নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বেলা সাড়ে ১১টায় ট্রেনের টিকিটের জন্য এসেছেন আবদুল কাইয়ুম। সোনার বাংলা ট্রেনের চারটি টিকিট কেটেছেন তিনি। এত দেরিতে এসেও টিকিট পেয়ে মহাখুশি তিনি। গতকাল শনিবার ঈদযাত্রা উপলক্ষে অগ্রিম টিকিট দেওয়ার প্রথম দিনে ঝক্কি-ঝামেলা ছাড়াই চট্টগ্রাম রেলস্টেশনে আসা সবাই টিকিট পেয়েছেন। কাউন্টারও ছিল প্রায় ফাঁকা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত ৫৭ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। তবে কাল বা পরশু থেকে চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
টিকিট কাটতে আসা আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘মনে করেছিলাম টিকিট পাব না। নিউমার্কেটে কাজে এসে ভাবলাম স্টেশনে গিয়ে দেখি। এসে দেখলাম মানুষজন কম। কাউন্টার ফাঁকা। এরপর দুই নম্বর কাউন্টার থেকে চারটি টিকিট কেটেছি।’
এর আগে সকাল ৬টায় স্টেশনে গিয়ে দেখা যায়, ১০-১২ জন টিকিটপ্রত্যাশী সাহরি খেয়ে চলে এসেছেন। তাঁরা মনে করেছিলেন প্রচণ্ড ভিড় হবে। কিন্তু যত সময় গড়িয়েছে মানুষের চাপ তেমন বাড়েনি। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা টিকিট পেয়ে যান।
এমন একজন যাত্রী মাকসুদুল আলম। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি। বাড়িতে মা-বাবা ও এক ছোট ভাই আছেন। ব্যবসার কাজে চট্টগ্রামে থাকি। স্ত্রী ও সন্তান নিয়ে বাড়িতে যাব। ঝামেলা ছাড়াই টিকিট পেয়েছি, তাই ভালো লাগছে।
গতকাল ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হয়। সকাল ৮টা থেকে ৯টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত ৫৭ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। চট্টগ্রাম স্টেশনে সাত হাজার টিকিট রয়েছে। এর মধ্যে অর্ধেক কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে টিকিট প্রত্যাশীদের তেমন চাপ ছিল না। কাল বা পরশু থেকে চাপ বাড়তে পারে। তিনি আরও বলেন, টিকিট কালোবাজারি রোধে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের পর্যাপ্ত সহযোগিতা করছে।
আজ রোববার দেওয়া হবে ২৮ তারিখের অগ্রিম টিকিট, সোমবার দেওয়া হবে ২৯ তারিখের, মঙ্গলবার দেওয়া হবে ৩০ তারিখের এবং বুধবার দেওয়া হবে পয়লা মের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে দেওয়া হবে ৫০ শতাংশ বাকিগুলো অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে ১ নম্বর থেকে ৮ নম্বর কাউন্টারে পৃথক ট্রেনের টিকিট দেওয়া হবে। এক নম্বর কাউন্টারে মহিলা, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বরে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস, ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হবে।
বেলা সাড়ে ১১টায় ট্রেনের টিকিটের জন্য এসেছেন আবদুল কাইয়ুম। সোনার বাংলা ট্রেনের চারটি টিকিট কেটেছেন তিনি। এত দেরিতে এসেও টিকিট পেয়ে মহাখুশি তিনি। গতকাল শনিবার ঈদযাত্রা উপলক্ষে অগ্রিম টিকিট দেওয়ার প্রথম দিনে ঝক্কি-ঝামেলা ছাড়াই চট্টগ্রাম রেলস্টেশনে আসা সবাই টিকিট পেয়েছেন। কাউন্টারও ছিল প্রায় ফাঁকা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত ৫৭ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। তবে কাল বা পরশু থেকে চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
টিকিট কাটতে আসা আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘মনে করেছিলাম টিকিট পাব না। নিউমার্কেটে কাজে এসে ভাবলাম স্টেশনে গিয়ে দেখি। এসে দেখলাম মানুষজন কম। কাউন্টার ফাঁকা। এরপর দুই নম্বর কাউন্টার থেকে চারটি টিকিট কেটেছি।’
এর আগে সকাল ৬টায় স্টেশনে গিয়ে দেখা যায়, ১০-১২ জন টিকিটপ্রত্যাশী সাহরি খেয়ে চলে এসেছেন। তাঁরা মনে করেছিলেন প্রচণ্ড ভিড় হবে। কিন্তু যত সময় গড়িয়েছে মানুষের চাপ তেমন বাড়েনি। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা টিকিট পেয়ে যান।
এমন একজন যাত্রী মাকসুদুল আলম। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি। বাড়িতে মা-বাবা ও এক ছোট ভাই আছেন। ব্যবসার কাজে চট্টগ্রামে থাকি। স্ত্রী ও সন্তান নিয়ে বাড়িতে যাব। ঝামেলা ছাড়াই টিকিট পেয়েছি, তাই ভালো লাগছে।
গতকাল ২৭ এপ্রিলের টিকিট দেওয়া হয়। সকাল ৮টা থেকে ৯টি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত ৫৭ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। চট্টগ্রাম স্টেশনে সাত হাজার টিকিট রয়েছে। এর মধ্যে অর্ধেক কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে টিকিট প্রত্যাশীদের তেমন চাপ ছিল না। কাল বা পরশু থেকে চাপ বাড়তে পারে। তিনি আরও বলেন, টিকিট কালোবাজারি রোধে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের পর্যাপ্ত সহযোগিতা করছে।
আজ রোববার দেওয়া হবে ২৮ তারিখের অগ্রিম টিকিট, সোমবার দেওয়া হবে ২৯ তারিখের, মঙ্গলবার দেওয়া হবে ৩০ তারিখের এবং বুধবার দেওয়া হবে পয়লা মের টিকিট। প্রতিদিন সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারে দেওয়া হবে ৫০ শতাংশ বাকিগুলো অনলাইনে বিক্রি হবে। একজন যাত্রী জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের অগ্রিম টিকিট ফেরত নেওয়া হবে না বলে বাণিজ্যিক বিভাগ সূত্রে জানা গেছে।
এদিকে ১ নম্বর থেকে ৮ নম্বর কাউন্টারে পৃথক ট্রেনের টিকিট দেওয়া হবে। এক নম্বর কাউন্টারে মহিলা, ওয়ারেন্ট ও রেলওয়ের পাস টিকিটের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। ২ নম্বর কাউন্টারে সুবর্ণ ও সোনার বাংলা এক্সপ্রেস (স্নিগ্ধা ও শোভন চেয়ার), ৩ নম্বর কাউন্টারে পাহাড়িকা ও উদয়ন, ৪ নম্বর কাউন্টারে মহানগর গোধূলি ও মহানগর এক্সপ্রেস, ৫ নম্বরে তূর্ণা এক্সপ্রেস, ৬ নম্বর কাউন্টারে চট্টলা ও বিজয় এক্সপ্রেস, ৭ নম্বর কাউন্টারে মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর স্পেশাল ট্রেনের টিকিট দেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে