বিনোদন প্রতিবেদক
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মিউজিশিয়ানরা মিলে তৈরি করেছেন এক গান। বাংলা-হিন্দিমিশ্রিত গানটির নাম ‘ভোপাল’। মূলত সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গান এটি।
সদ্য খানের সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ। গানটির সংগীত করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
আর্জেন্টাইন বংশোদ্ভূত লুসিয়ানো পিজ্জিচিনি (জনপ্রিয় গিটার কোম্পানি গিবসন গিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর), যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মেয়রস (এমটিডি, জিএইচএস স্ট্রিংস, সুনামি কেব্লসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর) এবং অস্ট্রিয়ার এলেক্স সিডলার গিটার বাজিয়েছেন গানটিতে, যা ইতিমধ্যেই স্পটিফাই, আইটিউনসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। গানটির পরিবেশনার দায়িত্বে আছে আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট। নভেম্বরের মাঝামাঝিতে গানটির লিরিক্যাল ভার্সন প্রকাশ পাবে জাওয়াদ খালিদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সংগীতশিল্পী জাওয়াদ খালিদ বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি আমরা। বাংলা গান ও মিউজিক সারা বিশ্বে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’
বিদেশি শিল্পীদের অংশগ্রহণ প্রসঙ্গে জাওয়াদ বলেন, ‘তাঁরা গানটিতে কাজ করে খুবই আনন্দিত। ভবিষ্যতেও বাংলা গানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তাঁরা।’
বিদেশি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় তাঁদের। আমি লুসিয়ানোর ভিডিও দেখেছি ইউটিউবে। খুব ছোট থেকেই তিনি অসাধারণ গিটার বাজান। আর ম্যাথিউ এবং এলেক্স দুজনই আমার ফ্রেন্ডলিস্টে ছিলেন। সেই সুবাদে আমি যখন তাঁদের প্রস্তাব দিই, তাঁরা সানন্দে রাজি হয়েছেন।
আগে থেকেই গানের লিরিকস আর টিউন করে রেখেছিল সদ্য। কিন্তু আমরা পারফেক্ট ফিমেল ভয়েস খুঁজে পাচ্ছিলাম না। তখন সদ্য তার ছোট বোন হৃদ্যকে আমাদের সঙ্গে নিয়ে নেয়। তারপর মোহাম্মদ সালাউদ্দিন মিউজিক করা শুরু করে দেয় এবং সেখান থেকেই ধাপে ধাপে আমাদের প্রজেক্টটি এগিয়ে যায় এবং অবশেষে একটি পরিপূর্ণ গানে রূপান্তরিত হয়।
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মিউজিশিয়ানরা মিলে তৈরি করেছেন এক গান। বাংলা-হিন্দিমিশ্রিত গানটির নাম ‘ভোপাল’। মূলত সফট, ক্লাসিক্যাল এবং আরএনবি ঘরানার গান এটি।
সদ্য খানের সুর ও কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের তিন তরুণ কণ্ঠশিল্পী সদ্য খান, রংগন হৃদ্য এবং জাওয়াদ খালিদ। গানটির সংগীত করেছেন মোহাম্মদ সালাউদ্দিন।
আর্জেন্টাইন বংশোদ্ভূত লুসিয়ানো পিজ্জিচিনি (জনপ্রিয় গিটার কোম্পানি গিবসন গিটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর), যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মেয়রস (এমটিডি, জিএইচএস স্ট্রিংস, সুনামি কেব্লসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর) এবং অস্ট্রিয়ার এলেক্স সিডলার গিটার বাজিয়েছেন গানটিতে, যা ইতিমধ্যেই স্পটিফাই, আইটিউনসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে। গানটির পরিবেশনার দায়িত্বে আছে আমেরিকান মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানি কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট। নভেম্বরের মাঝামাঝিতে গানটির লিরিক্যাল ভার্সন প্রকাশ পাবে জাওয়াদ খালিদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সংগীতশিল্পী জাওয়াদ খালিদ বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে খুবই ভালো লাগছে এবং গর্ব অনুভব করছি আমরা। বাংলা গান ও মিউজিক সারা বিশ্বে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’
বিদেশি শিল্পীদের অংশগ্রহণ প্রসঙ্গে জাওয়াদ বলেন, ‘তাঁরা গানটিতে কাজ করে খুবই আনন্দিত। ভবিষ্যতেও বাংলা গানের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তাঁরা।’
বিদেশি শিল্পীদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয় তাঁদের। আমি লুসিয়ানোর ভিডিও দেখেছি ইউটিউবে। খুব ছোট থেকেই তিনি অসাধারণ গিটার বাজান। আর ম্যাথিউ এবং এলেক্স দুজনই আমার ফ্রেন্ডলিস্টে ছিলেন। সেই সুবাদে আমি যখন তাঁদের প্রস্তাব দিই, তাঁরা সানন্দে রাজি হয়েছেন।
আগে থেকেই গানের লিরিকস আর টিউন করে রেখেছিল সদ্য। কিন্তু আমরা পারফেক্ট ফিমেল ভয়েস খুঁজে পাচ্ছিলাম না। তখন সদ্য তার ছোট বোন হৃদ্যকে আমাদের সঙ্গে নিয়ে নেয়। তারপর মোহাম্মদ সালাউদ্দিন মিউজিক করা শুরু করে দেয় এবং সেখান থেকেই ধাপে ধাপে আমাদের প্রজেক্টটি এগিয়ে যায় এবং অবশেষে একটি পরিপূর্ণ গানে রূপান্তরিত হয়।
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৩০ মিনিট আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৫ ঘণ্টা আগে