বিনোদন ডেস্ক
সাতপাকে বাঁধা পড়লেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুছল এবং সুরকার ও সংগীত পরিচালক মিঠুন। গতকাল রোববার মুম্বাইয়ে বিয়ে করেন তাঁরা। পলক-মিঠুনের বিয়ে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল বলিউডে। বিয়ে পূর্ববর্তী একাধিক অনুষ্ঠানের ছবিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার এই জুটির বিয়ের ছবি ভাইরাল নেট দুনিয়ায়। বিশেষ এই দিনে লাল ও সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন পলক। পাশে ঘিয়ে রঙের শেরওয়ানি আর মেরুন রঙা পাগড়িতে দেখা যায় মিঠুনকে। একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন দুজনে। অবশেষে রোববার রাতে পলক ও মিঠুন দুজনেই বিয়ের ছবি প্রকাশ করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন রোমান্টিক ক্যাপশন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বসেছিল পলক-মিঠুনের বিয়ের আসর। পরিবার-পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়েছে। দুজনেই চেয়েছিলেন অনুষ্ঠানটা ছিমছামভাবেই হোক। তবে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান ধুমধামের সঙ্গে করার পরিকল্পনা আছে বলে জানা গেছে।
প্রথমে শোনা গিয়েছিল, দুই পরিবারের মাধ্যমে দেখাশোনা করেই হয়েছে বিয়েটা। কিন্তু বলিউডের অন্দরের গুঞ্জন বলছে অন্য কথা। ‘আশিকি ২’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন এই দুই তারকা শিল্পী।
২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি ২ ’। সেই ছবি থেকে সুরেলা এই জুটির যাত্রা শুরু। সে ছবিতেই প্রথমবার মিঠুনের সংগীত পরিচালনায় গান গেয়েছিলেন পলক। ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’, দুটি গানই বেশ জনপ্রিয় হয়েছিল।
এরপর দীর্ঘদিনের বিরতির পর মিঠুনের সংগীত পরিচালনায় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রাফিক’ সিনেমায় দুজন এক সঙ্গে ফের কাজ করেন। সেখানে মিঠুনের সুরে দুটি গানে কণ্ঠ দিয়েছেন পলক।
বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুছল, আশিকি ২ ছাড়াও আর রাজকুমার, কিক, গব্বর ইজ ব্যক, প্রেম রতন ধন পায়ো, এম এস ধোনির মতো ছবিতে গান গেয়েছেন। আর অন্যদিকে ২০০৫ সালে ও লামহে গান দিয়ে সুরকার হিসাবে বলিউডে যাত্রা শুরু করেন মিঠুন। আনওয়ার, মার্ডার, জিসম ২, আশিকি ২, এক ভিলেন, হাফ গার্লফ্রেন্ড, কবীর সিং, রাধে শ্যাম, শামসেরার মতো একাধিক ছবির গানে সুর দিয়েছেন মিঠুন।
সাতপাকে বাঁধা পড়লেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী পলক মুছল এবং সুরকার ও সংগীত পরিচালক মিঠুন। গতকাল রোববার মুম্বাইয়ে বিয়ে করেন তাঁরা। পলক-মিঠুনের বিয়ে নিয়ে অনেক দিন ধরেই গুঞ্জন চলছিল বলিউডে। বিয়ে পূর্ববর্তী একাধিক অনুষ্ঠানের ছবিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার এই জুটির বিয়ের ছবি ভাইরাল নেট দুনিয়ায়। বিশেষ এই দিনে লাল ও সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন পলক। পাশে ঘিয়ে রঙের শেরওয়ানি আর মেরুন রঙা পাগড়িতে দেখা যায় মিঠুনকে। একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে লেন্সবন্দি হয়েছেন দুজনে। অবশেষে রোববার রাতে পলক ও মিঠুন দুজনেই বিয়ের ছবি প্রকাশ করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন রোমান্টিক ক্যাপশন।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে বসেছিল পলক-মিঠুনের বিয়ের আসর। পরিবার-পরিজন এবং বন্ধুদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হয়েছে। দুজনেই চেয়েছিলেন অনুষ্ঠানটা ছিমছামভাবেই হোক। তবে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান ধুমধামের সঙ্গে করার পরিকল্পনা আছে বলে জানা গেছে।
প্রথমে শোনা গিয়েছিল, দুই পরিবারের মাধ্যমে দেখাশোনা করেই হয়েছে বিয়েটা। কিন্তু বলিউডের অন্দরের গুঞ্জন বলছে অন্য কথা। ‘আশিকি ২’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন এই দুই তারকা শিল্পী।
২০১৩ সালে মুক্তি পায় ‘আশিকি ২ ’। সেই ছবি থেকে সুরেলা এই জুটির যাত্রা শুরু। সে ছবিতেই প্রথমবার মিঠুনের সংগীত পরিচালনায় গান গেয়েছিলেন পলক। ‘মেরি আশিকি’ এবং ‘চাহু ম্যায় ইয়া না’, দুটি গানই বেশ জনপ্রিয় হয়েছিল।
এরপর দীর্ঘদিনের বিরতির পর মিঠুনের সংগীত পরিচালনায় ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘ট্রাফিক’ সিনেমায় দুজন এক সঙ্গে ফের কাজ করেন। সেখানে মিঠুনের সুরে দুটি গানে কণ্ঠ দিয়েছেন পলক।
বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুছল, আশিকি ২ ছাড়াও আর রাজকুমার, কিক, গব্বর ইজ ব্যক, প্রেম রতন ধন পায়ো, এম এস ধোনির মতো ছবিতে গান গেয়েছেন। আর অন্যদিকে ২০০৫ সালে ও লামহে গান দিয়ে সুরকার হিসাবে বলিউডে যাত্রা শুরু করেন মিঠুন। আনওয়ার, মার্ডার, জিসম ২, আশিকি ২, এক ভিলেন, হাফ গার্লফ্রেন্ড, কবীর সিং, রাধে শ্যাম, শামসেরার মতো একাধিক ছবির গানে সুর দিয়েছেন মিঠুন।
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
১ ঘণ্টা আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
১ ঘণ্টা আগেমিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র। শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।
১ ঘণ্টা আগেদর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১৩ ঘণ্টা আগে