রাজশাহী প্রতিনিধি
প্রখ্যাত কথাসাহিত্যিক ও লেখক সেলিনা হোসেন বলেছেন, ‘একাত্তরে গণহত্যার মধ্যে দিয়েই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা এবং বাংলা ভাষা যুদ্ধ করে আমরা অর্জন করেছি। তাই বিশ্বের দরবারে বাংলা ভাষাকে স্বমহিমায় তুলে ধরতে হবে। তাহলে স্বাধীনতা যে লক্ষ্য নিয়ে অর্জন করা হয়েছে সেটি সার্থক হবে।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আজকের দিনটির তাৎপর্য নতুন প্রজন্মকে বুঝতে হবে। কত রক্ত, কত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি সেটি সবাইকে অনুধাবন করতে হবে।’
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট যেভাবে তৈরি হয়েছে, অন্য দেশের সেভাবে হয়নি। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের দুর্দশার চিত্র নিয়ে অনেক গল্প, উপন্যাস, নাটক ও সিনেমা তৈরি হয়েছে। সেগুলো থেকেই বহির্বিশ্ব বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে পেরেছে।’
সেলিনা হোসেন বলেন, ‘অনেক ষড়যন্ত্র করেই এই দিনে দেশের খ্যাতিমান লোকদের হত্যা করা হয়েছে, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। তাই এই শহীদদের ত্যাগের মহিমা আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। স্মরণ করার সঙ্গে সঙ্গে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলার মর্যাদা অনেক। এই মর্যাদাকে ধরে রাখতে হবে আমাদের তরুণ প্রজন্মকেই।’
সভা শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। সঞ্চালনা করেন কলেজের শিক্ষক আলমাস মল্লিক ও ফাতেমাতুজ জোহরা। আলোচনা সভা শেষে কলেজের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সেলিনা হোসেন।
প্রখ্যাত কথাসাহিত্যিক ও লেখক সেলিনা হোসেন বলেছেন, ‘একাত্তরে গণহত্যার মধ্যে দিয়েই আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। স্বাধীনতা এবং বাংলা ভাষা যুদ্ধ করে আমরা অর্জন করেছি। তাই বিশ্বের দরবারে বাংলা ভাষাকে স্বমহিমায় তুলে ধরতে হবে। তাহলে স্বাধীনতা যে লক্ষ্য নিয়ে অর্জন করা হয়েছে সেটি সার্থক হবে।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী সরকারি মহিলা কলেজ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আজকের দিনটির তাৎপর্য নতুন প্রজন্মকে বুঝতে হবে। কত রক্ত, কত ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি সেটি সবাইকে অনুধাবন করতে হবে।’
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক প্রেক্ষাপট যেভাবে তৈরি হয়েছে, অন্য দেশের সেভাবে হয়নি। মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসের দুর্দশার চিত্র নিয়ে অনেক গল্প, উপন্যাস, নাটক ও সিনেমা তৈরি হয়েছে। সেগুলো থেকেই বহির্বিশ্ব বাংলাদেশের অবস্থা সম্পর্কে জানতে পেরেছে।’
সেলিনা হোসেন বলেন, ‘অনেক ষড়যন্ত্র করেই এই দিনে দেশের খ্যাতিমান লোকদের হত্যা করা হয়েছে, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। তাই এই শহীদদের ত্যাগের মহিমা আমাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। স্মরণ করার সঙ্গে সঙ্গে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলার মর্যাদা অনেক। এই মর্যাদাকে ধরে রাখতে হবে আমাদের তরুণ প্রজন্মকেই।’
সভা শেষে কলেজের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। সঞ্চালনা করেন কলেজের শিক্ষক আলমাস মল্লিক ও ফাতেমাতুজ জোহরা। আলোচনা সভা শেষে কলেজের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন সেলিনা হোসেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে