নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কালোবাজারে বিক্রির জন্য বিভিন্ন ট্রেনের প্রায় ৫০টি টিকিট অগ্রিম কেটে রেখেছিলেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. গিয়াস উদ্দিন। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। হাতেনাতে ধরা পড়ার পর তাঁকে ১৮ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করেছে রেল প্রশাসন।
এ ঘটনার বিষয়ে জানতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধরের মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকেরই ফোন ধরেন না। স্টেশনে গিয়ে তদারকও করেন না।
তবে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিকিট নিয়ে অনিয়ম পাওয়ায় গিয়াস উদ্দিন নামের ওই বুকিং সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে কী পরিমাণ টিকিট, সে বিষয়ে তিনি বলতে রাজি হননি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের এক বুকিং সহকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন অগ্রিম টিকিট কেটে রেখে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। ১৮ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বরের সোনার বাংলা; সুবর্ণ ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনের প্রায় ৫০টি টিকিট অগ্রিম কেটে রাখেন। ওই দিন রাতে হিসাব মেলাতে গেলে প্রায় ৩০ হাজার টাকার গরমিল পাওয়া যায়। তারপর তাঁকে জিজ্ঞেসাবাদ করলে প্রায় ৫০টি টিকিট কেটে রাখার কথা স্বীকার করেন। পরে ওই সব টিকিট বাণিজ্যিক বিভাগকে ফেরত দেন তিনি।
ওই বুকিং সহকারী আরও জানান, ৫০টি টিকিটের বাজারমূল্য ৩০ হাজার টাকা হলেও গিয়াস উদ্দিন বাড়তি দামে কালোবাজারে বিক্রির জন্য রেখেছিলেন। তিনি এসব টিকিট খালাসি শফিকুল ইসলামের মাধ্যমে বিক্রি করতেন।
বাণিজ্যিক বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ৯টি আন্তনগর ও ৬টি মেইল ট্রেন ছেড়ে যায়। এই স্টেশনে প্রতিদিন ৫ হাজার টিকিট বিক্রি হয়। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন প্রায় ৩ হাজার টিকিট কালোবাজারে যায়। প্রতিটি টিকিট থেকে যদি গড়ে ১০০ টাকাও বেশি নেওয়া হয়, তাহলে প্রতিদিন ৩ লাখ টাকা কালোবাজারিরা হাতিয়ে নেয়। মাসে দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।
এ বিষয়ে জানতে বুকিং সহকারী গিয়াস উদ্দিন ও খালাসি শফিকুল ইসলামের মুঠোফোনে ফোন করলে তাঁরা কল রিসিভ করেননি। খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
চট্টগ্রাম স্টেশনের টিকিটের এমন রমরমা বাণিজ্যে চুপ রেলওয়ে পুলিশ। চলতি বছরে একবারও স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালায়নি। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘স্টেশনের ভেতরে অভিযান চালানো অনেক সেনসেটিভ বিষয়। আমরা চাইলেও অভিযান চালাতে পারি না।’
কালোবাজারে বিক্রির জন্য বিভিন্ন ট্রেনের প্রায় ৫০টি টিকিট অগ্রিম কেটে রেখেছিলেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মো. গিয়াস উদ্দিন। যার বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। হাতেনাতে ধরা পড়ার পর তাঁকে ১৮ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করেছে রেল প্রশাসন।
এ ঘটনার বিষয়ে জানতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধরের মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযোগ রয়েছে, তিনি কোনো সাংবাদিকেরই ফোন ধরেন না। স্টেশনে গিয়ে তদারকও করেন না।
তবে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টিকিট নিয়ে অনিয়ম পাওয়ায় গিয়াস উদ্দিন নামের ওই বুকিং সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে কী পরিমাণ টিকিট, সে বিষয়ে তিনি বলতে রাজি হননি।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের এক বুকিং সহকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন অগ্রিম টিকিট কেটে রেখে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। ১৮ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বরের সোনার বাংলা; সুবর্ণ ও তূর্ণা এক্সপ্রেস ট্রেনের প্রায় ৫০টি টিকিট অগ্রিম কেটে রাখেন। ওই দিন রাতে হিসাব মেলাতে গেলে প্রায় ৩০ হাজার টাকার গরমিল পাওয়া যায়। তারপর তাঁকে জিজ্ঞেসাবাদ করলে প্রায় ৫০টি টিকিট কেটে রাখার কথা স্বীকার করেন। পরে ওই সব টিকিট বাণিজ্যিক বিভাগকে ফেরত দেন তিনি।
ওই বুকিং সহকারী আরও জানান, ৫০টি টিকিটের বাজারমূল্য ৩০ হাজার টাকা হলেও গিয়াস উদ্দিন বাড়তি দামে কালোবাজারে বিক্রির জন্য রেখেছিলেন। তিনি এসব টিকিট খালাসি শফিকুল ইসলামের মাধ্যমে বিক্রি করতেন।
বাণিজ্যিক বিভাগ সূত্র জানায়, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ৯টি আন্তনগর ও ৬টি মেইল ট্রেন ছেড়ে যায়। এই স্টেশনে প্রতিদিন ৫ হাজার টিকিট বিক্রি হয়। একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন প্রায় ৩ হাজার টিকিট কালোবাজারে যায়। প্রতিটি টিকিট থেকে যদি গড়ে ১০০ টাকাও বেশি নেওয়া হয়, তাহলে প্রতিদিন ৩ লাখ টাকা কালোবাজারিরা হাতিয়ে নেয়। মাসে দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।
এ বিষয়ে জানতে বুকিং সহকারী গিয়াস উদ্দিন ও খালাসি শফিকুল ইসলামের মুঠোফোনে ফোন করলে তাঁরা কল রিসিভ করেননি। খুদেবার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
চট্টগ্রাম স্টেশনের টিকিটের এমন রমরমা বাণিজ্যে চুপ রেলওয়ে পুলিশ। চলতি বছরে একবারও স্টেশনে টিকিট কালোবাজারির বিরুদ্ধে অভিযান চালায়নি। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘স্টেশনের ভেতরে অভিযান চালানো অনেক সেনসেটিভ বিষয়। আমরা চাইলেও অভিযান চালাতে পারি না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে