হাসনাত শোয়েব, ঢাকা
বয়স ২৫ বছর। র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় তিনি, কদিন আগেই জিতলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। সময়টা তাঁর শুধুই এগিয়ে যাওয়ার। কিন্তু সে সময়কেই অ্যাশলে বার্টি বেছে নিলেন অপ্রত্যাশিত এক সিদ্ধান্তের জন্য—টেনিসকে বিদায় জানাচ্ছেন তিনি। কোনো চোট বা দুর্ঘটনায় নয়, বার্টি বিদায় জানালেন সুখী মন নিয়ে।
২০১৯ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন বার্টি। গত বছর জিতেছেন উইম্বলডন। সেরেনা উইলিয়ামসের পর বর্তমান তারকাদের মাঝে ক্লে কোর্ট, ঘাসের ও হার্ড কোর্টে শিরোপা জয়ের দারুণ কীর্তি ছিল শুধু তাঁর। তবে কোনো কীর্তিই যেন তাঁকে ধরে রাখার জন্য যথেষ্ট হলো না। এক বিবৃতিতে বার্টি বলেছেন, ‘আমি ভীষণ সুখী এবং প্রস্তুত (বিদায় নিতে)। একজন মানুষ হিসেবে হৃদয় থেকে জানি এটাই উপযুক্ত সময়। শারীরিকভাবে আমার আর কিছু দেওয়ার নেই।’ অবশ্য শুধুই বার্টিই নন, অসময়ে টেনিসকে বিদায় জানানো তারকার সংখ্যা নেহাত কম নয়—
স্টেফি গ্রাফ
৩০ বছর বয়সে চোটের সঙ্গে লড়াই করে টেনিসকে বিদায় জানান স্টেফি গ্রাফ। হঠাৎ তাঁর অবসরের ঘোষণা ধাক্কা দিয়েছিল টেনিস বিশ্বকে। অবসর নেওয়ার সময়েও দারুণ ছন্দে ছিলেন তিনি। র্যাঙ্কিংয়ের তিনে থাকা স্টেফি অবসরের কদিন আগে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। সামনে অপেক্ষায় ছিল আরও দারুণ কিছু। কিন্তু চোটের কাছে হার মেনে স্টেফি বিদায় জানান টেনিসকে।
বিয়ন বোর্গ
২৫ বছর বয়সেই সর্বকালের অন্যতম সেরা তারকাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছিলেন বিয়ন বোর্গ। তখনই তাঁর দখলে ছিল ১১টি গ্র্যান্ড স্লাম। অনেকের ধারণা ছিল, টেনিস ইতিহাসে বোর্গ হয়তো নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন। তবে ১৯৮১ সালে ইউএস ওপেন ফাইনালে হেরে বড় ধাক্কা খান তিনি। এর আগেও তিনবার যুক্তরাষ্ট্র ওপেনে ফাইনাল হেরেছেন তিনি। তবে সেবারের হার মানতেই পারেননি তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই ফ্ল্যাশিং মিডো ছেড়ে যান বোর্গ। এরপর ১৯৮৩ সালের জানুয়ারিতে টেনিসকেই বিদায় বলে দেন তিনি। এটা শুধু টেনিসের জন্যই নয়, ক্রীড়া দুনিয়ার জন্য ছিল বড় ধাক্কা। নব্বই দশকের শুরুতে একবার ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
জাস্টিন হেনিন
বার্টির বিদায়ের সঙ্গে মিল পাওয়া যাবে জাস্টিন হেনিনের বিদায়ের সঙ্গে। ২০০৮ সালের মে মাসে ২৫ বছর বয়সে র্যাঙ্কিং সেরা থাকার সময় বিদায় নেন হেনিন। যখন মনে হচ্ছিল, হেনিন আরও অনেক কিছু জিততে যাচ্ছেন তখনই এমন সিদ্ধান্ত জানান তিনি। কারও কারও মতে, হেনিন তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। তবে নিজেকে আরও ওপরে তোলার সুযোগ ছিল তাঁর। ২০১০ সালের দিকে অবশ্য ফিরে এসেছিলেন। কিন্তু পুরোনো ছন্দ ফিরে না পাওয়ায় সফল হতে পারেননি আর।
মার্টিনা হিঙ্গিস
চোটের সঙ্গে লড়াই করে মার্টিনা হিঙ্গিস প্রথম অবসর নেন ২২ বছর বয়সে। তবে তার আগেই হিঙ্গিস জিতে নেন ৫টি গ্র্যান্ড স্লাম। সময়ের অন্যতম সেরা এই তারকা ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অবসরের ঘোষণা দেন। এরপর অবশ্য ফিরে আসেন তিনি। তবে এককে আর কোনো শিরোপা জেতা হয়নি তাঁর।
অ্যান্ডি রডিক, কিম ক্লাইস্টার্স ও মারিওন বার্তোলির অবসরও কম চমকজাগানিয়া নয় টেনিস-বিশ্বের কাছে।
বয়স ২৫ বছর। র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় তিনি, কদিন আগেই জিতলেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। সময়টা তাঁর শুধুই এগিয়ে যাওয়ার। কিন্তু সে সময়কেই অ্যাশলে বার্টি বেছে নিলেন অপ্রত্যাশিত এক সিদ্ধান্তের জন্য—টেনিসকে বিদায় জানাচ্ছেন তিনি। কোনো চোট বা দুর্ঘটনায় নয়, বার্টি বিদায় জানালেন সুখী মন নিয়ে।
২০১৯ সালে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন বার্টি। গত বছর জিতেছেন উইম্বলডন। সেরেনা উইলিয়ামসের পর বর্তমান তারকাদের মাঝে ক্লে কোর্ট, ঘাসের ও হার্ড কোর্টে শিরোপা জয়ের দারুণ কীর্তি ছিল শুধু তাঁর। তবে কোনো কীর্তিই যেন তাঁকে ধরে রাখার জন্য যথেষ্ট হলো না। এক বিবৃতিতে বার্টি বলেছেন, ‘আমি ভীষণ সুখী এবং প্রস্তুত (বিদায় নিতে)। একজন মানুষ হিসেবে হৃদয় থেকে জানি এটাই উপযুক্ত সময়। শারীরিকভাবে আমার আর কিছু দেওয়ার নেই।’ অবশ্য শুধুই বার্টিই নন, অসময়ে টেনিসকে বিদায় জানানো তারকার সংখ্যা নেহাত কম নয়—
স্টেফি গ্রাফ
৩০ বছর বয়সে চোটের সঙ্গে লড়াই করে টেনিসকে বিদায় জানান স্টেফি গ্রাফ। হঠাৎ তাঁর অবসরের ঘোষণা ধাক্কা দিয়েছিল টেনিস বিশ্বকে। অবসর নেওয়ার সময়েও দারুণ ছন্দে ছিলেন তিনি। র্যাঙ্কিংয়ের তিনে থাকা স্টেফি অবসরের কদিন আগে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। সামনে অপেক্ষায় ছিল আরও দারুণ কিছু। কিন্তু চোটের কাছে হার মেনে স্টেফি বিদায় জানান টেনিসকে।
বিয়ন বোর্গ
২৫ বছর বয়সেই সর্বকালের অন্যতম সেরা তারকাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেছিলেন বিয়ন বোর্গ। তখনই তাঁর দখলে ছিল ১১টি গ্র্যান্ড স্লাম। অনেকের ধারণা ছিল, টেনিস ইতিহাসে বোর্গ হয়তো নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন। তবে ১৯৮১ সালে ইউএস ওপেন ফাইনালে হেরে বড় ধাক্কা খান তিনি। এর আগেও তিনবার যুক্তরাষ্ট্র ওপেনে ফাইনাল হেরেছেন তিনি। তবে সেবারের হার মানতেই পারেননি তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করেই ফ্ল্যাশিং মিডো ছেড়ে যান বোর্গ। এরপর ১৯৮৩ সালের জানুয়ারিতে টেনিসকেই বিদায় বলে দেন তিনি। এটা শুধু টেনিসের জন্যই নয়, ক্রীড়া দুনিয়ার জন্য ছিল বড় ধাক্কা। নব্বই দশকের শুরুতে একবার ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি।
জাস্টিন হেনিন
বার্টির বিদায়ের সঙ্গে মিল পাওয়া যাবে জাস্টিন হেনিনের বিদায়ের সঙ্গে। ২০০৮ সালের মে মাসে ২৫ বছর বয়সে র্যাঙ্কিং সেরা থাকার সময় বিদায় নেন হেনিন। যখন মনে হচ্ছিল, হেনিন আরও অনেক কিছু জিততে যাচ্ছেন তখনই এমন সিদ্ধান্ত জানান তিনি। কারও কারও মতে, হেনিন তাঁর প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড়। তবে নিজেকে আরও ওপরে তোলার সুযোগ ছিল তাঁর। ২০১০ সালের দিকে অবশ্য ফিরে এসেছিলেন। কিন্তু পুরোনো ছন্দ ফিরে না পাওয়ায় সফল হতে পারেননি আর।
মার্টিনা হিঙ্গিস
চোটের সঙ্গে লড়াই করে মার্টিনা হিঙ্গিস প্রথম অবসর নেন ২২ বছর বয়সে। তবে তার আগেই হিঙ্গিস জিতে নেন ৫টি গ্র্যান্ড স্লাম। সময়ের অন্যতম সেরা এই তারকা ২০০৩ সালের ফেব্রুয়ারিতে অবসরের ঘোষণা দেন। এরপর অবশ্য ফিরে আসেন তিনি। তবে এককে আর কোনো শিরোপা জেতা হয়নি তাঁর।
অ্যান্ডি রডিক, কিম ক্লাইস্টার্স ও মারিওন বার্তোলির অবসরও কম চমকজাগানিয়া নয় টেনিস-বিশ্বের কাছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে