বিনোদন প্রতিবেদক, ঢাকা
গানের প্রতি সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের আবেগ প্রশংসার দাবি রাখে। সুদূর মার্কিন মুলুকে বসে দেশের সংগীতাংগনে নতুন নতুন কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নানান রঙের তিনটি গান বেরিয়েছে তাঁর। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। নতুন এসব কাজ গান নিয়ে এখন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ।
নতুন গানের মধ্যে সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘চাই তোমায়’। এর কথা লিখেছেন শিমুল এসবি। গানটি প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘নিউইয়র্কে গত বছরের নভেম্বরে এর রেকর্ডিং হয়। প্রেমিকের জন্য একটি মেয়ের আবেগ-অনুভূতি তুলে ধরা হয়েছে এতে। এটি অ্যারেঞ্জমেন্ট করেছি একটু অন্যভাবে। গানটি প্রকাশের পর শ্রোতারা সেটা বুঝেছেন। লিজাও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ধারণাটি পছন্দ করেছেন। এজন্য ভালো লাগছে।’
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দুটি নাটকে দুটি গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। এগুলো লিখেছেন জনি হক। ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিকে এসেছে গান দুটি। এরমধ্যে ‘কাজল’ নাটকের ‘মামনি’ পৃথকভাবে গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। এ গান প্রসঙ্গে নাভেদ বলেন, ‘বাবার প্রতি কন্যার আবেগ রয়েছে এতে। গল্পের সঙ্গে সঙ্গতি রেখে দুঃখের আবহ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন মেসিডোনিয়ার মিহালো মিহালোভস্কি। অনেক শ্রোতা ইউটিউবে ও আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, গানটা শুনে তাদের চোখে জল এসেছে।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকের টাইটেল সং গেয়েছেন সাজিদ মোহাম্মদ। এ গান প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘এতে ত্রিভুজ প্রেমের গল্প আছে। তাই বিরহী আমেজ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন লন্ডনের ক্যাটরিন রোমানোভা। ফেসবুকে অনেকে এই গানের প্রতি নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।’
তিনটি গান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, “সব গানই শ্রোতারা সুন্দর বলছেন। প্রতিটিরই আলাদা আবহ আছে। একেকটি গান একেক অনুভূতি তৈরি করেছে। যেমন কারও ভালো লেগেছে ‘চাই তোমায়’। কেউ বলছেন ‘মনের সাথী’ সেরা। কারও কাছে ‘মামনি’ হৃদয়ছোঁয়া। এজন্য নিজেকে সার্থক মনে হচ্ছে।”
ইউটিউব ছাড়াও স্পটিফাই প্ল্যাটফর্মেও নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন গান তিনটি শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘এগুলো ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে।’
এরই মধ্যে আরও কিছু নতুন গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। আগামী মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে এগুলো প্রকাশ পেতে পারে। তার কথায়, ‘আমি বিশ্বাস করি, সৃজনশীল মানসিকতার মান বাড়াতে পারলে দারুণ কিছু অর্জন করা যায়। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। শ্রোতাদের উৎসাহে গত ১০ দিনে ১৫টি নতুন গান তৈরি করেছি। এবারের ভালোবাসা দিবসটা সুরের সাম্পানেই কেটেছে আমার।’
নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন তিনটি গানের লিংক:
চাই তোমায়
মনের সাথী
মামনি
গানের প্রতি সুরকার ও সংগীত পরিচালক নাভেদ পারভেজের আবেগ প্রশংসার দাবি রাখে। সুদূর মার্কিন মুলুকে বসে দেশের সংগীতাংগনে নতুন নতুন কাজ উপহার দিয়ে যাচ্ছেন তিনি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে নানান রঙের তিনটি গান বেরিয়েছে তাঁর। এগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন তিনি। নতুন এসব কাজ গান নিয়ে এখন দারুণ ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ।
নতুন গানের মধ্যে সানিয়া সুলতানা লিজার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘চাই তোমায়’। এর কথা লিখেছেন শিমুল এসবি। গানটি প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘নিউইয়র্কে গত বছরের নভেম্বরে এর রেকর্ডিং হয়। প্রেমিকের জন্য একটি মেয়ের আবেগ-অনুভূতি তুলে ধরা হয়েছে এতে। এটি অ্যারেঞ্জমেন্ট করেছি একটু অন্যভাবে। গানটি প্রকাশের পর শ্রোতারা সেটা বুঝেছেন। লিজাও নিজেকে নতুনভাবে উপস্থাপনের ধারণাটি পছন্দ করেছেন। এজন্য ভালো লাগছে।’
ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দুটি নাটকে দুটি গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। এগুলো লিখেছেন জনি হক। ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিকে এসেছে গান দুটি। এরমধ্যে ‘কাজল’ নাটকের ‘মামনি’ পৃথকভাবে গেয়েছেন পল্লবী রায় ও পায়েল ত্রিপুরা। এ গান প্রসঙ্গে নাভেদ বলেন, ‘বাবার প্রতি কন্যার আবেগ রয়েছে এতে। গল্পের সঙ্গে সঙ্গতি রেখে দুঃখের আবহ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন মেসিডোনিয়ার মিহালো মিহালোভস্কি। অনেক শ্রোতা ইউটিউবে ও আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, গানটা শুনে তাদের চোখে জল এসেছে।’
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘মনের সাথী’ নাটকের টাইটেল সং গেয়েছেন সাজিদ মোহাম্মদ। এ গান প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, ‘এতে ত্রিভুজ প্রেমের গল্প আছে। তাই বিরহী আমেজ রেখেছি। গানটিতে বেহালা বাজিয়েছেন লন্ডনের ক্যাটরিন রোমানোভা। ফেসবুকে অনেকে এই গানের প্রতি নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন।’
তিনটি গান নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে নাভেদ পারভেজ বলেন, “সব গানই শ্রোতারা সুন্দর বলছেন। প্রতিটিরই আলাদা আবহ আছে। একেকটি গান একেক অনুভূতি তৈরি করেছে। যেমন কারও ভালো লেগেছে ‘চাই তোমায়’। কেউ বলছেন ‘মনের সাথী’ সেরা। কারও কাছে ‘মামনি’ হৃদয়ছোঁয়া। এজন্য নিজেকে সার্থক মনে হচ্ছে।”
ইউটিউব ছাড়াও স্পটিফাই প্ল্যাটফর্মেও নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন গান তিনটি শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘এগুলো ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে।’
এরই মধ্যে আরও কিছু নতুন গান তৈরি করেছেন নাভেদ পারভেজ। আগামী মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে এগুলো প্রকাশ পেতে পারে। তার কথায়, ‘আমি বিশ্বাস করি, সৃজনশীল মানসিকতার মান বাড়াতে পারলে দারুণ কিছু অর্জন করা যায়। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। শ্রোতাদের উৎসাহে গত ১০ দিনে ১৫টি নতুন গান তৈরি করেছি। এবারের ভালোবাসা দিবসটা সুরের সাম্পানেই কেটেছে আমার।’
নাভেদ পারভেজের সুর-সংগীতে নতুন তিনটি গানের লিংক:
চাই তোমায়
মনের সাথী
মামনি
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১০ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১১ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
১৫ ঘণ্টা আগে