বিনোদন ডেস্ক
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। মোট চারটি গ্র্যামি পুরস্কার জিতে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী তারকা এখন তিনি। এখন পর্যন্ত ৩২টি গ্র্যামি জিতেছেন এই মার্কিন তারকা। প্রয়াত হাঙ্গেরিয়ান-ব্রিটিশ তারকা সংগীত পরিচালক জর্জ সলতি দুই দশক ধরে ৩১ বার গ্র্যামি পুরস্কারের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপটো ডটকম অ্যারেনায় বসেছিল এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজন।
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টায় শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন।
এবারের আসরে ৯ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। সেরা নাচ–ইলেকট্রিক মিউজিক অ্যালবাম (রেনেসাঁ) ছাড়াও সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডআর পরিবেশনা (প্লাস্টিক অব দ্য সোফা), সেরা নাচ–ইলেকট্রিক রেকর্ডিং (ব্রেক মাই সোল), সেরা আরঅ্যান্ডআর গান (কাফ ইট) বিভাগে পুরস্কার জিতেছেন বিয়ন্সে।
পুরস্কার জয়ের পাশাপাশি মনোনয়নের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন এখন যৌথভাবে বিয়ন্সে ও তাঁর স্বামী জে-জেডের দখলে। ৮৮ বার মনোনয়ন পাওয়ায় যৌথভাবে এই রেকর্ডটি গড়েছেন তাঁরা।
অনুভূতি জানাতে গিয়ে গ্র্যামির মঞ্চে বিয়ন্সে বলেন, ‘আমি আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার চাচা জনিকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রেরণা হয়ে তিনি আমার মাঝে আছেন। আমি মা-বাবা, স্বামী ও সন্তানদের ধন্যবাদ জানাই।’
গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার তালিকায় বিয়ন্সে ও সলতির পর রয়েছেন প্রযোজক কুইন্সি জোনস (২৮) ও অ্যালিসন ক্রাউস (২৭)। এবারের আসরে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে লিজ্জোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’। ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে বনি রাইটের ‘জাস্ট লাইক দ্যাট’ গানটি। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ হয়েছে হ্যারি স্টাইলসের ‘হ্যারি’স হাউস’। ‘বেস্ট পপ সোলো আর্টিস্ট’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অ্যাডেল। ‘ইজি অন মি’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিসও। নিজের আত্মজীবনী ‘ফাইন্ডিং মি’-এর অডিও বইয়ের জন্য গ্র্যামি জেতেন তিনি। এর মাধ্যমে এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভায়োলা ডেভিস।
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৫তম আসরে ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। মোট চারটি গ্র্যামি পুরস্কার জিতে সবচেয়ে বেশি গ্র্যামিজয়ী তারকা এখন তিনি। এখন পর্যন্ত ৩২টি গ্র্যামি জিতেছেন এই মার্কিন তারকা। প্রয়াত হাঙ্গেরিয়ান-ব্রিটিশ তারকা সংগীত পরিচালক জর্জ সলতি দুই দশক ধরে ৩১ বার গ্র্যামি পুরস্কারের রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্রিপটো ডটকম অ্যারেনায় বসেছিল এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডের আয়োজন।
বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টায় শুরু হয় গ্র্যামি অ্যাওয়ার্ডের এবারের আয়োজন। কমেডিয়ান ট্রেভর নোয়াহ তৃতীয়বারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেন।
এবারের আসরে ৯ বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বিয়ন্সে। সেরা নাচ–ইলেকট্রিক মিউজিক অ্যালবাম (রেনেসাঁ) ছাড়াও সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডআর পরিবেশনা (প্লাস্টিক অব দ্য সোফা), সেরা নাচ–ইলেকট্রিক রেকর্ডিং (ব্রেক মাই সোল), সেরা আরঅ্যান্ডআর গান (কাফ ইট) বিভাগে পুরস্কার জিতেছেন বিয়ন্সে।
পুরস্কার জয়ের পাশাপাশি মনোনয়নের রেকর্ডেও ভাগ বসিয়েছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন এখন যৌথভাবে বিয়ন্সে ও তাঁর স্বামী জে-জেডের দখলে। ৮৮ বার মনোনয়ন পাওয়ায় যৌথভাবে এই রেকর্ডটি গড়েছেন তাঁরা।
অনুভূতি জানাতে গিয়ে গ্র্যামির মঞ্চে বিয়ন্সে বলেন, ‘আমি আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। প্রথমে আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। আমার চাচা জনিকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রেরণা হয়ে তিনি আমার মাঝে আছেন। আমি মা-বাবা, স্বামী ও সন্তানদের ধন্যবাদ জানাই।’
গ্র্যামিতে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার তালিকায় বিয়ন্সে ও সলতির পর রয়েছেন প্রযোজক কুইন্সি জোনস (২৮) ও অ্যালিসন ক্রাউস (২৭)। এবারের আসরে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে লিজ্জোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’। ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে নিয়েছে বনি রাইটের ‘জাস্ট লাইক দ্যাট’ গানটি। ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ হয়েছে হ্যারি স্টাইলসের ‘হ্যারি’স হাউস’। ‘বেস্ট পপ সোলো আর্টিস্ট’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন অ্যাডেল। ‘ইজি অন মি’ গানের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিসও। নিজের আত্মজীবনী ‘ফাইন্ডিং মি’-এর অডিও বইয়ের জন্য গ্র্যামি জেতেন তিনি। এর মাধ্যমে এমি, গ্র্যামি, অস্কার ও টনি অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছেন ভায়োলা ডেভিস।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
৬ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
৬ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
৬ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
৯ ঘণ্টা আগে