ড. আবু সালেহ মুহাম্মদ তোহা
নৈতিকতা ও মূল্যবোধের অভাবে হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, ইভ টিজিং, সুদ-ঘুষ, দুর্নীতির মতো ভয়াবহ অপরাধগুলো সমাজে ছড়িয়ে পড়ে। নৈতিক অবক্ষয় থেকে সামাজিক বিপর্যয় তৈরি হয়। তরুণ প্রজন্ম নেশা, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে ধর্মের প্রকৃত অনুশীলন অন্তরে নৈতিকতা ও মূল্যবোধ জাগিয়ে তোলার মাধ্যমে সুপ্ত মানবিক আচরণগুলো সক্রিয় করে তোলে। ফলে মানুষ আরও মানবিক হয়ে ওঠে।
ইমান
ইসলামি মূল্যবোধের প্রথম বিষয়ই হলো ইমান, যার সম্পর্ক বিশ্বাসের সঙ্গে। ইমান হলো—আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। তিনিই সবকিছুর মালিক, স্রষ্টা ও জগৎসমূহের প্রতিপালক। মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসুল। কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অগণিত ফেরেশতা আল্লাহর নির্দেশে পৃথিবীর ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন। সবকিছুই আল্লাহর ইচ্ছায় বাস্তবায়িত হয়। ভাগ্যের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। মৃত্যুর পর রয়েছে পরকালীন জীবন—আখিরাত। সেখানে রয়েছে পুনরুত্থান, হিসাব-নিকাশ এবং প্রতিদান। পুনরুত্থানের পর সবাইকে মহান আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। অত্যন্ত নিখুঁতভাবে জীবনের প্রতি পদক্ষেপের হিসাব হবে। মহান আল্লাহ বলেন, ‘কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায়বিচারের মানদণ্ড। সুতরাং কারও প্রতি কোনো অবিচার করা হবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয়, তবুও তা আমি উপস্থিত করব; হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।’ (সুরা আম্বিয়া: ৪৭)
বাস্তবজীবনে পরকালে বিশ্বাসী ইমানদার মানুষ সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও আমানতদারির সঙ্গে সংযত জীবন যাপন করে। ক্ষণস্থায়ী দুনিয়ার চাওয়া-পাওয়ার চেয়ে চিরস্থায়ী পরকালের বিষয়কে প্রাধান্য দেয়। সহজে অন্যকে নিজের চেয়ে অগ্রাধিকার দিতে পারে। এভাবেই বিকশিত হয় মানবিক গুণাবলি। আসলে পরকালের বিশ্বাস মানবজীবনের গতিই পাল্টে দেয় এবং সব ধরনের গর্হিত আচরণ থেকে অত্যন্ত কার্যকরভাবে বিরত রাখে। এ বিশ্বাসের মাধ্যমেই মূলত মুসলমানেরা অন্যান্য জাতির তুলনায় একটি অনন্যবৈশিষ্ট্যপূর্ণ আসনে উত্তীর্ণ হয়। পরকাল-চিন্তায় উৎসাহিত করে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত।’ (সুরা হাশর: ১৮)
ইবাদত
জীবনে ধর্মের অনুশীলন খুবই প্রয়োজন। শুধু ধন-সম্পদ ও সামাজিক মর্যাদা মানুষের আত্মার প্রশান্তি, সুন্দর জীবন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে না; বরং এগুলো ক্রমান্বয়ে মানুষকে বিলাসী করে তোলে। একসময় বিলাসিতা অতিবিলাসিতায় পৌঁছে যায়। ফলে অনেকের মানবিকতা হারিয়ে যায়। তখনই ধন-সম্পদ ও পদের অপব্যবহার হয়। কিন্তু একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত মানুষকে সংযত করে। নৈতিকতা ও মূল্যবোধ জাগিয়ে তোলে। অন্যায়-অবিচার করার প্রবণতা নিয়ন্ত্রণ করে। এ জন্য আল্লাহ বলেন, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে। যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। এটা সংগত নয়, তোমরা শিগগিরই তা জানতে পারবে।’ (সুরা তাকাসুর: ১-৩)
নামাজ
ইসলামের অন্যতম প্রধান ইবাদত হলো নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নিয়মিত নামাজ আদায় মানুষকে পরিচ্ছন্ন করে। নিজের মানবিকতা বিসর্জন দিয়ে ধন-সম্পদ ও পদের অপব্যবহার, অন্যায়, অবিচার, পাপাচার থেকে বাধা দেয়। মনের প্রশান্তি নিশ্চিত করে। এমন না হলে প্রকৃত নামাজি হওয়া যায় না। আল্লাহ বলেন, ‘এবং নামাজ কায়েম করো। নামাজ অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ।’ (সুরা আনকাবুত: ৪৫)
রোজা
রমজান মাসজুড়ে রোজা রাখা ফরজ। রমজান ধৈর্য ও সহানুভূতির মাস। গরিব-দুঃখী ও অসহায় মানুষেরা বিভিন্ন সময় ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করে। রোজার মাধ্যমে রোজাদার তা উপলব্ধির সুযোগ পান। অন্যের দুঃখ-কষ্ট বোঝার অনুভূতি সৃষ্টি হয়। অন্যদিকে রোজা মানুষের যৌন প্রবৃত্তি নিবৃত্ত করে সংযত হতে শেখায়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) আমাদের বলেছেন, ‘হে যুবসম্প্রদায়, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কারণ, বিয়ে দৃষ্টি অবনমিত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। আর যে বিয়ের সামর্থ্য রাখে না, সে যেন রোজা পালন করে। কারণ রোজা যৌন প্রবৃত্তি নিবৃত্ত করে।’ (বুখারি: ২৬৮৫; মুসলিম: ৩৪৬৬)
জাকাত
জাকাত ইসলামের মৌলিক আর্থিক ইবাদত। জাকাত সম্পদ ও মনের পরিশুদ্ধি নিশ্চিত করে। জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ জমানোর লোভ ত্যাগ করা হয়, আল্লাহর আনুগত্য প্রকাশ পায় এবং সম্পদকে একান্তই নিজের মনে করার প্রবণতা দূর হয়। আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো, তোমরা নিজের জন্য আগে যে সৎ কাজ পাঠাবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো, আল্লাহ তা দেখেন।’ (সুরা বাকারা: ১১০) ধনীর সম্পদে গরিবের অধিকার রয়েছে। এ জন্য জাকাতদাতাদের নিজ দায়িত্বে জাকাতের সম্পদ জাকাত গ্রহীতাদের কাছে পৌঁছে দিতে হয়। আল্লাহ বলেন, ‘এবং তাদের ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার।’ (সুরা যারিয়াত: ১৯)
হজ
হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব গড়ে ওঠে। সবাই এক আল্লাহর বান্দা হওয়ার বিষয়টি প্রকাশ পায়। প্রকাশ পায় যে মানুষে মানুষে ভেদাভেদ নেই। সাদা-কালো, আরব-অনারব সবাই সমান। এর চেয়ে বড় মানবিকতার অনুভূতি আর কী হতে পারে!
এভাবে সব ইবাদত মানুষের পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার পাশাপাশি পার্থিব জীবনকেও মানবিকতায় ভরে তোলে। নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে পরিবারে ধর্মচর্চার পরিবেশ বজায় রাখা একান্ত জরুরি। এতে পরিবারের সদস্যদের জন্য ধর্মীয় বিধিনিষেধ পালন করা সহজ হয়। সন্তানেরাও দীনি আবহে বেড়ে ওঠায় তাদের মধ্যে দায়িত্ববোধ, আনুগত্য, নৈতিকতা ও মূল্যবোধ তৈরি হয়। এভাবে পারিবারিক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইসলাম ও নৈতিকতাকে গুরুত্ব দিলে এবং ধর্মচর্চা আবশ্যক করা হলে সর্বদাই নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত থাকবে। ফলে মানবতাবোধসম্পন্ন একটি আলোকিত সমাজ গঠিত হবে।
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
নৈতিকতা ও মূল্যবোধের অভাবে হত্যা, সন্ত্রাস, ধর্ষণ, ইভ টিজিং, সুদ-ঘুষ, দুর্নীতির মতো ভয়াবহ অপরাধগুলো সমাজে ছড়িয়ে পড়ে। নৈতিক অবক্ষয় থেকে সামাজিক বিপর্যয় তৈরি হয়। তরুণ প্রজন্ম নেশা, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে ধর্মের প্রকৃত অনুশীলন অন্তরে নৈতিকতা ও মূল্যবোধ জাগিয়ে তোলার মাধ্যমে সুপ্ত মানবিক আচরণগুলো সক্রিয় করে তোলে। ফলে মানুষ আরও মানবিক হয়ে ওঠে।
ইমান
ইসলামি মূল্যবোধের প্রথম বিষয়ই হলো ইমান, যার সম্পর্ক বিশ্বাসের সঙ্গে। ইমান হলো—আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। তিনিই সবকিছুর মালিক, স্রষ্টা ও জগৎসমূহের প্রতিপালক। মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসুল। কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। অগণিত ফেরেশতা আল্লাহর নির্দেশে পৃথিবীর ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন। সবকিছুই আল্লাহর ইচ্ছায় বাস্তবায়িত হয়। ভাগ্যের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। মৃত্যুর পর রয়েছে পরকালীন জীবন—আখিরাত। সেখানে রয়েছে পুনরুত্থান, হিসাব-নিকাশ এবং প্রতিদান। পুনরুত্থানের পর সবাইকে মহান আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। অত্যন্ত নিখুঁতভাবে জীবনের প্রতি পদক্ষেপের হিসাব হবে। মহান আল্লাহ বলেন, ‘কিয়ামতের দিন আমি স্থাপন করব ন্যায়বিচারের মানদণ্ড। সুতরাং কারও প্রতি কোনো অবিচার করা হবে না এবং কর্ম যদি তিল পরিমাণ ওজনেরও হয়, তবুও তা আমি উপস্থিত করব; হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।’ (সুরা আম্বিয়া: ৪৭)
বাস্তবজীবনে পরকালে বিশ্বাসী ইমানদার মানুষ সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও আমানতদারির সঙ্গে সংযত জীবন যাপন করে। ক্ষণস্থায়ী দুনিয়ার চাওয়া-পাওয়ার চেয়ে চিরস্থায়ী পরকালের বিষয়কে প্রাধান্য দেয়। সহজে অন্যকে নিজের চেয়ে অগ্রাধিকার দিতে পারে। এভাবেই বিকশিত হয় মানবিক গুণাবলি। আসলে পরকালের বিশ্বাস মানবজীবনের গতিই পাল্টে দেয় এবং সব ধরনের গর্হিত আচরণ থেকে অত্যন্ত কার্যকরভাবে বিরত রাখে। এ বিশ্বাসের মাধ্যমেই মূলত মুসলমানেরা অন্যান্য জাতির তুলনায় একটি অনন্যবৈশিষ্ট্যপূর্ণ আসনে উত্তীর্ণ হয়। পরকাল-চিন্তায় উৎসাহিত করে আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত।’ (সুরা হাশর: ১৮)
ইবাদত
জীবনে ধর্মের অনুশীলন খুবই প্রয়োজন। শুধু ধন-সম্পদ ও সামাজিক মর্যাদা মানুষের আত্মার প্রশান্তি, সুন্দর জীবন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে না; বরং এগুলো ক্রমান্বয়ে মানুষকে বিলাসী করে তোলে। একসময় বিলাসিতা অতিবিলাসিতায় পৌঁছে যায়। ফলে অনেকের মানবিকতা হারিয়ে যায়। তখনই ধন-সম্পদ ও পদের অপব্যবহার হয়। কিন্তু একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত মানুষকে সংযত করে। নৈতিকতা ও মূল্যবোধ জাগিয়ে তোলে। অন্যায়-অবিচার করার প্রবণতা নিয়ন্ত্রণ করে। এ জন্য আল্লাহ বলেন, ‘প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন রাখে। যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। এটা সংগত নয়, তোমরা শিগগিরই তা জানতে পারবে।’ (সুরা তাকাসুর: ১-৩)
নামাজ
ইসলামের অন্যতম প্রধান ইবাদত হলো নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নিয়মিত নামাজ আদায় মানুষকে পরিচ্ছন্ন করে। নিজের মানবিকতা বিসর্জন দিয়ে ধন-সম্পদ ও পদের অপব্যবহার, অন্যায়, অবিচার, পাপাচার থেকে বাধা দেয়। মনের প্রশান্তি নিশ্চিত করে। এমন না হলে প্রকৃত নামাজি হওয়া যায় না। আল্লাহ বলেন, ‘এবং নামাজ কায়েম করো। নামাজ অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ।’ (সুরা আনকাবুত: ৪৫)
রোজা
রমজান মাসজুড়ে রোজা রাখা ফরজ। রমজান ধৈর্য ও সহানুভূতির মাস। গরিব-দুঃখী ও অসহায় মানুষেরা বিভিন্ন সময় ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট সহ্য করে। রোজার মাধ্যমে রোজাদার তা উপলব্ধির সুযোগ পান। অন্যের দুঃখ-কষ্ট বোঝার অনুভূতি সৃষ্টি হয়। অন্যদিকে রোজা মানুষের যৌন প্রবৃত্তি নিবৃত্ত করে সংযত হতে শেখায়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) আমাদের বলেছেন, ‘হে যুবসম্প্রদায়, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কারণ, বিয়ে দৃষ্টি অবনমিত করে এবং লজ্জাস্থান হেফাজত করে। আর যে বিয়ের সামর্থ্য রাখে না, সে যেন রোজা পালন করে। কারণ রোজা যৌন প্রবৃত্তি নিবৃত্ত করে।’ (বুখারি: ২৬৮৫; মুসলিম: ৩৪৬৬)
জাকাত
জাকাত ইসলামের মৌলিক আর্থিক ইবাদত। জাকাত সম্পদ ও মনের পরিশুদ্ধি নিশ্চিত করে। জাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ জমানোর লোভ ত্যাগ করা হয়, আল্লাহর আনুগত্য প্রকাশ পায় এবং সম্পদকে একান্তই নিজের মনে করার প্রবণতা দূর হয়। আল্লাহ বলেন, ‘তোমরা নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো, তোমরা নিজের জন্য আগে যে সৎ কাজ পাঠাবে, তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো, আল্লাহ তা দেখেন।’ (সুরা বাকারা: ১১০) ধনীর সম্পদে গরিবের অধিকার রয়েছে। এ জন্য জাকাতদাতাদের নিজ দায়িত্বে জাকাতের সম্পদ জাকাত গ্রহীতাদের কাছে পৌঁছে দিতে হয়। আল্লাহ বলেন, ‘এবং তাদের ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার।’ (সুরা যারিয়াত: ১৯)
হজ
হজের মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব গড়ে ওঠে। সবাই এক আল্লাহর বান্দা হওয়ার বিষয়টি প্রকাশ পায়। প্রকাশ পায় যে মানুষে মানুষে ভেদাভেদ নেই। সাদা-কালো, আরব-অনারব সবাই সমান। এর চেয়ে বড় মানবিকতার অনুভূতি আর কী হতে পারে!
এভাবে সব ইবাদত মানুষের পরকালীন জীবনকে সাফল্যমণ্ডিত করার পাশাপাশি পার্থিব জীবনকেও মানবিকতায় ভরে তোলে। নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত করতে পরিবারে ধর্মচর্চার পরিবেশ বজায় রাখা একান্ত জরুরি। এতে পরিবারের সদস্যদের জন্য ধর্মীয় বিধিনিষেধ পালন করা সহজ হয়। সন্তানেরাও দীনি আবহে বেড়ে ওঠায় তাদের মধ্যে দায়িত্ববোধ, আনুগত্য, নৈতিকতা ও মূল্যবোধ তৈরি হয়। এভাবে পারিবারিক অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইসলাম ও নৈতিকতাকে গুরুত্ব দিলে এবং ধর্মচর্চা আবশ্যক করা হলে সর্বদাই নৈতিকতা ও মূল্যবোধ জাগ্রত থাকবে। ফলে মানবতাবোধসম্পন্ন একটি আলোকিত সমাজ গঠিত হবে।
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে