ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীতে যানজট নিরসনে প্রাথমিক পর্যায়ে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এর বাস্তবায়ন হলে সুফল পাবে মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসনে সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে’র পর ইট, বালি ও যে কোনো পণ্যবাহী গাড়ি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ শহরের ভেতর দিয়ে চলাচল করতে পারবে না। এ ছাড়া, আজ শুক্রবার থেকে শহরের ভেতরে কোনো সিএনজিচালিত অটোরিকশাও প্রবেশ করতে পারবে না। সভায় অটো অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী আগামী ১ জুন থেকে অটোরিকশা ও অটোবাইক চলাচল করবে।
এ ছাড়া যানজট রোধে শহরের ভেতরের ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মসিক মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ মাসকান্দা বাসস্ট্যান্ড পরিদর্শন করবেন এবং সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সভার সভাপতি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘আমরা যানজট মুক্ত নগরী হতে চাই। বহু কারণে শহরে যানজট বাড়ছে। কিন্তু যে কোনো মূল্যে তা নিরসন করতে হবে। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনতে নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা রোধ, ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া সেতু থেকে কেওয়াটখালী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, শহরের অভ্যন্তরের সড়কসমূহ প্রশস্তকরণ এবং রেলক্রসিংসমূহে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণের সড়ক ও জনপদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’
এ অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মসিকের সচিব রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আমিনুর রহমান, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিআরটিএর কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মো. জহির, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা, জেলা বাস মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, সেক্রেটারি সোমনাথ সাহা, ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, অটোরিকশাচালক সমিতির সভাপতি দিলীপ সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ নগরীতে যানজট নিরসনে প্রাথমিক পর্যায়ে পাঁচটি সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। এর বাস্তবায়ন হলে সুফল পাবে মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশন এলাকায় যানজট নিরসনে সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ মে’র পর ইট, বালি ও যে কোনো পণ্যবাহী গাড়ি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ শহরের ভেতর দিয়ে চলাচল করতে পারবে না। এ ছাড়া, আজ শুক্রবার থেকে শহরের ভেতরে কোনো সিএনজিচালিত অটোরিকশাও প্রবেশ করতে পারবে না। সভায় অটো অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী আগামী ১ জুন থেকে অটোরিকশা ও অটোবাইক চলাচল করবে।
এ ছাড়া যানজট রোধে শহরের ভেতরের ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মসিক মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ মাসকান্দা বাসস্ট্যান্ড পরিদর্শন করবেন এবং সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
সভার সভাপতি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘আমরা যানজট মুক্ত নগরী হতে চাই। বহু কারণে শহরে যানজট বাড়ছে। কিন্তু যে কোনো মূল্যে তা নিরসন করতে হবে। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ্য আনতে নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা রোধ, ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তার ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া সেতু থেকে কেওয়াটখালী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, শহরের অভ্যন্তরের সড়কসমূহ প্রশস্তকরণ এবং রেলক্রসিংসমূহে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণের সড়ক ও জনপদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।’
এ অনুষ্ঠানে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মসিকের সচিব রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আমিনুর রহমান, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিআরটিএর কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মো. জহির, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা, জেলা বাস মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, সেক্রেটারি সোমনাথ সাহা, ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, অটোরিকশাচালক সমিতির সভাপতি দিলীপ সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে