আলী আকবর সাজু, ভালুকা
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে বসানো হয়েছে কাঁচাবাজার। সেই সঙ্গে বেড়েছে গাড়ির অবৈধ পার্কিং। অন্যদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে গাড়ির ইউটার্ন করানো আর উল্টো পথে গাড়ি চালানোর ফলে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। এ মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কের ভালুকা উপজেলার কয়েকটি অংশ দখল করে বসানো হয়েছে কাঁচাবাজার। এ ছাড়া অবৈধ যানবাহন, যেখানে সেখানে গাড়ি পার্কিং, বেপরোয়া গতির ডাম্প ট্রাক, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার কারণে দুর্ভোগ বাড়ছে। আগে সিগনাল না দিয়ে হঠাৎ করেই ইউটার্ন করানোর কারণে ঘটছে দুর্ঘটনা।
পথচারী ও যাত্রীরা জানান, মহাসড়কে অবাধে তিন চাকার যান চলে। এসব যানবাহন অনেক সময় উল্টো পথে চলাচল করতে দেখা যায়। অপ্রাপ্ত ও অদক্ষ চালক দিয়ে এসব গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা বাড়ছে। এসব কারণে প্রায় সময় মহাসড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। যানজটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরা। অন্যদিকে দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠা মহাসড়কে পথ চলতেও সমস্যায় পড়তে হচ্ছে পথচারী ও এ পথ দিয়ে চলা যানবাহনের চালকদের।
এদিকে ভালুকা, সিডস্টোর ও স্কয়ার মাস্টারবাড়ি অংশের মহাসড়কে ময়মনসিংহ-ঢাকাগামী যানবাহন, শিল্প-কারখানার শ্রমিকবাহী বাস এবং মালামাল পরিবহনের জন্য বিভিন্ন ধরনের যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। মহাসড়কে ডাম্প ট্রাক, বালিবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ব্যস্ততম এই সড়কে বেপরোয়া গতিতে চলে।
বাসচালক আব্দুর রাজ্জাক বলেন, সড়কের ওপর গাড়ি পার্কিং করা ও কাঁচাবাজার থাকায় যানজটের কবলে পড়তে হয় তাঁদের। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগে। ফলে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে গেলে দ্রুত গতিতে গাড়ি চালানোর ঝুঁকি নিতে হয়। এতে করে গাড়ি দুর্ঘটনায় পড়ার আশঙ্কা বেশি থাকে।
বাসযাত্রী সোহরাব হোসেন জানান, মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার ও গাড়ি পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। প্রায়ই দুর্ঘটনার খবর শোনা যায়। এ কারণে গাড়িতে চলতে অনেক সময় ভয় হয়। তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক থেকে কাঁচাবাজার উচ্ছেদসহ অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করা জরুরি।
পথচারী আবুল কালাম বলেন, মহাসড়কে উল্টো দিকে চলা তিন চাকার যানবাহন, যত্রতত্র গাড়ি পার্কিংসহ ও কাঁচাবাজারের কারণে সড়ক সরু হয়ে যাচ্ছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা পড়েন ভোগান্তিতে। ফলে যানজট লেগেই থাকে। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা অহরহই ঘটছে। এ কারণে মহাসড়ক থেকে কাঁচাবাজার, অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাসুদ রানা বলেন, মহাসড়ক থেকে অবৈধ কাঁচাবাজার ও পার্কিং বন্ধে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করবে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন।
ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল করে বসানো হয়েছে কাঁচাবাজার। সেই সঙ্গে বেড়েছে গাড়ির অবৈধ পার্কিং। অন্যদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে গাড়ির ইউটার্ন করানো আর উল্টো পথে গাড়ি চালানোর ফলে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক। এ মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কের ভালুকা উপজেলার কয়েকটি অংশ দখল করে বসানো হয়েছে কাঁচাবাজার। এ ছাড়া অবৈধ যানবাহন, যেখানে সেখানে গাড়ি পার্কিং, বেপরোয়া গতির ডাম্প ট্রাক, ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশার কারণে দুর্ভোগ বাড়ছে। আগে সিগনাল না দিয়ে হঠাৎ করেই ইউটার্ন করানোর কারণে ঘটছে দুর্ঘটনা।
পথচারী ও যাত্রীরা জানান, মহাসড়কে অবাধে তিন চাকার যান চলে। এসব যানবাহন অনেক সময় উল্টো পথে চলাচল করতে দেখা যায়। অপ্রাপ্ত ও অদক্ষ চালক দিয়ে এসব গাড়ি চালানোর ফলে দুর্ঘটনা বাড়ছে। এসব কারণে প্রায় সময় মহাসড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। যানজটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরা। অন্যদিকে দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠা মহাসড়কে পথ চলতেও সমস্যায় পড়তে হচ্ছে পথচারী ও এ পথ দিয়ে চলা যানবাহনের চালকদের।
এদিকে ভালুকা, সিডস্টোর ও স্কয়ার মাস্টারবাড়ি অংশের মহাসড়কে ময়মনসিংহ-ঢাকাগামী যানবাহন, শিল্প-কারখানার শ্রমিকবাহী বাস এবং মালামাল পরিবহনের জন্য বিভিন্ন ধরনের যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। মহাসড়কে ডাম্প ট্রাক, বালিবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ব্যস্ততম এই সড়কে বেপরোয়া গতিতে চলে।
বাসচালক আব্দুর রাজ্জাক বলেন, সড়কের ওপর গাড়ি পার্কিং করা ও কাঁচাবাজার থাকায় যানজটের কবলে পড়তে হয় তাঁদের। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগে। ফলে সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে গেলে দ্রুত গতিতে গাড়ি চালানোর ঝুঁকি নিতে হয়। এতে করে গাড়ি দুর্ঘটনায় পড়ার আশঙ্কা বেশি থাকে।
বাসযাত্রী সোহরাব হোসেন জানান, মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার ও গাড়ি পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। প্রায়ই দুর্ঘটনার খবর শোনা যায়। এ কারণে গাড়িতে চলতে অনেক সময় ভয় হয়। তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়ক থেকে কাঁচাবাজার উচ্ছেদসহ অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করা জরুরি।
পথচারী আবুল কালাম বলেন, মহাসড়কে উল্টো দিকে চলা তিন চাকার যানবাহন, যত্রতত্র গাড়ি পার্কিংসহ ও কাঁচাবাজারের কারণে সড়ক সরু হয়ে যাচ্ছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা পড়েন ভোগান্তিতে। ফলে যানজট লেগেই থাকে। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা অহরহই ঘটছে। এ কারণে মহাসড়ক থেকে কাঁচাবাজার, অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করা উচিত।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মাসুদ রানা বলেন, মহাসড়ক থেকে অবৈধ কাঁচাবাজার ও পার্কিং বন্ধে শিগগিরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করবে। এ বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা প্রয়োজন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে