সোহেল মারমা, চট্টগ্রাম
ঈদ ঘিরে বাড়ছে ছিনতাইকারীদের তৎপরতা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে সজাগ রয়েছে। বিভিন্ন সময় ছিনতাইকারীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।
সর্বশেষ গত সোমবার রাত ১১টার দিকে নগরের বায়েজিদ থেকে টেনসন গ্রুপ নামের একটি ছিনতাইকারী গ্রুপের ৯ সদস্যকে আটক করেছে র্যাব। তারা সবাই তরুণ ও কিশোর বয়সের।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযুক্তরা হলেন মো. রুবেল (২১), মো. শাকিল (২১), মো. সজীব (১৯), মো. হৃদয় (২০), মো. হাবিবুর রহমান (২৪), সালাহ্ উদ্দিন (১৯), ওমর হাসান (১৯), মো. সাগর (১৯) ও মো. সাঈদ আলম (১৯)। তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা নগরীর টেনশন গ্রুপের সক্রিয় সদস্য। ঈদুল ফিতর উপলক্ষে তাঁরা বিভিন্নজনের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিল।
অভিযান পরিচালনাকারী র্যাব-৭-এর কর্মকর্তা মেজর মো. মোস্তফা জামান বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব টেনসন গ্রুপের বিষয়ে তথ্য পায়।
র্যাব কর্মকর্তা বলেন, এই গ্রুপের আরও সদস্য রয়েছে। গ্রুপের লিডারও আছে। নগরীর বিভিন্ন জায়গায় তারা সক্রিয়। তবে তাদের ধরা এখনো সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গত তিন দিনে পৃথক পাঁচটি ছিনতাইয়ের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসব ঘটনায় পাঁচলাইশ, ডবলমুরিং, বায়েজিদ ও আকবরশাহ থানায় পাঁচটি মামলা হয়েছে।
এর মধ্যে গত শনিবার রাতে চট্টগ্রামে বায়েজিদে বেতনের টাকা ও শখের মোবাইল বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়ে মো. শরীফ (২৮) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ছিনতাইকারীরা তাঁর শরীরে ৫টি ছুরিকাঘাত করেছিল।
এর আগে গত ১৮ মার্চ নগরীর লালখান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাফায়েত হোসেন নামের ১৯ বছর বয়সী এক কলেজছাত্র আহত হন। ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
অতীতে ছিনতাইয়ের শিকার হয়ে ছুরিকাঘাতে মারা যাওয়ার ঘটনাও রয়েছে। মারা যাওয়ার তালিকায় পুলিশও রয়েছে। আবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন অনেকে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সশস্ত্র ছিনতাইকারী চক্র ছিনতাই কাজে ব্যবহার করছে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, ও মোটরসাইকেল। আবার কেউ পথচারী সেজে ছিনতাইয়ের জন্য দাঁড়িয়ে থাকছে। এদের টার্গেট ভ্যানেটিব্যাগ, হাতব্যাগ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট। ছিনতাইকারীদের মধ্যে তরুণ ও কিশোর বয়সীদের সম্পৃক্ততাও বেড়েছে। বিশেষ করে মাদক সেবনের টাকা জোগাড় করতে তাঁরা এই্ ধরনের অপরাধে জড়াচ্ছে।
এদের আবার এলাকার বিভিন্ন বড় ভাইদের ইন্ধন ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। সম্প্রতি নগরীর চান্দগাঁও, চকবাজার, পাঁচলাইশে বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের এক শ্রেণির বড় ভাইদের ইন্ধনের তথ্য পাওয়া যায় পুলিশের কাছে।
মেজর মোস্তফা জামান বলেন, চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের অনেক গ্রুপ সক্রিয় রয়েছে। সবাইকে তো ধরা সম্ভব নয়। আমরা যখনই তথ্য পাচ্ছি তাঁদের ধরে আইনের আওতায় আনছি। মূলত ঈদ ঘিরে ছিনতাইকারীদের তৎপরতা এখন সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
সিএমপি’ পুলিশের পরিদর্শক পর্যায়ে একটি থানার কর্মকর্তা বলেন, ঈদের মৌসুমে সবার কাছে টাকা থাকে বলে মনে করে ছিনতাইকারীরা। এই কারণে ছিনতাইকারীদের তৎপরতা অন্যান্য সময়ের তুলনায় এ সময় বেশি থাকে। পথে যাকেই পাওয়া যাচ্ছে তাঁকে ছুরি কিংবা অস্ত্রের ভয় দেখিয়ে সব হাতিয়ে নিয়ে ফেলছে। পুলিশের নিয়মিত টহল থাকার পরও পুলিশের অনুপস্থিতিতে ছিনতাই করে পালিয়ে যাচ্ছে তাঁরা। আইন শৃঙ্খলা বাহিনী সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে এই ধরনের অপরাধ ঠেকাতে।
পুলিশ কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের ঘটনায় সাধারণত দস্যুতার ৩৯২ ধারায় মামলা হয়ে থাকে। ছিনতাইয়ের ঘটনায় আঘাতজনিত কোনো ঘটনা ঘটলে ৩৯৪ ধারায় মামলা হয়। আঘাতজনিত কারণে মৃত্যু হলে তখন ৩০২ ধারায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়।
জানা যায়, বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা কিছুদিন পর জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে সক্রিয় হচ্ছে।
ঈদ ঘিরে বাড়ছে ছিনতাইকারীদের তৎপরতা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে সজাগ রয়েছে। বিভিন্ন সময় ছিনতাইকারীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।
সর্বশেষ গত সোমবার রাত ১১টার দিকে নগরের বায়েজিদ থেকে টেনসন গ্রুপ নামের একটি ছিনতাইকারী গ্রুপের ৯ সদস্যকে আটক করেছে র্যাব। তারা সবাই তরুণ ও কিশোর বয়সের।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, অভিযুক্তরা হলেন মো. রুবেল (২১), মো. শাকিল (২১), মো. সজীব (১৯), মো. হৃদয় (২০), মো. হাবিবুর রহমান (২৪), সালাহ্ উদ্দিন (১৯), ওমর হাসান (১৯), মো. সাগর (১৯) ও মো. সাঈদ আলম (১৯)। তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্তরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তারা নগরীর টেনশন গ্রুপের সক্রিয় সদস্য। ঈদুল ফিতর উপলক্ষে তাঁরা বিভিন্নজনের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে জড়ো হয়েছিল।
অভিযান পরিচালনাকারী র্যাব-৭-এর কর্মকর্তা মেজর মো. মোস্তফা জামান বলেন, ‘একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব টেনসন গ্রুপের বিষয়ে তথ্য পায়।
র্যাব কর্মকর্তা বলেন, এই গ্রুপের আরও সদস্য রয়েছে। গ্রুপের লিডারও আছে। নগরীর বিভিন্ন জায়গায় তারা সক্রিয়। তবে তাদের ধরা এখনো সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এর আগে গত তিন দিনে পৃথক পাঁচটি ছিনতাইয়ের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসব ঘটনায় পাঁচলাইশ, ডবলমুরিং, বায়েজিদ ও আকবরশাহ থানায় পাঁচটি মামলা হয়েছে।
এর মধ্যে গত শনিবার রাতে চট্টগ্রামে বায়েজিদে বেতনের টাকা ও শখের মোবাইল বাঁচাতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতের শিকার হয়ে মো. শরীফ (২৮) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ছিনতাইকারীরা তাঁর শরীরে ৫টি ছুরিকাঘাত করেছিল।
এর আগে গত ১৮ মার্চ নগরীর লালখান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাফায়েত হোসেন নামের ১৯ বছর বয়সী এক কলেজছাত্র আহত হন। ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
অতীতে ছিনতাইয়ের শিকার হয়ে ছুরিকাঘাতে মারা যাওয়ার ঘটনাও রয়েছে। মারা যাওয়ার তালিকায় পুলিশও রয়েছে। আবার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন অনেকে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সশস্ত্র ছিনতাইকারী চক্র ছিনতাই কাজে ব্যবহার করছে সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, ও মোটরসাইকেল। আবার কেউ পথচারী সেজে ছিনতাইয়ের জন্য দাঁড়িয়ে থাকছে। এদের টার্গেট ভ্যানেটিব্যাগ, হাতব্যাগ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট। ছিনতাইকারীদের মধ্যে তরুণ ও কিশোর বয়সীদের সম্পৃক্ততাও বেড়েছে। বিশেষ করে মাদক সেবনের টাকা জোগাড় করতে তাঁরা এই্ ধরনের অপরাধে জড়াচ্ছে।
এদের আবার এলাকার বিভিন্ন বড় ভাইদের ইন্ধন ও পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। সম্প্রতি নগরীর চান্দগাঁও, চকবাজার, পাঁচলাইশে বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া ছিনতাইকারীদের এক শ্রেণির বড় ভাইদের ইন্ধনের তথ্য পাওয়া যায় পুলিশের কাছে।
মেজর মোস্তফা জামান বলেন, চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারীদের অনেক গ্রুপ সক্রিয় রয়েছে। সবাইকে তো ধরা সম্ভব নয়। আমরা যখনই তথ্য পাচ্ছি তাঁদের ধরে আইনের আওতায় আনছি। মূলত ঈদ ঘিরে ছিনতাইকারীদের তৎপরতা এখন সামান্য বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।
সিএমপি’ পুলিশের পরিদর্শক পর্যায়ে একটি থানার কর্মকর্তা বলেন, ঈদের মৌসুমে সবার কাছে টাকা থাকে বলে মনে করে ছিনতাইকারীরা। এই কারণে ছিনতাইকারীদের তৎপরতা অন্যান্য সময়ের তুলনায় এ সময় বেশি থাকে। পথে যাকেই পাওয়া যাচ্ছে তাঁকে ছুরি কিংবা অস্ত্রের ভয় দেখিয়ে সব হাতিয়ে নিয়ে ফেলছে। পুলিশের নিয়মিত টহল থাকার পরও পুলিশের অনুপস্থিতিতে ছিনতাই করে পালিয়ে যাচ্ছে তাঁরা। আইন শৃঙ্খলা বাহিনী সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে এই ধরনের অপরাধ ঠেকাতে।
পুলিশ কর্মকর্তা বলেন, ছিনতাইয়ের ঘটনায় সাধারণত দস্যুতার ৩৯২ ধারায় মামলা হয়ে থাকে। ছিনতাইয়ের ঘটনায় আঘাতজনিত কোনো ঘটনা ঘটলে ৩৯৪ ধারায় মামলা হয়। আঘাতজনিত কারণে মৃত্যু হলে তখন ৩০২ ধারায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা নেওয়া হয়।
জানা যায়, বিভিন্ন সময় ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা কিছুদিন পর জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে সক্রিয় হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে