তাসনীম হাসান, চট্টগ্রাম
মা-বাবার বিচ্ছেদের কারণে ছোট থাকতেই হয়ে পড়েন এতিমখানার বাসিন্দা। সেখানে কয়েক বছর থাকার পর ভর্তি হন একটি মাদ্রাসায়। কিন্তু অভাব-অনটনে পঞ্চম শ্রেণিতেই থেমে যায় পড়াশোনা। এর কয়েক বছর পর চট্টগ্রাম শহরে এসে চাকরি নেন একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে। সেখানে এক ভোরে কাজ করার সময় ইঞ্জিনের ভেতরে ঢুকে যায় তাঁর ডান হাত। পরে সেই হাত কেটে ফেলতে হয়। হঠাৎ ‘প্রতিবন্ধী’ হয়ে পড়ায় হারাতে হয় চাকরি। বাঁচার জন্য শেষমেশ নেমে পড়েন রিকশা নিয়ে। চালিয়ে যান পড়ালেখা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পাস করার পর এবার পাহাড়তলী কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন তিনি। অদম্য এই তরুণের নাম মোহাম্মদ জামশেদ।
কলেজে প্রথম দিনের ক্লাস শেষেই গত শনিবার দুপুরে জামশেদ তাঁর জীবনের গল্প শোনাতে এসেছিলেন আজকের পত্রিকার চট্টগ্রাম কার্যালয়ে। সেই গল্প বলতে গিয়ে ছলছল করে উঠে ফটিকছড়ির ভুজপূরে জন্ম নেওয়া ২১ বছর বয়সী এই তরুণের চোখ।
দুঃখের সঙ্গে জামশেদের পরিচয় সেই ছোট বয়সেই। মা-বাবা আলাদা হলে দুই বছরের জামশেদকে আগলে রাখেন দাদি ফাতেমা বেগম। কিন্তু দাদাহীন দাদিরও নিত্যসঙ্গী ছিল অভাব। এতিমখানার হোস্টেলে জামশেদকে ভর্তি করালেও খাবারের টাকা দাদিকেই দিতে হচ্ছিল। নাতির সেই টাকা দিতে ফাতেমা একপর্যায়ে রান্নার কাজ নেন সেই এতিমখানায়। কিন্তু তিন বছরের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জামশেদকে এক আত্মীয়ের সহায়তায় মীরসরাইয়ের একটি মাদ্রাসায় পাঠান। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর অভাবে থেমে যায় সব। এরপর চাচার ঘরে জায়গা হয় জামশেদের।
জামশেদ জানান, ২০১৪ সালের দিকে চট্টগ্রাম শহরে এসে এক প্লাস্টিক তৈরি প্রতিষ্ঠানে চাকরি নেন সাড়ে ৪ হাজার টাকা বেতনে। ১৫ দিনের মাথায় সেখানে কাজ করতে গিয়ে হারাতে হয় ডান হাত। সুস্থ হলেও এক হাতে কাজ কম পারেন সেই অজুহাতে ৫০০ টাকা বেতন কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি। কয়েক বছর পর প্রতিষ্ঠানটিতে ব্রাত্য হয়ে উঠলে ছেড়ে দেন চাকরি। ২০১৮ সালের শেষের দিকে বাঁ হাতের সাহায্য ভাড়ায় চালাতে শুরু করেন রিকশা। সেই থেকে অন্য রিকশাচালকদের সঙ্গে সিটি গেট এলাকার একটি গ্যারেজে থাকেন তিনি।
জামশেদ আরও জানান, এত কিছুর মধ্যেও সব সময় তাড়িয়ে বেড়াত পড়ালেখা করতে না পারার দুঃখ। সাহস করে তাই ২০১৯ সালের শুরুতে বহু স্বাদের মোবাইল ফোন বিক্রি করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ফৌজদারহাট কে এম হাইস্কুলের নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হন। রিকশা চালানোর ফাঁকে ফাঁকে পড়াশোনা করে ২ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে এবার এসএসসি পাস করেন।
জামশেদ এই দীর্ঘ সংগ্রামমুখর সময়ে পাশে পেয়েছেন কাট্টলি এলাকার সজল দাস নামের এক তরুণকে। তাঁর উদ্যোগেই ভর্তি হন পাহাড়তলী কলেজ। মনের জোরে এত দূর এলেও দুর্ভাবনার মেঘ সরেনি জামশেদের মন থেকে। এই চিন্তা একদিকে রিকশা চালানো অন্যদিকে পড়াশোনা—দুটোই কীভাবে টানবেন।
জামশেদ তাই বলেন, ‘গ্যারেজে পড়াশোনার পরিবেশ নেই। আমি কম্পিউটারের কাজ পারি। একটা পার্টটাইম চাকরির হলে পড়ালেখাটা নির্বিঘ্নে চালিয়ে নিতে পারতাম।’
মা-বাবার বিচ্ছেদের কারণে ছোট থাকতেই হয়ে পড়েন এতিমখানার বাসিন্দা। সেখানে কয়েক বছর থাকার পর ভর্তি হন একটি মাদ্রাসায়। কিন্তু অভাব-অনটনে পঞ্চম শ্রেণিতেই থেমে যায় পড়াশোনা। এর কয়েক বছর পর চট্টগ্রাম শহরে এসে চাকরি নেন একটি প্লাস্টিকের ফ্যাক্টরিতে। সেখানে এক ভোরে কাজ করার সময় ইঞ্জিনের ভেতরে ঢুকে যায় তাঁর ডান হাত। পরে সেই হাত কেটে ফেলতে হয়। হঠাৎ ‘প্রতিবন্ধী’ হয়ে পড়ায় হারাতে হয় চাকরি। বাঁচার জন্য শেষমেশ নেমে পড়েন রিকশা নিয়ে। চালিয়ে যান পড়ালেখা।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পাস করার পর এবার পাহাড়তলী কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন তিনি। অদম্য এই তরুণের নাম মোহাম্মদ জামশেদ।
কলেজে প্রথম দিনের ক্লাস শেষেই গত শনিবার দুপুরে জামশেদ তাঁর জীবনের গল্প শোনাতে এসেছিলেন আজকের পত্রিকার চট্টগ্রাম কার্যালয়ে। সেই গল্প বলতে গিয়ে ছলছল করে উঠে ফটিকছড়ির ভুজপূরে জন্ম নেওয়া ২১ বছর বয়সী এই তরুণের চোখ।
দুঃখের সঙ্গে জামশেদের পরিচয় সেই ছোট বয়সেই। মা-বাবা আলাদা হলে দুই বছরের জামশেদকে আগলে রাখেন দাদি ফাতেমা বেগম। কিন্তু দাদাহীন দাদিরও নিত্যসঙ্গী ছিল অভাব। এতিমখানার হোস্টেলে জামশেদকে ভর্তি করালেও খাবারের টাকা দাদিকেই দিতে হচ্ছিল। নাতির সেই টাকা দিতে ফাতেমা একপর্যায়ে রান্নার কাজ নেন সেই এতিমখানায়। কিন্তু তিন বছরের মাথায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে জামশেদকে এক আত্মীয়ের সহায়তায় মীরসরাইয়ের একটি মাদ্রাসায় পাঠান। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ার পর অভাবে থেমে যায় সব। এরপর চাচার ঘরে জায়গা হয় জামশেদের।
জামশেদ জানান, ২০১৪ সালের দিকে চট্টগ্রাম শহরে এসে এক প্লাস্টিক তৈরি প্রতিষ্ঠানে চাকরি নেন সাড়ে ৪ হাজার টাকা বেতনে। ১৫ দিনের মাথায় সেখানে কাজ করতে গিয়ে হারাতে হয় ডান হাত। সুস্থ হলেও এক হাতে কাজ কম পারেন সেই অজুহাতে ৫০০ টাকা বেতন কমিয়ে দেয় প্রতিষ্ঠানটি। কয়েক বছর পর প্রতিষ্ঠানটিতে ব্রাত্য হয়ে উঠলে ছেড়ে দেন চাকরি। ২০১৮ সালের শেষের দিকে বাঁ হাতের সাহায্য ভাড়ায় চালাতে শুরু করেন রিকশা। সেই থেকে অন্য রিকশাচালকদের সঙ্গে সিটি গেট এলাকার একটি গ্যারেজে থাকেন তিনি।
জামশেদ আরও জানান, এত কিছুর মধ্যেও সব সময় তাড়িয়ে বেড়াত পড়ালেখা করতে না পারার দুঃখ। সাহস করে তাই ২০১৯ সালের শুরুতে বহু স্বাদের মোবাইল ফোন বিক্রি করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ফৌজদারহাট কে এম হাইস্কুলের নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হন। রিকশা চালানোর ফাঁকে ফাঁকে পড়াশোনা করে ২ দশমিক ৫৯ পয়েন্ট পেয়ে এবার এসএসসি পাস করেন।
জামশেদ এই দীর্ঘ সংগ্রামমুখর সময়ে পাশে পেয়েছেন কাট্টলি এলাকার সজল দাস নামের এক তরুণকে। তাঁর উদ্যোগেই ভর্তি হন পাহাড়তলী কলেজ। মনের জোরে এত দূর এলেও দুর্ভাবনার মেঘ সরেনি জামশেদের মন থেকে। এই চিন্তা একদিকে রিকশা চালানো অন্যদিকে পড়াশোনা—দুটোই কীভাবে টানবেন।
জামশেদ তাই বলেন, ‘গ্যারেজে পড়াশোনার পরিবেশ নেই। আমি কম্পিউটারের কাজ পারি। একটা পার্টটাইম চাকরির হলে পড়ালেখাটা নির্বিঘ্নে চালিয়ে নিতে পারতাম।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে