মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
দিগন্তের মাঝে হঠাৎ চিলের ছোঁ মেরে শিকার ধরার দৃশ্য দারুণ মুগ্ধতার জন্ম দেয়। উড়ন্ত শিকারি পাখিরা এই অতর্কিত হামলার মধ্য দিয়েই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
দুর্লভ পাখি ‘চিল’। সুবিশাল আকাশে অলস ভঙ্গিমায় ভেসে বেড়ায় এই পাখি। নৌকার হালের মতো লেজ ব্যবহারের মাধ্যমে মুহূর্তেই দিক ঠিক করতে পারে। উড়তে পারে বাতাসের প্রতিকূলেও। দূর আকাশ হতে নিমেষেই নেমে ছো মেরে নিয়ে যায় গৃহস্থের আঙিনার হাঁস-মুরগির ছানা।
তবে এখন আর আগের মতো শিকারি এই পাখি চোখে পড়ে না। নানা রকম চিল আছে। যেমন-ভুবন চিল, বাদামি চিল, গোদা চিল, ডোম চিল প্রভৃতি।
এদের পা খুব শক্তিশালী এবং এগুলো সাদা পালকে ঢাকা থাকে। গাছ, খুঁটি, বা বৈদ্যুতিক তারে বসে কিংবা বাতাসে উড়ে উড়ে এরা আহার খোঁজে এবং পায়ের শক্তিশালী লম্বা নখ দিয়ে শিকার ধরে খায়।
পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিল খুবই সুযোগ সন্ধানী ও শিকারি পাখি। পানির আশপাশে আবাসস্থলে মাছই তাদের প্রধান খাদ্য হয়ে ওঠে। মৃত বা রুগ্ণ মাছও খায়। আহত, মৃত বা অপ্রাপ্তবয়স্ক পাখি, ব্যাঙ, সরীসৃপ এবং পোকামাকড়ও খায়। এ ছাড়া হাঁস-মুরগির ছানাও শিকার করে তারা। কসাইখানা, বর্জ্য স্তূপ, ময়লার স্তূপ, মাছবাজার এবং পোতাশ্রয়ের উচ্ছিষ্ট আর বর্জ্য খেয়ে থাকে এই পাখি।
দিগন্তের মাঝে হঠাৎ চিলের ছোঁ মেরে শিকার ধরার দৃশ্য দারুণ মুগ্ধতার জন্ম দেয়। উড়ন্ত শিকারি পাখিরা এই অতর্কিত হামলার মধ্য দিয়েই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
দুর্লভ পাখি ‘চিল’। সুবিশাল আকাশে অলস ভঙ্গিমায় ভেসে বেড়ায় এই পাখি। নৌকার হালের মতো লেজ ব্যবহারের মাধ্যমে মুহূর্তেই দিক ঠিক করতে পারে। উড়তে পারে বাতাসের প্রতিকূলেও। দূর আকাশ হতে নিমেষেই নেমে ছো মেরে নিয়ে যায় গৃহস্থের আঙিনার হাঁস-মুরগির ছানা।
তবে এখন আর আগের মতো শিকারি এই পাখি চোখে পড়ে না। নানা রকম চিল আছে। যেমন-ভুবন চিল, বাদামি চিল, গোদা চিল, ডোম চিল প্রভৃতি।
এদের পা খুব শক্তিশালী এবং এগুলো সাদা পালকে ঢাকা থাকে। গাছ, খুঁটি, বা বৈদ্যুতিক তারে বসে কিংবা বাতাসে উড়ে উড়ে এরা আহার খোঁজে এবং পায়ের শক্তিশালী লম্বা নখ দিয়ে শিকার ধরে খায়।
পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিল খুবই সুযোগ সন্ধানী ও শিকারি পাখি। পানির আশপাশে আবাসস্থলে মাছই তাদের প্রধান খাদ্য হয়ে ওঠে। মৃত বা রুগ্ণ মাছও খায়। আহত, মৃত বা অপ্রাপ্তবয়স্ক পাখি, ব্যাঙ, সরীসৃপ এবং পোকামাকড়ও খায়। এ ছাড়া হাঁস-মুরগির ছানাও শিকার করে তারা। কসাইখানা, বর্জ্য স্তূপ, ময়লার স্তূপ, মাছবাজার এবং পোতাশ্রয়ের উচ্ছিষ্ট আর বর্জ্য খেয়ে থাকে এই পাখি।
এশিয়া ও যুক্তরাষ্ট্রের শহরগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী তাপ ধারণকারী গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষে রয়েছে। নতুন তথ্য অনুযায়ী, চীনের সাংহাই এ তালিকার শীর্ষে। সাম্প্রতিক তথ্য-উপাত্তকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্লেষণ করে এই বিষয়টি জানা গেছে। তথ্য প্রকাশ করেছে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল
৫ ঘণ্টা আগেবার্ষিক শত বিলিয়ন ডলার ক্ষতিপূরণের শর্ত পূরণ হয়নি গত এক দশকেও। এর মধ্যেই জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে বছরে এক ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি উঠেছে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর পক্ষ থেকে।
১১ ঘণ্টা আগেঢাকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর। বায়ুদূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। সকালে পরিমাপ অনুযায়ী ঢাকার বায়ুদূষণের স্কোর ২৪৫। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে পাকিস্তানের লাহোর। গুরুতর বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া দূষণের শীর্ষ পাঁচ দেশের তালিকায় ঘুরে ফিরে এই তিন দেশেরই বিভিন্ন
১ দিন আগেআজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৯) দক্ষিণ এশীয় দেশগুলোর জলবায়ু ও পরিবেশ সাংবাদিকদের সংগঠন ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ (সাকজেএফ) এর নতুন কমিটি গঠিত হয়েছে।
২ দিন আগে