সম্পাদকীয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন একাধিক সভায় বক্তৃতা করছেন। তিনি দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিএনপির বিরুদ্ধেও কথা বলছেন। বিএনপি ক্ষমতায় নেই প্রায় ১৭ বছর। কোনো আন্দোলনেও বিএনপি সফলতা পায় না। কিন্তু তারপরও কি দলটির জনসমর্থন কমছে? যদি এই দল হীনবল হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের তাবৎ বড় বড় নেতাকে প্রতিদিন কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে?
বুধবার বরিশালে আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, ‘আমি ধিক্কার জানাই ওই বিএনপি-জামায়াতকে। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ, তারা মানুষ পোড়ায়। মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর ওদের রাজনীতি মানুষ পোড়ানো। তাদের কি মানুষ চায়? মানুষ তাদের চায় না।’ প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দোসর হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীরা; যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, ধর্ষণ ও অগ্নিসংযোগ করেছে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে।
যুদ্ধাপরাধের দায়ে যাদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে—সেই জামায়াত। কাজেই খুনি, অর্থ পাচারকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, এতিমের অর্থ আত্মসাৎকারীদের সঙ্গে জুটেছে যুদ্ধাপরাধীদের দল। এরা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০২৪-এও বলা হয়েছে, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমূলে উৎপাটিত করার সুপরিকল্পিত নীলনকশার অংশ হিসেবেই প্রতিহিংসাপরায়ণ বিএনপি-জামায়াত জোট ক্ষমতাসীন হওয়ার পর থেকেই একের পর এক সশস্ত্র আক্রমণ-অভিযান পরিচালনা করে। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ছিল সেই নৃশংস বর্বরতার চরমতম বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করায় এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কঠোর মন্তব্যের পর সংগত কারণেই প্রশ্ন উঠবে, নিবন্ধিত রাজনৈতিক দল বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করে দলটির নিবন্ধন বাতিল করার পথে হাঁটার কোনো দূরবর্তী পরিকল্পনা সরকারপ্রধানের মাথায় আছে কি না?
বিএনপি সব সময় আন্দোলনের কথা বলে। অথচ আন্দোলনের জন্য জনমত তৈরির পথে না গিয়ে সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে দলটি বেশি উৎসাহী। এটা প্রমাণ করতে চাইলে করা যাবে। এভাবে আইনি প্রক্রিয়ায় বিএনপির নিবন্ধন বাতিলও হয়তো করা যাবে। কিন্তু তাতে কি দেশে বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে? স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া না হলে দলটি কি তখন শুধু উগ্রতার পথেই হাঁটবে না? দেশের মানুষের মনোজগতের অবস্থান, আদর্শিক রাজনীতির ঘাটতি ইত্যাদি বিষয় মাথায় রেখে রাজনৈতিক কৌশল নির্ধারণ করা উচিত। একটি সন্ত্রাসী দলের পক্ষে কেন মানুষের দুর্বলতা, তার কারণ বোঝার চেষ্টা না করে শুধু বিরুদ্ধে কথা বলে সুফল পাওয়া যাবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন একাধিক সভায় বক্তৃতা করছেন। তিনি দেশবাসীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিএনপির বিরুদ্ধেও কথা বলছেন। বিএনপি ক্ষমতায় নেই প্রায় ১৭ বছর। কোনো আন্দোলনেও বিএনপি সফলতা পায় না। কিন্তু তারপরও কি দলটির জনসমর্থন কমছে? যদি এই দল হীনবল হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের তাবৎ বড় বড় নেতাকে প্রতিদিন কেন বিএনপির বিরুদ্ধে কথা বলতে হচ্ছে?
বুধবার বরিশালে আওয়ামী লীগের এক নির্বাচনী জনসভায় বিএনপি-জামায়াত মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, ‘আমি ধিক্কার জানাই ওই বিএনপি-জামায়াতকে। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। কারণ, তারা মানুষ পোড়ায়। মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর ওদের রাজনীতি মানুষ পোড়ানো। তাদের কি মানুষ চায়? মানুষ তাদের চায় না।’ প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দোসর হচ্ছে একাত্তরের যুদ্ধাপরাধীরা; যারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, ধর্ষণ ও অগ্নিসংযোগ করেছে, মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছে।
যুদ্ধাপরাধের দায়ে যাদের বিচার হয়েছে, শাস্তি হয়েছে—সেই জামায়াত। কাজেই খুনি, অর্থ পাচারকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, এতিমের অর্থ আত্মসাৎকারীদের সঙ্গে জুটেছে যুদ্ধাপরাধীদের দল। এরা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ২০২৪-এও বলা হয়েছে, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমূলে উৎপাটিত করার সুপরিকল্পিত নীলনকশার অংশ হিসেবেই প্রতিহিংসাপরায়ণ বিএনপি-জামায়াত জোট ক্ষমতাসীন হওয়ার পর থেকেই একের পর এক সশস্ত্র আক্রমণ-অভিযান পরিচালনা করে। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা ছিল সেই নৃশংস বর্বরতার চরমতম বহিঃপ্রকাশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির রাজনীতি করার অধিকার নেই বলে উল্লেখ করায় এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে কঠোর মন্তব্যের পর সংগত কারণেই প্রশ্ন উঠবে, নিবন্ধিত রাজনৈতিক দল বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করে দলটির নিবন্ধন বাতিল করার পথে হাঁটার কোনো দূরবর্তী পরিকল্পনা সরকারপ্রধানের মাথায় আছে কি না?
বিএনপি সব সময় আন্দোলনের কথা বলে। অথচ আন্দোলনের জন্য জনমত তৈরির পথে না গিয়ে সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে দলটি বেশি উৎসাহী। এটা প্রমাণ করতে চাইলে করা যাবে। এভাবে আইনি প্রক্রিয়ায় বিএনপির নিবন্ধন বাতিলও হয়তো করা যাবে। কিন্তু তাতে কি দেশে বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধান হয়ে যাবে? স্বাভাবিক কার্যক্রম করতে দেওয়া না হলে দলটি কি তখন শুধু উগ্রতার পথেই হাঁটবে না? দেশের মানুষের মনোজগতের অবস্থান, আদর্শিক রাজনীতির ঘাটতি ইত্যাদি বিষয় মাথায় রেখে রাজনৈতিক কৌশল নির্ধারণ করা উচিত। একটি সন্ত্রাসী দলের পক্ষে কেন মানুষের দুর্বলতা, তার কারণ বোঝার চেষ্টা না করে শুধু বিরুদ্ধে কথা বলে সুফল পাওয়া যাবে না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে