বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেকটা সাদামাটাভাবে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম আসর। এবার দ্বিতীয় আসর যেভাবে শুরু হলো, তাতে ‘জাঁকজমক’ শব্দটি ব্যবহার করতেই হয়। কোক স্টুডিও বাংলা দ্বিতীয় সিজনের শুভারম্ভ করল দর্শকদের নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভালোবাসা দিবসের সন্ধ্যায় প্ল্যাটফর্মটি আয়োজন করেছিল বিশেষ অনুষ্ঠান। খোলা মাঠে দর্শকদের নিয়ে দ্বিতীয় সিজনের প্রথম গানের প্রিমিয়ার করা হয়।
এসব আয়োজনের একটাই কারণ—আঞ্চলিক গান। দ্বিতীয় সিজনের প্রথম গানটি তৈরি হয়েছে দেশের তিন অঞ্চলের (চট্টগ্রাম, সিলেট, খুলনা) ভাষায়। র্যাপ ঢঙে গাওয়া এ গানের নাম ‘মুড়ির টিন’। এ গানের কেন্দ্রে রয়েছে লোকাল বাস। ঢাকাসহ বিভিন্ন শহরে যে লোকাল বাসগুলো চলে, তার অভিজ্ঞতা নিয়েই গানটি লেখা। জ্যামে আটকে থাকা তরুণদের গল্প উঠে এসেছে এ গানে। কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ ও পল্লব।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘মুড়ির টিন একটি দারুণ মজার ও প্রাণবন্ত গান। এমন একটি গান দিয়েই আমরা দ্বিতীয় সিজন শুরু করতে চাচ্ছিলাম। তরুণ, প্রতিভাবান এই শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার।’
কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মানুষদের সব আঞ্চলিক ভাষাকে সম্মান জানানোর উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাসে এই গানটি প্রচার করা হচ্ছে। রিয়াদ হাসান বলেন, ‘কোক স্টুডিও বাংলায় অংশ নেওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো ছিল। আশা করছি এই গান অনেকদিন ধরে সবার মুখে মুখে থাকবে।’
তাঁর কথার সঙ্গে যোগ করে তৌফিক বলেন, ‘নতুন সিজন শুরু করার জন্য মুড়ির টিনের মতো চমৎকার গান আর হয় না।’ পল্লব বলেন, ‘কোক স্টুডিওর মতো বড় একটি প্ল্যাটফর্মে সিলেট ও সিলেটি ভাষাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
শুনুন কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রথম গান:
অনেকটা সাদামাটাভাবে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার প্রথম আসর। এবার দ্বিতীয় আসর যেভাবে শুরু হলো, তাতে ‘জাঁকজমক’ শব্দটি ব্যবহার করতেই হয়। কোক স্টুডিও বাংলা দ্বিতীয় সিজনের শুভারম্ভ করল দর্শকদের নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভালোবাসা দিবসের সন্ধ্যায় প্ল্যাটফর্মটি আয়োজন করেছিল বিশেষ অনুষ্ঠান। খোলা মাঠে দর্শকদের নিয়ে দ্বিতীয় সিজনের প্রথম গানের প্রিমিয়ার করা হয়।
এসব আয়োজনের একটাই কারণ—আঞ্চলিক গান। দ্বিতীয় সিজনের প্রথম গানটি তৈরি হয়েছে দেশের তিন অঞ্চলের (চট্টগ্রাম, সিলেট, খুলনা) ভাষায়। র্যাপ ঢঙে গাওয়া এ গানের নাম ‘মুড়ির টিন’। এ গানের কেন্দ্রে রয়েছে লোকাল বাস। ঢাকাসহ বিভিন্ন শহরে যে লোকাল বাসগুলো চলে, তার অভিজ্ঞতা নিয়েই গানটি লেখা। জ্যামে আটকে থাকা তরুণদের গল্প উঠে এসেছে এ গানে। কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী রিয়াদ হাসান, তৌফিক আহমেদ ও পল্লব।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘মুড়ির টিন একটি দারুণ মজার ও প্রাণবন্ত গান। এমন একটি গান দিয়েই আমরা দ্বিতীয় সিজন শুরু করতে চাচ্ছিলাম। তরুণ, প্রতিভাবান এই শিল্পীদের সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল চমৎকার।’
কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বাংলাদেশের মানুষদের সব আঞ্চলিক ভাষাকে সম্মান জানানোর উদ্দেশ্যে ফেব্রুয়ারি মাসে এই গানটি প্রচার করা হচ্ছে। রিয়াদ হাসান বলেন, ‘কোক স্টুডিও বাংলায় অংশ নেওয়া আমার জন্য একটি স্বপ্নের মতো ছিল। আশা করছি এই গান অনেকদিন ধরে সবার মুখে মুখে থাকবে।’
তাঁর কথার সঙ্গে যোগ করে তৌফিক বলেন, ‘নতুন সিজন শুরু করার জন্য মুড়ির টিনের মতো চমৎকার গান আর হয় না।’ পল্লব বলেন, ‘কোক স্টুডিওর মতো বড় একটি প্ল্যাটফর্মে সিলেট ও সিলেটি ভাষাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’
শুনুন কোক স্টুডিও বাংলার দ্বিতীয় সিজনের প্রথম গান:
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
১২ মিনিট আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
১৮ মিনিট আগেমিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র। শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।
২৩ মিনিট আগেদর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১৩ ঘণ্টা আগে