বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্বোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গান ‘অবাস্তব’ মুক্তির ঘোষণা দিয়েছে। এর আগে এই অ্যালবামের প্রথম গান ‘অনুভূতি’এক মাস আগে তাদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়। প্রথম গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বিতীয় গান নিয়েও বেশ আশাবাদী দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রযোজক ও গিটারিস্ট সুহার্তো শেরীফ।তিনি বলেন, ‘গানটি আগামী সপ্তাহের রোববার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সব সময়ের মতো বেশ সময় নিয়ে গানগুলো করে থাকি।
নিজেদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা শুরু হয়। রেকর্ডের পর গানটি শুনে আমরা নিজেরা সন্তুষ্ট কিনা সেই বিষয়টি আগে নিশ্চিত করি। যদি আমাদের ভালো লাগে তারপর আমরা শ্রোতাদের জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেই। এ অ্যালবামের প্রথম গানটি শ্রোতাদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। আশা করি দ্বিতীয়টিও সবার ভালো লাগবে।’
এর পরের মাসেই আর্বোভাইরাস এই অ্যালবামের তৃতীয় গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা নিয়ে শেরীফ আরও জানান, ‘আমাদের এই অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে। প্রথম গান ‘অনুভূতি’ গত মার্চে আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এবার ‘অবাস্তব’ শিরোনামে আমাদের দ্বিতীয় গান আসতে যাচ্ছে।’
আর্বোভাইরাসের নতুন গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিক, আই টিউনসসহ বেশ কিছু মিউজিক্যাল অ্যাপে মুক্ত করা হবে। অলটারনেটিভ রক ও নিউ মেটাল ধাঁচের ‘অনুভূতি’গানের কথা লিখেছেন জাহিদুল হক অপু ও সুর করেছেন সুহার্তো শেরীফ।
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল আর্বোভাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবামের দ্বিতীয় গান ‘অবাস্তব’ মুক্তির ঘোষণা দিয়েছে। এর আগে এই অ্যালবামের প্রথম গান ‘অনুভূতি’এক মাস আগে তাদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেওয়া হয়। প্রথম গানটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এবার দ্বিতীয় গান নিয়েও বেশ আশাবাদী দলটির প্রতিষ্ঠাকালীন সদস্য, প্রযোজক ও গিটারিস্ট সুহার্তো শেরীফ।তিনি বলেন, ‘গানটি আগামী সপ্তাহের রোববার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা সব সময়ের মতো বেশ সময় নিয়ে গানগুলো করে থাকি।
নিজেদের ভালো লাগার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা শুরু হয়। রেকর্ডের পর গানটি শুনে আমরা নিজেরা সন্তুষ্ট কিনা সেই বিষয়টি আগে নিশ্চিত করি। যদি আমাদের ভালো লাগে তারপর আমরা শ্রোতাদের জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেই। এ অ্যালবামের প্রথম গানটি শ্রোতাদের কাছে বেশ ভালো সাড়া ফেলেছে। আশা করি দ্বিতীয়টিও সবার ভালো লাগবে।’
এর পরের মাসেই আর্বোভাইরাস এই অ্যালবামের তৃতীয় গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা নিয়ে শেরীফ আরও জানান, ‘আমাদের এই অ্যালবামটিতে মোট ১০টি গান থাকবে। প্রথম গান ‘অনুভূতি’ গত মার্চে আমাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে। এবার ‘অবাস্তব’ শিরোনামে আমাদের দ্বিতীয় গান আসতে যাচ্ছে।’
আর্বোভাইরাসের নতুন গানটি তাদের ইউটিউব চ্যানেল ছাড়াও স্পটিফাই, অ্যাপল মিউজিক, আই টিউনসসহ বেশ কিছু মিউজিক্যাল অ্যাপে মুক্ত করা হবে। অলটারনেটিভ রক ও নিউ মেটাল ধাঁচের ‘অনুভূতি’গানের কথা লিখেছেন জাহিদুল হক অপু ও সুর করেছেন সুহার্তো শেরীফ।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
২ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
২ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
২ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৫ ঘণ্টা আগে