আবু তাহের খান
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, সুখী দেশের তালিকায় বাংলাদেশের সাত ধাপ এগিয়ে যাওয়াই প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী ঠিকই বলেছেন। আগে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এবার ৯৪তম স্থানে উন্নীত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তানের ১২১তম।
কিন্তু এর পরও কথা আছে। করোনায় কত মানুষ কাজ হারিয়েছে, কত মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে এবং কত মানুষের আয় কী পরিমাণে কমেছে—এসব বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকলেও সব কটি বিষয়ই যে ব্যাপক পরিসরে ঘটেছে, তাতে কোনোই সন্দেহ নেই। ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা, কষ্ট ও অসহায়ত্ব কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তা এখন আর বিতর্কের বিষয় নয়; বরং এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে, সেটাই হওয়া উচিত মূল বিবেচনা ও চিন্তাভাবনার মূল ক্ষেত্র। আর সে ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক বিবেচনায় বিরাজমান প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলোকে বাস্তবতার আলোকে হৃদয় দিয়ে উপলব্ধি করা। এ ক্ষেত্রে নিছক স্ট্যান্টমূলক এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা সাধারণ মানুষের মনকে আঘাত করে। দ্রব্যমূল্য অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল পর্যায় থেকে এমনটি বলা হলো যে মানুষের আয় এখন তিন গুণ বেড়ে গেছে, ফলে তাদের জন্য এটি কোনো সমস্যা নয়। মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল না হয়ে উল্টো এ ধরনের কথা বললে মানুষ সত্যি কষ্ট পায়। এটি বস্তুত তাদের অসহায়ত্ব নিয়ে উপহাস করারই শামিল। প্রয়াত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাসের ভঙ্গিতে প্রশ্ন করেছিলেন, ‘মঙ্গা আবার কী জিনিস?’ এ দেশের সচেতন সাধারণ মানুষ এত বছর পরও তাঁর সেই উপহাসের কথা ভুলতে পারেনি। অতএব মানুষের কষ্ট ও অসহায়ত্ব নিয়ে উপহাস করবেন না। সময় পেরিয়ে গেলেও মানুষ এটি ভোলে না।
করোনাজনিত বর্ধিত বেকারত্ব ও সাধারণ মানুষের আয় হ্রাসজনিত পরিস্থিতিতে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির বিষয়টি এখন সাধারণ মানুষের সামনে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। এ অবস্থায় পরিস্থিতির যথার্থতা স্বীকার করে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত। কিন্তু নীতিনির্ধারকেরা যদি সেদিকে না গিয়ে ক্রমাগত বলতে থাকেন যে মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৯১ ডলার ও জিডিপি প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী, মানুষ তখন স্বভাবতই পাল্টা মন্তব্য করার সুযোগ পায় যে এই করোনার মধ্যে জীবন-জীবিকা নিয়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখনো মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির হার বেড়ে যাওয়া মানে তো গুটিকতক মানুষের মুনাফা ও লুণ্ঠন একচেটিয়া হয়ে ওঠারই নামান্তর। অর্থাৎ রাষ্ট্রীয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় সুবিধাভোগী গোষ্ঠীর মুনাফা ও লুণ্ঠন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠার কারণেই গড় হিসাবে গিয়ে মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে, প্রকৃতপক্ষে যা সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না।
এদিকে ইউরোপ ও আমেরিকায় করোনা পরিস্থিতি প্রলম্বিত হওয়া, ইউক্রেন যুদ্ধ ও এর সূত্র ধরে রাশিয়ার ওপর ন্যাটো জোটভুক্ত কোনো কোনো দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, চীন-মার্কিন বাণিজ্য সংঘাত বৃদ্ধি পাওয়া প্রভৃতি কারণে বিশ্ব অর্থনীতি এমনিতেই ঝুঁকির মুখে, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশের নিকট ভবিষ্যতের অর্থনীতির ওপর পড়তে বাধ্য। এ অবস্থায় সরকার যদি তার আর্থিক ও জনসংশ্লিষ্ট নীতিমালা (যা এখন সুবিধাভোগী শ্রেণির নিয়ন্ত্রণে) সাধারণ মানুষের ন্যূনতম স্বার্থের অনুকূল করে ঢেলে না সাজায়, তাহলে সামনের দিনগুলোতে সাধারণ মানুষের জীবন-জীবিকা আরও অধিক কষ্টের মধ্যে নিপতিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ‘চুঁইয়ে পড়া’ নীতি অনুসরণে এভাবে আরও কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষকে টিকিয়ে রাখা যাবে। কিন্তু দীর্ঘ মেয়াদে এর নেতিবাচক প্রভাব বৃহত্তর জনগোষ্ঠীর ওপর পড়তে বাধ্য। তখন মধ্যম আয়ের দেশ বনে যাওয়ার পরও দেশের একটি বড় জনগোষ্ঠীকে মানবেতর জীবনযাপনের মধ্য দিয়েই যেতে হবে বলে উদ্বিগ্ন বোধ করার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরও যদি এরূপ আশঙ্কা ও উদ্বেগকে মোকাবিলা করেই আমাদের চলতে হয়, তাহলে আর ওই মুখরোচক মাথাপিছু আয় ও উচ্চতর প্রবৃদ্ধি কী কাজে লাগল?
সামনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট। যতটুকু জানা যায়, নানা প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী, কালোটাকার মালিক, নগদ ভর্তুকির মূল ভোক্তা, ঋণখেলাপি, বেসরকারি ব্যাংকের মালিকপক্ষ, খাদ্যশস্যের মজুতদার, ভোজ্যতেল, এলএনজিসহ বিভিন্ন পণ্যের আমদানিকারক, বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী, ই-ক্যাবের মতো চতুর সংগঠন প্রভৃতি পক্ষের বোঝাপড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সামনে নির্বাচন। ফলে এ ধারণা নিয়েই তাঁরা এগোচ্ছেন যে তাঁদের দাবিদাওয়ার পরিপূরণ অব্যর্থ হতে বাধ্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে উৎপাদক-কৃষক, খুদে উদ্যোক্তা, সাধারণ ভোক্তা, গরিব রেমিট্যান্স প্রেরণকারী তাঁদের পক্ষে দেনদরবার দূরে থাক, তাঁদের পক্ষে নীতিগত বক্তব্য দেওয়ারও তেমন কেউ নেই। ফলে এ আশঙ্কাই ক্রমান্বয়ে প্রবল হচ্ছে যে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্যই শুধু নয়, অন্যান্য জনভোগান্তিও হয়তো বহুলাংশে বেড়ে যাবে। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ করা যাচ্ছে, এ ব্যাপারে দেশের নাগরিক সমাজও অনেকটাই নিশ্চুপ। আর অন্যতম বিরোধী দলকেও দেখা যায় শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি খুঁজতে। সাধারণ জনগণের সমস্যা, প্রয়োজন ও আকাঙ্ক্ষার দিকে তাদের মনোযোগ খুবই সামান্য। মোটকথা, জনগণের দিনকাল এখন আসলেই এক অচ্ছেদ্য অসহায়ত্বের চক্রে বন্দী। সেই দুর্ভোগ ও অসহায়ত্বের হাত থেকে কে তাদের উদ্ধার করবে—সেই প্রশ্নের জবাব পাওয়া সত্যি কঠিন হয়ে পড়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনদুর্ভোগের বিষয়গুলো সম্পর্কে যে দেশের নীতিনির্ধারকেরা অবহিত নন, এমনটি বলা যাবে না। বিষয়গুলো তাঁরা অবহিত বলেই টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে পরিস্থিতি মোকাবিলার অতি দুর্বল কিছু চেষ্টা হয়তো চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁরা বুঝতে পারছেন না বা বুঝেও স্বার্থের টানাপোড়েনের কারণে ভুলে থাকার চেষ্টা করছেন যে শুধু টিসিবির মাধ্যমে সামান্য পরিমাণে পণ্য সরবরাহ বাড়িয়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আসল প্রয়োজন হচ্ছে রাষ্ট্রের নীতিকাঠামোকে যত দ্রুত সম্ভব সাধারণ জনগণের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানো। কিন্তু সেটি কি তাঁরা করবেন? বিত্তবান ব্যবসায়ী ও নানা পেশার সুবিধাভোগীরাই ক্ষমতার মূল পাহারাদার—এরূপ ভ্রান্ত ধারণা যত দিন টিকে থাকবে, তত দিন পর্যন্ত নীতিকাঠামোয় উল্লিখিত কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই আসবে বলে মনে হয় না। নীতিনির্ধারকেরা কি তাঁদের ধারণা পাল্টাতে সম্মত হবেন? আশা করি হবেন এবং তা হবেন এ কারণে যে সেটি শুধু জনগণের স্বার্থে নয়, তাঁদের নিজেদের স্বার্থেও জরুরি। আর এটাও বোঝা প্রয়োজন যে অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য উচ্চতর প্রবৃদ্ধির প্রয়োজন আছে বটে; কিন্তু এ ক্ষেত্রে এর চেয়েও অধিক প্রয়োজনীয় হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনগণের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন। তো, সে জীবনই যদি না জোটে, তাহলে প্রবৃদ্ধির বড়াই করা অনেকের কাছেই হাস্যকর বলে মনে হবে।
আবু তাহের খান, সাবেক পরিচালক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক), শিল্প মন্ত্রণালয়
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, সুখী দেশের তালিকায় বাংলাদেশের সাত ধাপ এগিয়ে যাওয়াই প্রমাণ করে দেশের মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী ঠিকই বলেছেন। আগে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। এবার ৯৪তম স্থানে উন্নীত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬ এবং পাকিস্তানের ১২১তম।
কিন্তু এর পরও কথা আছে। করোনায় কত মানুষ কাজ হারিয়েছে, কত মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে এবং কত মানুষের আয় কী পরিমাণে কমেছে—এসব বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ও পরিসংখ্যানের মধ্যে পার্থক্য থাকলেও সব কটি বিষয়ই যে ব্যাপক পরিসরে ঘটেছে, তাতে কোনোই সন্দেহ নেই। ফলে সাধারণ মানুষের জীবন-জীবিকা, কষ্ট ও অসহায়ত্ব কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তা এখন আর বিতর্কের বিষয় নয়; বরং এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যাবে, সেটাই হওয়া উচিত মূল বিবেচনা ও চিন্তাভাবনার মূল ক্ষেত্র। আর সে ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত ভৌগোলিক, সামাজিক ও অর্থনৈতিক বিবেচনায় বিরাজমান প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যাগুলোকে বাস্তবতার আলোকে হৃদয় দিয়ে উপলব্ধি করা। এ ক্ষেত্রে নিছক স্ট্যান্টমূলক এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যা সাধারণ মানুষের মনকে আঘাত করে। দ্রব্যমূল্য অসহনীয় মাত্রায় বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দায়িত্বশীল পর্যায় থেকে এমনটি বলা হলো যে মানুষের আয় এখন তিন গুণ বেড়ে গেছে, ফলে তাদের জন্য এটি কোনো সমস্যা নয়। মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল না হয়ে উল্টো এ ধরনের কথা বললে মানুষ সত্যি কষ্ট পায়। এটি বস্তুত তাদের অসহায়ত্ব নিয়ে উপহাস করারই শামিল। প্রয়াত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকাকালে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাসের ভঙ্গিতে প্রশ্ন করেছিলেন, ‘মঙ্গা আবার কী জিনিস?’ এ দেশের সচেতন সাধারণ মানুষ এত বছর পরও তাঁর সেই উপহাসের কথা ভুলতে পারেনি। অতএব মানুষের কষ্ট ও অসহায়ত্ব নিয়ে উপহাস করবেন না। সময় পেরিয়ে গেলেও মানুষ এটি ভোলে না।
করোনাজনিত বর্ধিত বেকারত্ব ও সাধারণ মানুষের আয় হ্রাসজনিত পরিস্থিতিতে দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির বিষয়টি এখন সাধারণ মানুষের সামনে মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। এ অবস্থায় পরিস্থিতির যথার্থতা স্বীকার করে নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত। কিন্তু নীতিনির্ধারকেরা যদি সেদিকে না গিয়ে ক্রমাগত বলতে থাকেন যে মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৯১ ডলার ও জিডিপি প্রবৃদ্ধির হার ঊর্ধ্বমুখী, মানুষ তখন স্বভাবতই পাল্টা মন্তব্য করার সুযোগ পায় যে এই করোনার মধ্যে জীবন-জীবিকা নিয়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখনো মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির হার বেড়ে যাওয়া মানে তো গুটিকতক মানুষের মুনাফা ও লুণ্ঠন একচেটিয়া হয়ে ওঠারই নামান্তর। অর্থাৎ রাষ্ট্রীয় প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতায় সুবিধাভোগী গোষ্ঠীর মুনাফা ও লুণ্ঠন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠার কারণেই গড় হিসাবে গিয়ে মাথাপিছু আয় ও প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাচ্ছে, প্রকৃতপক্ষে যা সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না।
এদিকে ইউরোপ ও আমেরিকায় করোনা পরিস্থিতি প্রলম্বিত হওয়া, ইউক্রেন যুদ্ধ ও এর সূত্র ধরে রাশিয়ার ওপর ন্যাটো জোটভুক্ত কোনো কোনো দেশের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, চীন-মার্কিন বাণিজ্য সংঘাত বৃদ্ধি পাওয়া প্রভৃতি কারণে বিশ্ব অর্থনীতি এমনিতেই ঝুঁকির মুখে, যার নেতিবাচক প্রভাব বাংলাদেশের নিকট ভবিষ্যতের অর্থনীতির ওপর পড়তে বাধ্য। এ অবস্থায় সরকার যদি তার আর্থিক ও জনসংশ্লিষ্ট নীতিমালা (যা এখন সুবিধাভোগী শ্রেণির নিয়ন্ত্রণে) সাধারণ মানুষের ন্যূনতম স্বার্থের অনুকূল করে ঢেলে না সাজায়, তাহলে সামনের দিনগুলোতে সাধারণ মানুষের জীবন-জীবিকা আরও অধিক কষ্টের মধ্যে নিপতিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ‘চুঁইয়ে পড়া’ নীতি অনুসরণে এভাবে আরও কিছু সময়ের জন্য হয়তো কিছু মানুষকে টিকিয়ে রাখা যাবে। কিন্তু দীর্ঘ মেয়াদে এর নেতিবাচক প্রভাব বৃহত্তর জনগোষ্ঠীর ওপর পড়তে বাধ্য। তখন মধ্যম আয়ের দেশ বনে যাওয়ার পরও দেশের একটি বড় জনগোষ্ঠীকে মানবেতর জীবনযাপনের মধ্য দিয়েই যেতে হবে বলে উদ্বিগ্ন বোধ করার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পরও যদি এরূপ আশঙ্কা ও উদ্বেগকে মোকাবিলা করেই আমাদের চলতে হয়, তাহলে আর ওই মুখরোচক মাথাপিছু আয় ও উচ্চতর প্রবৃদ্ধি কী কাজে লাগল?
সামনেই ২০২২-২৩ অর্থবছরের বাজেট। যতটুকু জানা যায়, নানা প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী, কালোটাকার মালিক, নগদ ভর্তুকির মূল ভোক্তা, ঋণখেলাপি, বেসরকারি ব্যাংকের মালিকপক্ষ, খাদ্যশস্যের মজুতদার, ভোজ্যতেল, এলএনজিসহ বিভিন্ন পণ্যের আমদানিকারক, বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী, ই-ক্যাবের মতো চতুর সংগঠন প্রভৃতি পক্ষের বোঝাপড়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সামনে নির্বাচন। ফলে এ ধারণা নিয়েই তাঁরা এগোচ্ছেন যে তাঁদের দাবিদাওয়ার পরিপূরণ অব্যর্থ হতে বাধ্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে উৎপাদক-কৃষক, খুদে উদ্যোক্তা, সাধারণ ভোক্তা, গরিব রেমিট্যান্স প্রেরণকারী তাঁদের পক্ষে দেনদরবার দূরে থাক, তাঁদের পক্ষে নীতিগত বক্তব্য দেওয়ারও তেমন কেউ নেই। ফলে এ আশঙ্কাই ক্রমান্বয়ে প্রবল হচ্ছে যে সামনের দিনগুলোতে দ্রব্যমূল্যই শুধু নয়, অন্যান্য জনভোগান্তিও হয়তো বহুলাংশে বেড়ে যাবে। কিন্তু হতাশার সঙ্গে লক্ষ করা যাচ্ছে, এ ব্যাপারে দেশের নাগরিক সমাজও অনেকটাই নিশ্চুপ। আর অন্যতম বিরোধী দলকেও দেখা যায় শুধু ক্ষমতায় যাওয়ার সিঁড়ি খুঁজতে। সাধারণ জনগণের সমস্যা, প্রয়োজন ও আকাঙ্ক্ষার দিকে তাদের মনোযোগ খুবই সামান্য। মোটকথা, জনগণের দিনকাল এখন আসলেই এক অচ্ছেদ্য অসহায়ত্বের চক্রে বন্দী। সেই দুর্ভোগ ও অসহায়ত্বের হাত থেকে কে তাদের উদ্ধার করবে—সেই প্রশ্নের জবাব পাওয়া সত্যি কঠিন হয়ে পড়েছে।
দ্রব্যমূল্য বৃদ্ধিসহ জনদুর্ভোগের বিষয়গুলো সম্পর্কে যে দেশের নীতিনির্ধারকেরা অবহিত নন, এমনটি বলা যাবে না। বিষয়গুলো তাঁরা অবহিত বলেই টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে পরিস্থিতি মোকাবিলার অতি দুর্বল কিছু চেষ্টা হয়তো চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁরা বুঝতে পারছেন না বা বুঝেও স্বার্থের টানাপোড়েনের কারণে ভুলে থাকার চেষ্টা করছেন যে শুধু টিসিবির মাধ্যমে সামান্য পরিমাণে পণ্য সরবরাহ বাড়িয়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আসল প্রয়োজন হচ্ছে রাষ্ট্রের নীতিকাঠামোকে যত দ্রুত সম্ভব সাধারণ জনগণের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানো। কিন্তু সেটি কি তাঁরা করবেন? বিত্তবান ব্যবসায়ী ও নানা পেশার সুবিধাভোগীরাই ক্ষমতার মূল পাহারাদার—এরূপ ভ্রান্ত ধারণা যত দিন টিকে থাকবে, তত দিন পর্যন্ত নীতিকাঠামোয় উল্লিখিত কাঙ্ক্ষিত পরিবর্তন কখনোই আসবে বলে মনে হয় না। নীতিনির্ধারকেরা কি তাঁদের ধারণা পাল্টাতে সম্মত হবেন? আশা করি হবেন এবং তা হবেন এ কারণে যে সেটি শুধু জনগণের স্বার্থে নয়, তাঁদের নিজেদের স্বার্থেও জরুরি। আর এটাও বোঝা প্রয়োজন যে অর্থনৈতিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাওয়ার জন্য উচ্চতর প্রবৃদ্ধির প্রয়োজন আছে বটে; কিন্তু এ ক্ষেত্রে এর চেয়েও অধিক প্রয়োজনীয় হচ্ছে সংখ্যাগরিষ্ঠ সাধারণ জনগণের স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন। তো, সে জীবনই যদি না জোটে, তাহলে প্রবৃদ্ধির বড়াই করা অনেকের কাছেই হাস্যকর বলে মনে হবে।
আবু তাহের খান, সাবেক পরিচালক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক), শিল্প মন্ত্রণালয়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে