বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা সম্প্রতি বাংলাদেশের জন্য গাইলেন একটি নতুন গান। এনামুল কবির সুজনের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ‘শান্তি আসুক ফিরে’ শিরোনামের গানটিতে নচিকেতা কণ্ঠ দিয়েছেন কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। জয় শাহরিয়ার বলেন, ‘গানের কথার বিষয়ে নচিদা বরাবরই সচেতন। আমিও তাই। এবারের গানটি যুদ্ধবিরোধী গান, শান্তির গান। সমসাময়িক গানটি এই সময়ের কথা ধরে রাখবে যুগ যুগান্তরে।’
নতুন গান নিয়ে নচিকেতা বলেন, ‘জয়ের সংগীত পরিচালনা আমার ভালো লাগে। ওর গান ভালো লাগে। আগেও বেশ কয়েকবার ওর সঙ্গে কাজ করেছি। বরাবরের মতো এবারের কাজটাও ভালো হয়েছে। আশা করি শ্রোতারা নিরাশ হবেন না। বাংলাদেশের সবার জন্য রইল আমার ভালোবাসা।’
গীতিকবি এনামুল কবির সুজন বলেন, ‘নচিকেতা আমাদের স্বপ্নের শিল্পী। সম্প্রতি কবীর সুমনের জন্য গান লিখেছি। এবার লিখলাম নচিকেতার জন্য। আমার গীতিকবি জীবনে এ এক অনন্য প্রাপ্তি। সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ আর অশান্তি পৃথিবীজুড়ে তার প্রতিবাদেই এই গান। শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই গানটি করা।’
রূপকথা প্রডাকশনসের প্রযোজনায় গানটি শিগগিরই মুক্তি পাবে দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম দোতরায়। এছাড়া রূপকথা মিউজিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য আন্তর্জাতিক প্লাটফর্মে প্রকাশ পাবে অফিশিয়াল ভিডিও।
দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা সম্প্রতি বাংলাদেশের জন্য গাইলেন একটি নতুন গান। এনামুল কবির সুজনের লেখা গানটি সুর ও সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ‘শান্তি আসুক ফিরে’ শিরোনামের গানটিতে নচিকেতা কণ্ঠ দিয়েছেন কলকাতার ফিউশন প্রো স্টুডিওতে। জয় শাহরিয়ার বলেন, ‘গানের কথার বিষয়ে নচিদা বরাবরই সচেতন। আমিও তাই। এবারের গানটি যুদ্ধবিরোধী গান, শান্তির গান। সমসাময়িক গানটি এই সময়ের কথা ধরে রাখবে যুগ যুগান্তরে।’
নতুন গান নিয়ে নচিকেতা বলেন, ‘জয়ের সংগীত পরিচালনা আমার ভালো লাগে। ওর গান ভালো লাগে। আগেও বেশ কয়েকবার ওর সঙ্গে কাজ করেছি। বরাবরের মতো এবারের কাজটাও ভালো হয়েছে। আশা করি শ্রোতারা নিরাশ হবেন না। বাংলাদেশের সবার জন্য রইল আমার ভালোবাসা।’
গীতিকবি এনামুল কবির সুজন বলেন, ‘নচিকেতা আমাদের স্বপ্নের শিল্পী। সম্প্রতি কবীর সুমনের জন্য গান লিখেছি। এবার লিখলাম নচিকেতার জন্য। আমার গীতিকবি জীবনে এ এক অনন্য প্রাপ্তি। সাম্প্রতিক সময়ে যে যুদ্ধ আর অশান্তি পৃথিবীজুড়ে তার প্রতিবাদেই এই গান। শিল্পী হিসেবে নিজের দায়বদ্ধতা থেকেই গানটি করা।’
রূপকথা প্রডাকশনসের প্রযোজনায় গানটি শিগগিরই মুক্তি পাবে দেশীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম দোতরায়। এছাড়া রূপকথা মিউজিক ইউটিউব চ্যানেল ও অন্যান্য আন্তর্জাতিক প্লাটফর্মে প্রকাশ পাবে অফিশিয়াল ভিডিও।
দর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১০ ঘণ্টা আগেপুষ্পা ২-এর ট্রেলার হবে প্রায় পৌনে তিন মিনিটের। ট্রেলারের পুরোটা জুড়ে থাকবে টানটান উত্তেজনা। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় প্রকাশ পাবে ট্রেলারটি।
১০ ঘণ্টা আগেতামিল ও তেলুগু সিনেমার এই আইকন তাঁর সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। তাঁর বাড়িতে পাওয়া যায় ১০ হাজার ৫০০ শাড়ি, ৭৫০ জোড়া জুতা, ২৮ কেজি সোনা ও ৮০০ কেজি রূপা।
১০ ঘণ্টা আগেধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেত্রী। তাঁদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র।
১৩ ঘণ্টা আগে