বিনোদন প্রতিবেদক, ঢাকা
হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
হার্ডরক জনরার ব্যান্ড ‘দুর্গ’। পাঁচ সদস্যের এ ব্যান্ডে আছেন আব্দুল্লাহ আল ফারাবী (ভোকাল, কীবোর্ডিস্ট), লুবান কাজী, সালেহ তপু (গিটার), নাজমুস সাকিব (বেইজ গিটার) ও ফাহাদ কেডি (ড্রামস)। ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যান্ডটির যাত্রা শুরু হয়। এর তিন বছর পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ‘অপরাজেয়’ মিক্সড অ্যালবামে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম গান ‘ভোর হয় না’।
সম্প্রতি এল দুর্গ ব্যান্ডের নতুন গান ‘তোমায় ভেবে’। ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওসহ গানটি দেখা যাচ্ছে। গানটি লিখেছেন যৌথভাবে আব্দুল্লাহ আল ফারাবী ও আব্দুল্লাহ আল ইমরান। ‘তোমায় ভেবে’ গানটি দুর্গ ব্যান্ডের ‘দেয়াল’ অ্যালবামের গান।
‘তোমায় ভেবে’ প্রকাশের আগে বেশ কয়েকদিন ব্যান্ডটি একটি প্রি-রিলিজ ক্যাম্পেইন করেছে, যেখানে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে গানটি কিনে শুনেছেন অনেকেই। এ নিয়ে ভোকাল ফারাবী বলেন, ‘এখন কেউ আর টাকা দিয়ে অ্যালবাম বা গান কেনেন না। আবার ওপেন কনসার্টে মাঠভর্তি শ্রোতা থাকলেও টিকেট কেটে গান শুনতে যাওয়া শ্রোতার সংখ্যা খুবই কম। এসব কারনে বহু শিল্পীকে আমরা হারিয়ে যেতে দেখেছি। তাই আমাদের এই পদক্ষেপ বিনামূল্যে গানের বিপরীতে একটা আন্দোলন।’
ব্যান্ডটির ড্রামার ফাহাদ বলেন, ‘আমরা অনেকটা সাহস করেই গানটি টাকার বিনিময়ে কেনার আহবান জানিয়েছিলাম। তবে গানের জন্য টাকার পরিমাণ নির্ধারণ করে দিইনি। একেবারে স্বতস্ফূর্তভাবে অনেকেই গানটি কিনেছেন।’
শুনুন ‘দুর্গ’ ব্যান্ডের গান ‘তোমায় ভেবে’:
শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
৩ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
৪ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৮ ঘণ্টা আগে