বিনোদন প্রতিবেদক, ঢাকা
জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
জীবনের অন্ধকার অধ্যায় পেরিয়ে সুরের পথে আলো খুঁজে পেয়েছিলেন তাশফি। নিজের মৌলিক গানে তিনি ফিরিয়ে আনলেন সেই বেদনার কথা। সম্প্রতি প্রকাশিত হল নতুন প্রজন্মের সংগীতশিল্পী তাশফির একক গান ‘আলো’। তাশফি জানাচ্ছেন, ‘আলো’ গানের কথা, সুরে ও চিত্রায়ণে তাঁর গল্পই খুঁজে পাওয়া যাবে।
আরাফাত কাজীর কথায় তাশফির সুরে গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের সংগীত পরিচালক সুদীপ্ত পাল। সম্প্রতি তাশফির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানের ভিডিওতে মডেল হয়েছেন সারাহ আলম।
ভিডিওটি নির্মাণ করেছেন ইলাজার ইসলাম।
তাশফি জানালেন গান তৈরির পেছনের গল্প। গীতিকার আরাফাত কাজীকে নিজের বেদনার কথা শেয়ার করেন তিনি। সঙ্গে দিয়ে দেন সুদীপ্ত পালের মিউজিকে তাঁর করা সুরটিও। তাশফির বয়ান থেকে রচিত কথায় তৈরি হয় গানটি। মডেল হিসেবে সঙ্গে নেন বন্ধু সারাহ আলমকে।
তাশফি বলেন, ‘একজন মানুষ যখন কারো দ্বারা নির্যাতন বা সহিংসতার স্বীকার হন, অবদমিত হন; তখন তিনিই জানেন তাঁর কেমন লাগে। সে অন্ধকার থেকে অনেকেই তখন আলো খুঁজে পান না। এ গান সেই মানুষদের শক্তি ও সাহস যোগাবে। তাই গানটির নাম ‘‘আলো’’। আমি সারাজীবন যত গানই করি এটি আমার কাছে বিশেষ একটি গান হয়ে থাকবে।’
গানবাংলা টেলিভিশনের ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে পান্থ কানাইয়ের সঙ্গে ‘নৌকা’ গানে পারফর্ম করে আলোচনায় আসেন তাশফি। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর বেশ কিছু একক গান। গেয়েছেন কয়েকটি ওয়েব সিরিজেও।
শুনুন তাশফির গাওয়া ‘আলো’:
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
১ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১২ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৩ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৭ ঘণ্টা আগে