নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের প্রখ্যাত শিল্পী-সুরকার রূপঙ্কর বাগচীর সুর-সঙ্গীতে ৬টি গান গেয়েছেন বাংলাদেশের কন্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু। ওয়ালিদ আহমেদের লেখা এই ৬টি গানকে একত্রিত করে শিল্পী প্রকাশ করেছেন তার তৃতীয় একক অ্যালবাম ‘কি নামে ডাকি তোমায়’। আর অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে।
এসময় প্রকাশনা অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন ভারতের শিল্পী-সুরকার রূপঙ্কর বাগচী। এছাড়া অতিথি হিসেবে ছিলেন নাট্য ব্যাক্তিত্ব আবুল হায়াত, সুরকার শেখ সাদী খান সহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা এসময় আনুষ্ঠানিক ভাবে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। প্রকাশনা অনুষ্ঠানের শেষে কন্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টুর একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে অ্যালবামটি সাদামাটার ইউটিউব চ্যানেল ও সকল মোবাইল অ্যাপে মুক্তি পাচ্ছে। অ্যালবামের গানগুলো হলো- বলোনা কি নামে ডাকি তোমায়, তুমি বদলেছ বলে, তোমার অভিমান, তুমি কেন এলেনা, তোমারি নামে ও আজ আকাশের মন।
বদরুল হাসান খান ঝন্টু নিয়মিতভাবে টিভি, বেতার ও মঞ্চে গান করে যাচ্ছেন। সঙ্গীতের জন্য তিনি ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাওয়ার্ড (বিএমজেএ) এ পেয়েছেন।
ভারতের প্রখ্যাত শিল্পী-সুরকার রূপঙ্কর বাগচীর সুর-সঙ্গীতে ৬টি গান গেয়েছেন বাংলাদেশের কন্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টু। ওয়ালিদ আহমেদের লেখা এই ৬টি গানকে একত্রিত করে শিল্পী প্রকাশ করেছেন তার তৃতীয় একক অ্যালবাম ‘কি নামে ডাকি তোমায়’। আর অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে।
এসময় প্রকাশনা অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হন ভারতের শিল্পী-সুরকার রূপঙ্কর বাগচী। এছাড়া অতিথি হিসেবে ছিলেন নাট্য ব্যাক্তিত্ব আবুল হায়াত, সুরকার শেখ সাদী খান সহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা এসময় আনুষ্ঠানিক ভাবে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। প্রকাশনা অনুষ্ঠানের শেষে কন্ঠশিল্পী বদরুল হাসান খান ঝন্টুর একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে অ্যালবামটি সাদামাটার ইউটিউব চ্যানেল ও সকল মোবাইল অ্যাপে মুক্তি পাচ্ছে। অ্যালবামের গানগুলো হলো- বলোনা কি নামে ডাকি তোমায়, তুমি বদলেছ বলে, তোমার অভিমান, তুমি কেন এলেনা, তোমারি নামে ও আজ আকাশের মন।
বদরুল হাসান খান ঝন্টু নিয়মিতভাবে টিভি, বেতার ও মঞ্চে গান করে যাচ্ছেন। সঙ্গীতের জন্য তিনি ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাওয়ার্ড (বিএমজেএ) এ পেয়েছেন।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
৩ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৪ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৫ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৯ ঘণ্টা আগে