টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
জনসাধারণের কাছ থেকে জমি অধিগ্রহণ না করেই করে সড়ক তৈরি করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে ক্ষতিপূরণ দাবিতে নতুন সড়কে বাঁশের খুঁটি পুঁতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ১৮টি পরিবার। সিটি করপোরেশন এলাকার টঙ্গীর বনমালা সড়কের একাংশে বাঁশের খুঁটি পুঁতে এ বিক্ষোভ করা হয়। পরে এ খুঁটি তুলে ফেলেন বিক্ষোভকারীরা।
জমির মালিক হোসনে আরা বলেন, ‘ক্ষতিপূরণের পেতে সিটি মেয়রের কাছে লিখিত আবেদন করলে তিনি বসতি সরিয়ে নিতে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন। আজ শুধু আমাদের কাছ থেকে নেওয়া জায়গা পর্যন্ত বাঁশের খুঁটি স্থাপন করেছি। আমরা সড়কে যান চলাচল বন্ধ করিনি। ন্যায্য ক্ষতিপূরণ না পেলে মামলা করব।’
পৈতৃক সূত্রে পাওয়া প্রায় দেড় কাঠা জমিতে বাড়ি নির্মাণ করে বাস করে আসছিলেন মোস্তফা। তিনি জানান, মেয়র জাহাঙ্গীর আলমের দেওয়া আশ্বাসে সড়ক তৈরির সময় সম্পূর্ণ জায়গায় থাকা বাড়ি ভেঙে দেন তিনি। এখন পরিবার নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া করে বাস করছেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফি উদ্দিন সফি বলেন, বনমালা সড়কের এক পাশে রেলওয়ের নিজস্ব জমি রয়েছে। জমি অধিগ্রহণ করতে অনেক সময়ের প্রয়োজন ছিল। তাই জমি অধিগ্রহণের করে সড়ক তৈরি করা হয়নি। সড়ক তৈরি করতে মেয়র জাহাঙ্গীর আলম নিজেই জমির মালিকদের সঙ্গে কথা বলেছেন। তবে বেশ কয়েকজন জমির মালিককে তিনি ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন বলে তিনি দাবি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. ইলতুৎ মিশ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে কথা বলার জন্য তাঁদের পরামর্শ দিই। পরে তাঁরা সড়ক থেকে বাঁশের খুঁটি তুলে ফেলেন।’
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের সিইও মো. আমিনুল ইসলাম ও মেয়র জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন নম্বরে একাধিক বার কল দেওয়া হয়। তবে তাঁরা দুজনই ফোন রিসিভ করেননি।
জনসাধারণের কাছ থেকে জমি অধিগ্রহণ না করেই করে সড়ক তৈরি করার অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে ক্ষতিপূরণ দাবিতে নতুন সড়কে বাঁশের খুঁটি পুঁতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ১৮টি পরিবার। সিটি করপোরেশন এলাকার টঙ্গীর বনমালা সড়কের একাংশে বাঁশের খুঁটি পুঁতে এ বিক্ষোভ করা হয়। পরে এ খুঁটি তুলে ফেলেন বিক্ষোভকারীরা।
জমির মালিক হোসনে আরা বলেন, ‘ক্ষতিপূরণের পেতে সিটি মেয়রের কাছে লিখিত আবেদন করলে তিনি বসতি সরিয়ে নিতে আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন। আজ শুধু আমাদের কাছ থেকে নেওয়া জায়গা পর্যন্ত বাঁশের খুঁটি স্থাপন করেছি। আমরা সড়কে যান চলাচল বন্ধ করিনি। ন্যায্য ক্ষতিপূরণ না পেলে মামলা করব।’
পৈতৃক সূত্রে পাওয়া প্রায় দেড় কাঠা জমিতে বাড়ি নির্মাণ করে বাস করে আসছিলেন মোস্তফা। তিনি জানান, মেয়র জাহাঙ্গীর আলমের দেওয়া আশ্বাসে সড়ক তৈরির সময় সম্পূর্ণ জায়গায় থাকা বাড়ি ভেঙে দেন তিনি। এখন পরিবার নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া করে বাস করছেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফি উদ্দিন সফি বলেন, বনমালা সড়কের এক পাশে রেলওয়ের নিজস্ব জমি রয়েছে। জমি অধিগ্রহণ করতে অনেক সময়ের প্রয়োজন ছিল। তাই জমি অধিগ্রহণের করে সড়ক তৈরি করা হয়নি। সড়ক তৈরি করতে মেয়র জাহাঙ্গীর আলম নিজেই জমির মালিকদের সঙ্গে কথা বলেছেন। তবে বেশ কয়েকজন জমির মালিককে তিনি ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন বলে তিনি দাবি করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ, দক্ষিণ) মো. ইলতুৎ মিশ বলেন, ‘পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারদের সঙ্গে কথা বলেছি। বিষয়টি সমাধানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে কথা বলার জন্য তাঁদের পরামর্শ দিই। পরে তাঁরা সড়ক থেকে বাঁশের খুঁটি তুলে ফেলেন।’
এ বিষয়ে জানতে গাজীপুর সিটি করপোরেশনের সিইও মো. আমিনুল ইসলাম ও মেয়র জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন নম্বরে একাধিক বার কল দেওয়া হয়। তবে তাঁরা দুজনই ফোন রিসিভ করেননি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে