বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘হায়রে প্রবাস জীবন’। গানটি গেয়েছেন পলক হাসান সুমন। ইতিমধ্যে এই গানটি ইউটিউবে বেশ সারা ফেলেছে।
আমাদের বাংলাদেশর গ্রাম অঞ্চলের প্রতিটা পরিবারে কেউ না কেউ প্রবাসে থাকে। প্রবাসের মাটিতে বিদেশিরা অনেক কষ্ট সহ্য করে। হায়রে প্রবাস জীবন গানটিতে সেই সকল প্রবাসীদের দুঃখ কষ্টের কথা উল্লেখ করা হয়েছে।
হায়রে প্রবাস জীবন গানটি সম্পর্কে পলক ভাষার সুমন আমাদের জানান। ‘এর আগে আমার গাওয়া ইউটিউব এ বেশ অনেকগুলো গান প্রকাশ হয়েছে। অনেক দিন ধরে ভাবছি প্রবাসীদের নিয়ে একটি গান করব। হঠাৎ একদিন মডেল প্রীতম ভাই আমাকে ফোন করে বলল প্রবাসীদের নিয়ে একটি গান করার জন্য তার ইউটিউব চ্যানেলের জন্য। তারপর গানটি রেডি করলাম। অডিও অডিওটি কমপ্লিট করার পর সবার কাছে অনেক ভালো লাগল। প্রীতম ভাই এবং ডিরেক্টর জিসান বেশ সুন্দর একটি গল্প তৈরি করল এই গানটির জন্য।’
হায়রে প্রবাস জীবন গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর, গানটির সুর করেছেন পলক হাসান নিজেই, গানটির মিউজিক করেছেন সম্রাট আহমেদ, ভিডিও নির্মাণ করেছেন জেএস জিসান। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আনান খান, প্রীতম খান, পলক হাসান সুমন, প্রনমি, দোলন, তমা। মিউজিক ভিডিওটি প্রীতম খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
ইউটিউবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘হায়রে প্রবাস জীবন’। গানটি গেয়েছেন পলক হাসান সুমন। ইতিমধ্যে এই গানটি ইউটিউবে বেশ সারা ফেলেছে।
আমাদের বাংলাদেশর গ্রাম অঞ্চলের প্রতিটা পরিবারে কেউ না কেউ প্রবাসে থাকে। প্রবাসের মাটিতে বিদেশিরা অনেক কষ্ট সহ্য করে। হায়রে প্রবাস জীবন গানটিতে সেই সকল প্রবাসীদের দুঃখ কষ্টের কথা উল্লেখ করা হয়েছে।
হায়রে প্রবাস জীবন গানটি সম্পর্কে পলক ভাষার সুমন আমাদের জানান। ‘এর আগে আমার গাওয়া ইউটিউব এ বেশ অনেকগুলো গান প্রকাশ হয়েছে। অনেক দিন ধরে ভাবছি প্রবাসীদের নিয়ে একটি গান করব। হঠাৎ একদিন মডেল প্রীতম ভাই আমাকে ফোন করে বলল প্রবাসীদের নিয়ে একটি গান করার জন্য তার ইউটিউব চ্যানেলের জন্য। তারপর গানটি রেডি করলাম। অডিও অডিওটি কমপ্লিট করার পর সবার কাছে অনেক ভালো লাগল। প্রীতম ভাই এবং ডিরেক্টর জিসান বেশ সুন্দর একটি গল্প তৈরি করল এই গানটির জন্য।’
হায়রে প্রবাস জীবন গানটি লিখেছেন সালাউদ্দিন সাগর, গানটির সুর করেছেন পলক হাসান নিজেই, গানটির মিউজিক করেছেন সম্রাট আহমেদ, ভিডিও নির্মাণ করেছেন জেএস জিসান। গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আনান খান, প্রীতম খান, পলক হাসান সুমন, প্রনমি, দোলন, তমা। মিউজিক ভিডিওটি প্রীতম খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
২ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৩ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৩ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৫ ঘণ্টা আগে