কিউইদের আজ লঙ্কা পরীক্ষা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১০: ৫২

বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের সবচেয়ে দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। স্বাগতিক অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে যেন পাগলা ঘোড়ার মতো ছুটছিল কিউইরা। দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেল কেন উইলিয়ামসনের দল। বেরসিক বৃষ্টি কেড়ে নিল অপেক্ষাকৃত দুর্বল আফগানিস্তানের বিপক্ষের ম্যাচ। ফলে পয়েন্ট ভাগাভাগি করে কিছুটা হতাশ নিউজিল্যান্ড। সে হতাশা মেটানোর জন্য ও সেমিফাইনালের পথ সহজ করতে জয় ছাড়া কিছু ভাবছে না কিউইরা।

প্রথমবারের মতো বিশ্বকাপের বাছাইপর্ব খেলা শ্রীলঙ্কার জন্য এই বিশ্বকাপ অনেকটাই নিজেদের নতুন করে চেনানোর পালা। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে তার অনেকটাই প্রমাণ করে রেখেছে দাসুন শানাকার দল। সুপার টুয়েলভের দুই ম্যাচ খেলে এক জয় এক পরাজয় নিয়ে যারা এখনো আশায় আছে বড় কিছু করার। সেমিফাইনাল খেলতে হলে জয় ছাড়া বিকল্প নেই শ্রীলঙ্কার। সুপার টুয়েলভটা অবশ্য সেভাবেই শুরু করেছিল লঙ্কানরা। আয়ারল্যান্ডকে হারিয়েছিল ৯ উইকেটে। কিন্তু পরের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে হিসাবটা কঠিন হয়ে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সে হিসাব সহজ করার লক্ষ্যই লঙ্কানদের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

বিএনপি দখল–চাঁদাবাজিতে, আ.লীগের অনুশোচনা নেই হত্যাকাণ্ডে: টিআইবি

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

শিক্ষার্থীদের পাথরে ভেঙেছে ট্রেনের ৩৮টি কাচ, হতে পারে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত