমকে বেশি দায়ী করেছেন। কারণ তিনি দ্রুত বেগে গাড়ি চালিয়ে এসে অন্য তিনটি গাড়িকে ধাক্কা দেন। বাসচালক যদি বেপরোয়া গতিতে গাড়ি না চালাতেন তাহলে দুর্ঘটনাটি ঘটত না।
পাশাপাশি এই দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা ছিল। তিনি সড়কের এক পাশের ব্যারিয়ার (প্রতিবন্ধক) ফেলেননি। এ জন্য গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়ার সুপারিশ করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে রেল লেভেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা এড়ানোর জন্য কয়েকটি সুপারিশ করেছে তদন্ত কমিটি।
গত ৪ ডিসেম্বর সকাল ১০টায় ঝাউতলা রেলগেটে ডেমু ট্রেনের সঙ্গে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে তিনজন নিহত হন। তাঁরা হলেন ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সদস্য মনির হোসেন, শিক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন ও ডিপ্লোমা প্রকৌশলী সৈয়দ বাহা উদ্দিন।
নগরীর খুলশীর ঝাউতলা রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের সঙ্গে গাড়ির সংঘর্ষের ঘটনায় রেলওয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এতে বাসচালক শহিদুল আলম ও গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে শহিদুল আলম সংঘর্ষের জন্য দায়ী আর গেটম্যান আশরাফুল দায়িত্বে অবহেলা করেছেন বলে তদন্তে বলা হয়।
গত বৃহস্পতিবার জমা দেওয়া পাঁচ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বাসচালক ও সাময়িক বহিষ্কৃত গেটম্যান গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
তদন্ত প্রতিবেদন দেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।
তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ঘটনার একদিন পরই তদন্তের কাজ শুরু করেন। ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। তাঁদের তদন্তে দুর্ঘটনার জন্য বাসচালক শহিদুল আলমকে বেশি দায়ী করেছেন। কারণ তিনি দ্রুত বেগে গাড়ি চালিয়ে এসে অন্য তিনটি গাড়িকে ধাক্কা দেন। বাসচালক যদি বেপরোয়া গতিতে গাড়ি না চালাতেন তাহলে দুর্ঘটনাটি ঘটত না।
পাশাপাশি এই দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা ছিল। তিনি সড়কের এক পাশের ব্যারিয়ার (প্রতিবন্ধক) ফেলেননি। এ জন্য গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি নেওয়ার সুপারিশ করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে রেল লেভেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা এড়ানোর জন্য কয়েকটি সুপারিশ করেছে তদন্ত কমিটি।
গত ৪ ডিসেম্বর সকাল ১০টায় ঝাউতলা রেলগেটে ডেমু ট্রেনের সঙ্গে বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পোর সংঘর্ষে তিনজন নিহত হন। তাঁরা হলেন ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সদস্য মনির হোসেন, শিক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন ও ডিপ্লোমা প্রকৌশলী সৈয়দ বাহা উদ্দিন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে