নুসরাত জাহান শুচি
কথায় বলে—শখের দাম লাখ টাকা। কিন্তু শখের দাম কি আসলেই লাখ টাকা? উত্তর হলো, না। কখনো শখের দাম ১০ টাকা, কখনো ১০০ টাকা, কখনো হাজার টাকা, কখনো হতে পারে কোটি টাকা। তবে কথার জাদুতে সবচেয়ে মূল্যবান ‘শখ’ কিন্তু ‘লাখ টাকাতেই’ পাওয়া যায়।
আবার যদি বলি, ‘শখ মূল্যহীন’! তখন একে তাচ্ছিল্য করা ছাড়া উপায় নেই। কিন্তু যদি বলি, ‘শখ অমূল্য’, তবে এর দাম বহুলাংশে বেড়ে যায়, তা বলার অবকাশ রাখে না। যদিও শখের ক্ষেত্রে ‘মূল্যহীন’ বা ‘অমূল্য’ সমার্থক শব্দ হিসেবেই ব্যবহার করা যায়। তথাপি কথার জালে ভিন্ন প্রকাশ।
কথার মূল্য সবচেয়ে বেশি বোঝা যায় বোধ হয় আদালতে। ওকালতির ভাষায় যাকে বলে, ‘কথার ফাঁকফোকর’। এই কথার জালে জড়িয়ে কত নিরপরাধ যে যাবজ্জীবন কারাগারে কাটাল, তার সঠিক হিসাব কে-ই বা রাখে? আবার কথার জাদুতেই কত অপরাধী লৌহকপাট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, তার ধারণা সাধারণ মানুষের চিন্তার নাগালের বাইরে।
ছাত্রজীবনে একবার এক উকিল কাকুর যমজ মেয়েদের টিউশন দেওয়ার জন্য গিয়েছিলাম। কাকু বললেন, ‘দেখো, শিক্ষার তো কোনো দাম হয় না। শিক্ষা তো অমূল্য, তাই তোমাকে এর দাম পরিশোধ করার ক্ষমতা আমার নেই!’ কাকুর কথায় ততক্ষণে আমি মুগ্ধ। বিপত্তি ঘটল তখন, যখন কাকু বললেন, ‘তুমি শুক্রবার ছাড়া প্রতিদিনই না হয় আসলা আমার মেয়ের মতো। আর সম্মানী না হয় পনেরো শ-দুই হাজার টাকা নিয়ো।’ আমি বুঝলাম, কথার মাধুর্য না থাকলে ৮ হাজার টাকার টিউশন ২ হাজারে করানোর প্রস্তাব দেওয়া যায় না।
এবার আসি সেই শ্রেণির মানুষের কথায়, যাঁরা কিনা কথার জাদুতে সারিয়ে তুলতে পারেন হতাশাগ্রস্ত লাখো মানুষ। যাঁদের আমরা সাইকোলজিস্ট নামে চিনে থাকি। কেবল কথার মাধ্যমে হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারেন তাঁরা। আবার কত সূক্ষ্ম পার্থক্যে সাইক্রিয়াটিস্ট আর সাইকোলজিস্টদের আলাদা করা যায়। সাইকোলজিস্ট কেবল কাউনসেলিং করেই মনের রোগ সারাতে সক্ষম। কিন্তু সাইক্রিয়াটিস্ট ব্যবহার করেন ওষুধ।
কথায় জাদু আছে বলেই সেই প্রাচীনকাল থেকে চর্চা চলছে কথাসাহিত্যের। যার কথায় যত বেশি মাধুর্য, যিনি কথায় যত বেশি পাঠকদের বিমোহিত করতে পারেন, তিনি তত বড় কথাসাহিত্যিক।
আবার দেখুন, শুধু বাংলায় কথা বলবে বলেই বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে রাজপথে লিখল বাংলার নাম।
লেখক: সাংবাদিক
কথায় বলে—শখের দাম লাখ টাকা। কিন্তু শখের দাম কি আসলেই লাখ টাকা? উত্তর হলো, না। কখনো শখের দাম ১০ টাকা, কখনো ১০০ টাকা, কখনো হাজার টাকা, কখনো হতে পারে কোটি টাকা। তবে কথার জাদুতে সবচেয়ে মূল্যবান ‘শখ’ কিন্তু ‘লাখ টাকাতেই’ পাওয়া যায়।
আবার যদি বলি, ‘শখ মূল্যহীন’! তখন একে তাচ্ছিল্য করা ছাড়া উপায় নেই। কিন্তু যদি বলি, ‘শখ অমূল্য’, তবে এর দাম বহুলাংশে বেড়ে যায়, তা বলার অবকাশ রাখে না। যদিও শখের ক্ষেত্রে ‘মূল্যহীন’ বা ‘অমূল্য’ সমার্থক শব্দ হিসেবেই ব্যবহার করা যায়। তথাপি কথার জালে ভিন্ন প্রকাশ।
কথার মূল্য সবচেয়ে বেশি বোঝা যায় বোধ হয় আদালতে। ওকালতির ভাষায় যাকে বলে, ‘কথার ফাঁকফোকর’। এই কথার জালে জড়িয়ে কত নিরপরাধ যে যাবজ্জীবন কারাগারে কাটাল, তার সঠিক হিসাব কে-ই বা রাখে? আবার কথার জাদুতেই কত অপরাধী লৌহকপাট থেকে মুক্তি পেয়ে যাচ্ছে, তার ধারণা সাধারণ মানুষের চিন্তার নাগালের বাইরে।
ছাত্রজীবনে একবার এক উকিল কাকুর যমজ মেয়েদের টিউশন দেওয়ার জন্য গিয়েছিলাম। কাকু বললেন, ‘দেখো, শিক্ষার তো কোনো দাম হয় না। শিক্ষা তো অমূল্য, তাই তোমাকে এর দাম পরিশোধ করার ক্ষমতা আমার নেই!’ কাকুর কথায় ততক্ষণে আমি মুগ্ধ। বিপত্তি ঘটল তখন, যখন কাকু বললেন, ‘তুমি শুক্রবার ছাড়া প্রতিদিনই না হয় আসলা আমার মেয়ের মতো। আর সম্মানী না হয় পনেরো শ-দুই হাজার টাকা নিয়ো।’ আমি বুঝলাম, কথার মাধুর্য না থাকলে ৮ হাজার টাকার টিউশন ২ হাজারে করানোর প্রস্তাব দেওয়া যায় না।
এবার আসি সেই শ্রেণির মানুষের কথায়, যাঁরা কিনা কথার জাদুতে সারিয়ে তুলতে পারেন হতাশাগ্রস্ত লাখো মানুষ। যাঁদের আমরা সাইকোলজিস্ট নামে চিনে থাকি। কেবল কথার মাধ্যমে হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারেন তাঁরা। আবার কত সূক্ষ্ম পার্থক্যে সাইক্রিয়াটিস্ট আর সাইকোলজিস্টদের আলাদা করা যায়। সাইকোলজিস্ট কেবল কাউনসেলিং করেই মনের রোগ সারাতে সক্ষম। কিন্তু সাইক্রিয়াটিস্ট ব্যবহার করেন ওষুধ।
কথায় জাদু আছে বলেই সেই প্রাচীনকাল থেকে চর্চা চলছে কথাসাহিত্যের। যার কথায় যত বেশি মাধুর্য, যিনি কথায় যত বেশি পাঠকদের বিমোহিত করতে পারেন, তিনি তত বড় কথাসাহিত্যিক।
আবার দেখুন, শুধু বাংলায় কথা বলবে বলেই বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে রাজপথে লিখল বাংলার নাম।
লেখক: সাংবাদিক
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে