বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভারতের বিখ্যাত কমিউনিস্ট বিপ্লবী ও নকশাল আন্দোলনের অগ্রপথিক চারু মজুমদারের জীবনের গল্প উঠে আসছে পর্দায়। তাঁকে নিয়ে বানানো হচ্ছে ওয়েব সিরিজ। নওয়াজউদ্দীন সিদ্দিকি অভিনয় করবেন চারু মজুমদারের চরিত্রে। তবে সবচেয়ে বড় চমক, বাংলাদেশের জয়া আহসানও থাকবেন এ সিরিজে।
গত কয়েকমাসে জয়া আহসানের কাজের খবর তেমন পাওয়া যাচ্ছিল না। লকডাউনের পর হল খুলতেই ‘বিনিসুতোয়’ ছবি দিয়ে ফিরেছিলেন তিনি। সে-ও তো গত মাসের মাঝামাঝি সময়ের কথা। এরপর একরকম চুপচাপ ছিলেন জয়া। সেপ্টেম্বরের মধ্যভাগে ক্যারিয়ারের সবচেয়ে বড় খবর এল জয়ার।
চারু মজুমদার, যে চরিত্রে থাকছেন নওয়াজউদ্দীন, তাঁর স্ত্রী লীলা মজুমদার হবেন জয়া আহসান। বাংলাদেশ ও কলকাতার প্রখ্যাত সব অভিনেতার সঙ্গে কাজ করলেও বলিউডের কারো সঙ্গে একফ্রেমে দাঁড়ানো হয়নি তাঁর। এ সিরিজ দিয়ে সেই অপ্রাপ্তিটা পূরণ হচ্ছে।
জানা গেছে, রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। বাংলা, হিন্দি ও ইংরেজি- তিনটি ভাষায় দেখা যাবে এটি। গল্পের মূল প্রেক্ষাপট ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন।
তবে একটি ঘটনার ঘেরাটোপে বন্দী থাকবে না সিরিজের গল্প। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট।
আগামী দুর্গাপূজার আগেই এ ওয়েব সিরিজের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন জয়া। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের সূত্রে জানা গেছে— ভারতের কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও শুটিং হবে চীন এবং রাশিয়াতেও।
পরিচালক সায়ন্তন ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘মুম্বাইয়ের পটভূমিকায় যদি সেক্রেড গেমস বা উত্তরপ্রদেশকে নিয়ে মির্জাপুর সিরিজ তৈরি হতে পারে তা হলে বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে।’
এ ওয়েব সিরিজে চারু হিসেবে নওয়াজউদ্দীন, লীলা হিসেবে জয়া আহসান ছাড়াও কলকাতা ও মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেতারা থাকবেন। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, চারু মজুদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন বলে জানা গেছে।
এ ছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিক ভাবে বাছা হয়েছে দুই বলিউড অভিনেতাকে। তাঁরা হলেন পরেশ রাওয়াল ও বোমান ইরানি।
ভারতের বিখ্যাত কমিউনিস্ট বিপ্লবী ও নকশাল আন্দোলনের অগ্রপথিক চারু মজুমদারের জীবনের গল্প উঠে আসছে পর্দায়। তাঁকে নিয়ে বানানো হচ্ছে ওয়েব সিরিজ। নওয়াজউদ্দীন সিদ্দিকি অভিনয় করবেন চারু মজুমদারের চরিত্রে। তবে সবচেয়ে বড় চমক, বাংলাদেশের জয়া আহসানও থাকবেন এ সিরিজে।
গত কয়েকমাসে জয়া আহসানের কাজের খবর তেমন পাওয়া যাচ্ছিল না। লকডাউনের পর হল খুলতেই ‘বিনিসুতোয়’ ছবি দিয়ে ফিরেছিলেন তিনি। সে-ও তো গত মাসের মাঝামাঝি সময়ের কথা। এরপর একরকম চুপচাপ ছিলেন জয়া। সেপ্টেম্বরের মধ্যভাগে ক্যারিয়ারের সবচেয়ে বড় খবর এল জয়ার।
চারু মজুমদার, যে চরিত্রে থাকছেন নওয়াজউদ্দীন, তাঁর স্ত্রী লীলা মজুমদার হবেন জয়া আহসান। বাংলাদেশ ও কলকাতার প্রখ্যাত সব অভিনেতার সঙ্গে কাজ করলেও বলিউডের কারো সঙ্গে একফ্রেমে দাঁড়ানো হয়নি তাঁর। এ সিরিজ দিয়ে সেই অপ্রাপ্তিটা পূরণ হচ্ছে।
জানা গেছে, রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে সিরিজটি। বাংলা, হিন্দি ও ইংরেজি- তিনটি ভাষায় দেখা যাবে এটি। গল্পের মূল প্রেক্ষাপট ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলন।
তবে একটি ঘটনার ঘেরাটোপে বন্দী থাকবে না সিরিজের গল্প। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে তার পরের সময় থেকে বর্তমান প্রেক্ষাপট।
আগামী দুর্গাপূজার আগেই এ ওয়েব সিরিজের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াবেন জয়া। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের সূত্রে জানা গেছে— ভারতের কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশ ছাড়াও শুটিং হবে চীন এবং রাশিয়াতেও।
পরিচালক সায়ন্তন ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘মুম্বাইয়ের পটভূমিকায় যদি সেক্রেড গেমস বা উত্তরপ্রদেশকে নিয়ে মির্জাপুর সিরিজ তৈরি হতে পারে তা হলে বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে।’
এ ওয়েব সিরিজে চারু হিসেবে নওয়াজউদ্দীন, লীলা হিসেবে জয়া আহসান ছাড়াও কলকাতা ও মুম্বাইয়ের প্রখ্যাত অভিনেতারা থাকবেন। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শংকর রায়ের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, চারু মজুদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করবেন বলে জানা গেছে।
এ ছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিক ভাবে বাছা হয়েছে দুই বলিউড অভিনেতাকে। তাঁরা হলেন পরেশ রাওয়াল ও বোমান ইরানি।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৪ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৪ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৫ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৭ ঘণ্টা আগে