বাঘারপাড়া ও মনিরামপু প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া ও মনিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
এর মধ্যে বাঘারপাড়ার সহিংসতায় নৌকার ৩ সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে দুই উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।
বাঘারপাড়া: উপজেলার নারিকেলবাড়িয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল সরদারের বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী বাবলু সাহার নির্বাচনী অফিস ভাঙচুর ও ৩ সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ওই ইউনিয়নের মালঞ্চী গ্রামে।
জানা গেছে, রোববার রাত পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের সমর্থক মালঞ্চী গ্রামের মোক্তার হোসেন মোটরসাইকেলযোগে মালঞ্চী স্কুল মাঠ সংলগ্ন নৌকার প্রচার কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল সরদারের সমর্থকেরা তাঁকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে নৌকার কয়েকজন সমর্থক এগিয়ে এলে আনারস প্রতীকের সমর্থকেরা তাঁদের ওপরও হামলা চালান।
নৌকার কর্মী জাকির হোসেন জানান, হামলাকারীরা একই সঙ্গে নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় মোক্তার হোসেন ছাড়াও আহত হন নৌকার কর্মী মালঞ্চী গ্রামের তরিকুল ইসলাম ও শিমুল।
নৌকা প্রতীকের প্রার্থী বাবলু কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তাঁদের মধ্যে তরিকুলের বুকে ও মোক্তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া রহমান বলেন, ‘আহত তিনজনের মধ্যে তরিকুল ও মোক্তারের অবস্থা গুরুতর।’
বাবলু কুমার সাহা অভিযোগ, ‘আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আবুল সরদারের নির্দেশে এই হামলা চালানো হয়।’
অভিযোগ অস্বীকার করে প্রার্থী আবু তাহের আবুল সরদার বলেন, ‘এ ঘটনায় আমি কিছু জানি না।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
মনিরামপুর: মনিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নৌকা প্রার্থীর প্রচার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় জামতলা মোড়ে এ ঘটনা ঘটেছে।
খেদাপাড়া ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম জিন্নাহর নির্বাচনী প্রচার কার্যালয় এটি। কার্যালয়ের চারপাশ কাপড় দিয়ে ঘেরা ছিল। ভেতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও প্রার্থীর পোস্টার ঝোলানো ছিল।
দুর্বৃত্তের দেওয়া আগুনে চারপাশের কাপড় পুড়ে গেছে। তবে কে বা কারা কার্যালয়টিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। আগুন লাগার ধরন দেখে ঘটনাটি রহস্যজনক মনে করছেন অনেকে।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মমিন বলেন, ‘রাত ১২টা পর্যন্ত আমাদের কর্ম–সমর্থকেরা অফিসে ছিলেন। তাঁরা চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। ভোরে বিষয়টি টের পাওয়া যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে মোটরসাইকেলে দুজনকে এসে অফিসের সামনে থামতে দেখেছি।’
খেদাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
যশোরের বাঘারপাড়া ও মনিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
এর মধ্যে বাঘারপাড়ার সহিংসতায় নৌকার ৩ সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে দুই উপজেলায় পৃথক এ ঘটনা ঘটে।
বাঘারপাড়া: উপজেলার নারিকেলবাড়িয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল সরদারের বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থী বাবলু সাহার নির্বাচনী অফিস ভাঙচুর ও ৩ সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ওই ইউনিয়নের মালঞ্চী গ্রামে।
জানা গেছে, রোববার রাত পৌনে ১২টার দিকে আওয়ামী লীগের সমর্থক মালঞ্চী গ্রামের মোক্তার হোসেন মোটরসাইকেলযোগে মালঞ্চী স্কুল মাঠ সংলগ্ন নৌকার প্রচার কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল সরদারের সমর্থকেরা তাঁকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে নৌকার কয়েকজন সমর্থক এগিয়ে এলে আনারস প্রতীকের সমর্থকেরা তাঁদের ওপরও হামলা চালান।
নৌকার কর্মী জাকির হোসেন জানান, হামলাকারীরা একই সঙ্গে নৌকার নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেন। এ সময় মোক্তার হোসেন ছাড়াও আহত হন নৌকার কর্মী মালঞ্চী গ্রামের তরিকুল ইসলাম ও শিমুল।
নৌকা প্রতীকের প্রার্থী বাবলু কুমার সাহা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে থেকে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তাঁদের মধ্যে তরিকুলের বুকে ও মোক্তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া রহমান বলেন, ‘আহত তিনজনের মধ্যে তরিকুল ও মোক্তারের অবস্থা গুরুতর।’
বাবলু কুমার সাহা অভিযোগ, ‘আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের আবুল সরদারের নির্দেশে এই হামলা চালানো হয়।’
অভিযোগ অস্বীকার করে প্রার্থী আবু তাহের আবুল সরদার বলেন, ‘এ ঘটনায় আমি কিছু জানি না।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
মনিরামপুর: মনিরামপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নৌকা প্রার্থীর প্রচার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাতে উপজেলার দীঘিরপাড় জামতলা মোড়ে এ ঘটনা ঘটেছে।
খেদাপাড়া ইউপির আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম জিন্নাহর নির্বাচনী প্রচার কার্যালয় এটি। কার্যালয়ের চারপাশ কাপড় দিয়ে ঘেরা ছিল। ভেতরে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও প্রার্থীর পোস্টার ঝোলানো ছিল।
দুর্বৃত্তের দেওয়া আগুনে চারপাশের কাপড় পুড়ে গেছে। তবে কে বা কারা কার্যালয়টিতে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। আগুন লাগার ধরন দেখে ঘটনাটি রহস্যজনক মনে করছেন অনেকে।
খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মমিন বলেন, ‘রাত ১২টা পর্যন্ত আমাদের কর্ম–সমর্থকেরা অফিসে ছিলেন। তাঁরা চলে যাওয়ার পর এ ঘটনা ঘটেছে। ভোরে বিষয়টি টের পাওয়া যায়।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে মোটরসাইকেলে দুজনকে এসে অফিসের সামনে থামতে দেখেছি।’
খেদাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে