বাঘারপাড়া প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন। আটক করা হয়েছে চারজনকে। হামলার ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার জহুরপুর ইউনিয়নের হুলিহুট্ট জামতলার পাশে খাজুরা-চতুরবাড়ীয়া সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারী চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার এ সহিংসতার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ। পুলিশ ঘটনাস্থল থেকে নয়টি মোটরসাইকেল জব্দ করেছে।
আহতরা হলেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত পাল, ছোট খুদা গ্রামের বোরহান উদ্দীন, একই গ্রামের হযরত আলী ও বেতালপাড়া গ্রামের মারুফ হোসেন।
মামলার আসামিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রিপন কুমার বিশ্বাস, একই উপজেলার আকাশ তরফদার, মাসুম বিল্লাহ ও তারেক মনোয়ার হৃদয়, বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের হলদা গ্রামের লাভলু, বেতালপাড়ার শিমুল হোসেন, মনিরুল ইসলাম, হুলিহট্ট গ্রামের জসিম উদ্দীন, মাসুদ হোসেন, ছোট খুদড়া গ্রামের রফিকুল ইসলাম ও সেলিম হোসেন। এ ছাড়া ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর মধ্যে ঘটনাস্থল থেকে আটক করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রিপন কুমার বিশ্বাস, একই উপজেলার আকাশ তরফদার, মাসুম বিল্লাহ ও তারেক মনোয়ার হৃদয়কে।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল শো-ডাউন শেষে বাড়ি ফেরার পথে আমার কর্মী–সমর্থকদের ওপর নৌকা প্রতীকের সমর্থকেরা হামলা চালায়। হামলায় আমার ৪ নেতা-কর্মী আহন হয়েছেন। হামলার সময়ে তাঁরা আমাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘এ হামলার ঘটনায় আমার কোনো লোকজন জড়িত না।’
যশোরের বাঘারপাড়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ স্বতন্ত্র প্রার্থীর চার সমর্থক আহত হয়েছেন। আটক করা হয়েছে চারজনকে। হামলার ঘটনায় ১১ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার জহুরপুর ইউনিয়নের হুলিহুট্ট জামতলার পাশে খাজুরা-চতুরবাড়ীয়া সড়কে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে হামলাকারী চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার এ সহিংসতার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ। পুলিশ ঘটনাস্থল থেকে নয়টি মোটরসাইকেল জব্দ করেছে।
আহতরা হলেন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশান্ত পাল, ছোট খুদা গ্রামের বোরহান উদ্দীন, একই গ্রামের হযরত আলী ও বেতালপাড়া গ্রামের মারুফ হোসেন।
মামলার আসামিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রিপন কুমার বিশ্বাস, একই উপজেলার আকাশ তরফদার, মাসুম বিল্লাহ ও তারেক মনোয়ার হৃদয়, বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের হলদা গ্রামের লাভলু, বেতালপাড়ার শিমুল হোসেন, মনিরুল ইসলাম, হুলিহট্ট গ্রামের জসিম উদ্দীন, মাসুদ হোসেন, ছোট খুদড়া গ্রামের রফিকুল ইসলাম ও সেলিম হোসেন। এ ছাড়া ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এর মধ্যে ঘটনাস্থল থেকে আটক করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রিপন কুমার বিশ্বাস, একই উপজেলার আকাশ তরফদার, মাসুম বিল্লাহ ও তারেক মনোয়ার হৃদয়কে।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বদর উদ্দীন মোল্যা বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল শো-ডাউন শেষে বাড়ি ফেরার পথে আমার কর্মী–সমর্থকদের ওপর নৌকা প্রতীকের সমর্থকেরা হামলা চালায়। হামলায় আমার ৪ নেতা-কর্মী আহন হয়েছেন। হামলার সময়ে তাঁরা আমাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মিন্টু বলেন, ‘এ হামলার ঘটনায় আমার কোনো লোকজন জড়িত না।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১ দিন আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১ দিন আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৯ দিন আগে