গঙ্গাচড়া প্রতিনিধি
গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপক্ষে যাওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের নাম পাওয়ার সঙ্গে সঙ্গে পদ বাতিল করা হবে। উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে গত শনিবার সন্ধ্যায় এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু জানান, নয় ইউপি নির্বাচনের জন্য একাধিক নেতা-কর্মী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেখান থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়জনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।
রেজাউল বলেন, ‘হয়তো অনেক নেতা-কর্মী মনে করছেন জেলার লিডাররা তাঁদের মনোনয়ন দিয়েছে। মনে রাখবেন, মনোনয়ন বরাদ্দে জেলার লিডারদের কোনো হাত ছিল না। আমরা শুধু প্রার্থীদের নাম লিস্ট করে পাঠিয়েছি। এই ভেবে অনেকেই অভিমান করে বাড়িতে বসে আছেন। আবার কেউ নৌকার মনোনয়ন না পেয়ে ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। যারা নৌকার মনোনয়ন পেয়েছেন তাঁদের উদ্দেশ করে বলতে চাই, আপনারা তাঁদের সঙ্গে বসেন। তাঁদের বোঝান, তাঁদের মনের মধ্যে যে অভিমান আছে তা ভাঙাতে হবে।’
যাঁরা ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের ৬ ডিসেম্বরের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান জেলা সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘যদি দলের কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন প্রত্যাহার না করে, সেই সব নেতা-কর্মীর বিরুদ্ধে নির্বাচন চলাকালীন অ্যাকশন নেওয়া হবে।’
অনেক নেতা-কর্মী শুধু মুখে মুখে নৌকার কথা বললেও মূলত অন্য প্রার্থীর হয়ে ভোট চান উল্লেখ করে রেজাউল বলেন, ‘আপনারা যাঁরা প্রার্থী আছেন, শুধু সে সব নেতা-কর্মীকে চিহ্নিত করে প্রমাণসহ আমাকে দেবেন। সঙ্গে সঙ্গে তাঁদের পদ বাতিল করা হবে। এটি আমার কথা নয়, এটি কেন্দ্রের কথা।’
সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘দল যাঁকে মনোনয়ন দিয়েছে, সবাই তাঁদের সঙ্গে জোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁদের পক্ষে কাজ করেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, উৎপল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওয়া, সাংগঠনিক সম্পাদক জাসেন বিন হোসেন মুম্মন, শ্রমবিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ফকরুল হাসান লিউ, সাংস্কৃতিক সম্পাদক আতিকুল আলম কল্লোল, বন ও পরিবেশ সম্পাদক সজিব রহমান, উপদপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাবলু, সদস্য রাফিউল ইসলাম প্রমুখ।
গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপক্ষে যাওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের নাম পাওয়ার সঙ্গে সঙ্গে পদ বাতিল করা হবে। উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গঙ্গাচড়া হাজী দেলোয়ার হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে গত শনিবার সন্ধ্যায় এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু জানান, নয় ইউপি নির্বাচনের জন্য একাধিক নেতা-কর্মী দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সেখান থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়জনকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।
রেজাউল বলেন, ‘হয়তো অনেক নেতা-কর্মী মনে করছেন জেলার লিডাররা তাঁদের মনোনয়ন দিয়েছে। মনে রাখবেন, মনোনয়ন বরাদ্দে জেলার লিডারদের কোনো হাত ছিল না। আমরা শুধু প্রার্থীদের নাম লিস্ট করে পাঠিয়েছি। এই ভেবে অনেকেই অভিমান করে বাড়িতে বসে আছেন। আবার কেউ নৌকার মনোনয়ন না পেয়ে ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। যারা নৌকার মনোনয়ন পেয়েছেন তাঁদের উদ্দেশ করে বলতে চাই, আপনারা তাঁদের সঙ্গে বসেন। তাঁদের বোঝান, তাঁদের মনের মধ্যে যে অভিমান আছে তা ভাঙাতে হবে।’
যাঁরা ক্ষোভে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের ৬ ডিসেম্বরের মধ্যে তা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান জেলা সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘যদি দলের কোনো নেতা-কর্মী স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন প্রত্যাহার না করে, সেই সব নেতা-কর্মীর বিরুদ্ধে নির্বাচন চলাকালীন অ্যাকশন নেওয়া হবে।’
অনেক নেতা-কর্মী শুধু মুখে মুখে নৌকার কথা বললেও মূলত অন্য প্রার্থীর হয়ে ভোট চান উল্লেখ করে রেজাউল বলেন, ‘আপনারা যাঁরা প্রার্থী আছেন, শুধু সে সব নেতা-কর্মীকে চিহ্নিত করে প্রমাণসহ আমাকে দেবেন। সঙ্গে সঙ্গে তাঁদের পদ বাতিল করা হবে। এটি আমার কথা নয়, এটি কেন্দ্রের কথা।’
সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘দল যাঁকে মনোনয়ন দিয়েছে, সবাই তাঁদের সঙ্গে জোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁদের পক্ষে কাজ করেন।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা অংশ নেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদিন, উৎপল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল মওয়া, সাংগঠনিক সম্পাদক জাসেন বিন হোসেন মুম্মন, শ্রমবিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ফকরুল হাসান লিউ, সাংস্কৃতিক সম্পাদক আতিকুল আলম কল্লোল, বন ও পরিবেশ সম্পাদক সজিব রহমান, উপদপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাবলু, সদস্য রাফিউল ইসলাম প্রমুখ।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে