সম্পাদকীয়
জার্মানিতে একবার এক অবাক কাণ্ডের মুখোমুখি হয়েছিলেন শঙ্খ ঘোষ। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে নেমে রেলস্টেশনে এসে লুডভিগ্স্হাফেন নামের একটি ছোট শহরের উদ্দেশে বেরিয়েছেন। সস্ত্রীক এই যাত্রা। ছোট শহরটায় জার্মান বউ নিয়ে থাকেন শঙ্খ ঘোষের শ্যালক প্রবোধ।
ট্রেন স্টেশনে এসে দেখেন, অল্প সময়ের মধ্যেই ছেড়ে যাবে একটি ট্রেন। সেই ট্রেন থামবে আরাধ্য স্টেশনে। তাই তড়িঘড়ি উঠে পড়েন তাঁরা রেলগাড়িতে।
অল্প যাত্রী। আরামদায়ক ভ্রমণ।
এক সহযাত্রীকে ইশারা আর আধো ভাষায় শঙ্খ ঘোষ জিজ্ঞেস করেন, ‘কত সময় লাগতে পারে লুডভিগ্স্হাফেন শহরে পৌঁছুতে?’
জার্মান ভদ্রলোক ইংরেজিতে উত্তর দেন, ‘ওয়ান আওয়ার।’
দরজার পাশে দাঁড়িয়ে দ্রুত অপস্রিয়মাণ গাছপালা দেখতে থাকেন শঙ্খ ঘোষ। একসময় লক্ষ করেন, ঘণ্টা দেড়েক পেরিয়ে গেছে, কিন্তু ‘ওয়ান আওয়ার’ আর শেষ হচ্ছে না।
সেই ভদ্রলোককে জিজ্ঞেস করেন, ‘এক ঘণ্টা তো অনেক আগেই পেরিয়ে গেছে, শহর তো আর আসে না!’
ভদ্রলোক কোনো উত্তর দেন না। পাশ থেকে আরেকজন জানতে চান, ‘কোথায় যাবেন?’
‘লুডভিগ্স্হাফেন।’
‘তাহলে চিন্তা নেই। নিশ্চিত হয়ে বসুন। সবে তো আটটা বাজে। এখনো অনেক দেরি।’
‘উনি যে বললেন, এক ঘণ্টা লাগবে?’
‘উনি বললেন? উনি হয়তো বলতে চেয়েছেন রাত একটা। সেটিই হয়েছে ওয়ান আওয়ার। হ্যাঁ, তা প্রায় একটা তো হবেই।’
রাত একটা! তাহলে তো শ্যালক প্রবোধ জানতেও পারবে না কখন তাঁরা পৌঁছুবেন!
ঘড়ির কাঁটায় রাত একটা বাজতেই ট্রেন থামল লুডভিগ্স্হাফেন স্টেশনে। কিন্তু এ সময় সাহস করে বাইরে যাওয়ার কথা ভাবলেন না তাঁরা। স্টেশনেই অনেক মানুষ বসে আছে, শুয়ে আছে।
এ সময় অদ্ভুত এক খেলা দেখলেন শঙ্খ ঘোষ। কিছুক্ষণ পর পর কয়েক শ শোয়া মানুষ ঝট করে বসে পড়ছে। আবার কিছুক্ষণ পর শুয়ে পড়ছে। আবার বসে পড়ছে।
কেন এই খেলা? জানা গেল এক দোকানির কাছে। স্টেশনে পুলিশ এলেই সবাই কারও এক ইশারায় উঠে বসছে। কারণ, স্টেশনে বসা যাবে, ঘুমানো যাবে না। ঘুমালেই জরিমানা। তাই এই শোয়া আর বসা! সারা রাত এই খেলাই চলল।
সূত্র: শঙ্খ ঘোষের গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ৪২৫-৪২৭
জার্মানিতে একবার এক অবাক কাণ্ডের মুখোমুখি হয়েছিলেন শঙ্খ ঘোষ। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে নেমে রেলস্টেশনে এসে লুডভিগ্স্হাফেন নামের একটি ছোট শহরের উদ্দেশে বেরিয়েছেন। সস্ত্রীক এই যাত্রা। ছোট শহরটায় জার্মান বউ নিয়ে থাকেন শঙ্খ ঘোষের শ্যালক প্রবোধ।
ট্রেন স্টেশনে এসে দেখেন, অল্প সময়ের মধ্যেই ছেড়ে যাবে একটি ট্রেন। সেই ট্রেন থামবে আরাধ্য স্টেশনে। তাই তড়িঘড়ি উঠে পড়েন তাঁরা রেলগাড়িতে।
অল্প যাত্রী। আরামদায়ক ভ্রমণ।
এক সহযাত্রীকে ইশারা আর আধো ভাষায় শঙ্খ ঘোষ জিজ্ঞেস করেন, ‘কত সময় লাগতে পারে লুডভিগ্স্হাফেন শহরে পৌঁছুতে?’
জার্মান ভদ্রলোক ইংরেজিতে উত্তর দেন, ‘ওয়ান আওয়ার।’
দরজার পাশে দাঁড়িয়ে দ্রুত অপস্রিয়মাণ গাছপালা দেখতে থাকেন শঙ্খ ঘোষ। একসময় লক্ষ করেন, ঘণ্টা দেড়েক পেরিয়ে গেছে, কিন্তু ‘ওয়ান আওয়ার’ আর শেষ হচ্ছে না।
সেই ভদ্রলোককে জিজ্ঞেস করেন, ‘এক ঘণ্টা তো অনেক আগেই পেরিয়ে গেছে, শহর তো আর আসে না!’
ভদ্রলোক কোনো উত্তর দেন না। পাশ থেকে আরেকজন জানতে চান, ‘কোথায় যাবেন?’
‘লুডভিগ্স্হাফেন।’
‘তাহলে চিন্তা নেই। নিশ্চিত হয়ে বসুন। সবে তো আটটা বাজে। এখনো অনেক দেরি।’
‘উনি যে বললেন, এক ঘণ্টা লাগবে?’
‘উনি বললেন? উনি হয়তো বলতে চেয়েছেন রাত একটা। সেটিই হয়েছে ওয়ান আওয়ার। হ্যাঁ, তা প্রায় একটা তো হবেই।’
রাত একটা! তাহলে তো শ্যালক প্রবোধ জানতেও পারবে না কখন তাঁরা পৌঁছুবেন!
ঘড়ির কাঁটায় রাত একটা বাজতেই ট্রেন থামল লুডভিগ্স্হাফেন স্টেশনে। কিন্তু এ সময় সাহস করে বাইরে যাওয়ার কথা ভাবলেন না তাঁরা। স্টেশনেই অনেক মানুষ বসে আছে, শুয়ে আছে।
এ সময় অদ্ভুত এক খেলা দেখলেন শঙ্খ ঘোষ। কিছুক্ষণ পর পর কয়েক শ শোয়া মানুষ ঝট করে বসে পড়ছে। আবার কিছুক্ষণ পর শুয়ে পড়ছে। আবার বসে পড়ছে।
কেন এই খেলা? জানা গেল এক দোকানির কাছে। স্টেশনে পুলিশ এলেই সবাই কারও এক ইশারায় উঠে বসছে। কারণ, স্টেশনে বসা যাবে, ঘুমানো যাবে না। ঘুমালেই জরিমানা। তাই এই শোয়া আর বসা! সারা রাত এই খেলাই চলল।
সূত্র: শঙ্খ ঘোষের গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ৪২৫-৪২৭
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১১ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৩ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে