বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই যুগের সংসারযাপনকে ইতি জানিয়ে আলাদা হয়েছেন তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এরইমধ্যে দ্বিতীয় বিয়ের কাজটিও সেরে নিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সোমবার (১৮ জুলাই) দুপুরে পাওয়া গেল এই বিয়ে ও বিচ্ছেদের খবর।
জানা গেছে, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তাঁর সঙ্গেই এখন নিউইয়র্কে থাকছেন গায়ক। যুক্তরাষ্ট্রে সোনিয়া একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। আরটিভির একটি রিয়েলিটি শোয়ের কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বিয়ের খবরটি নিশ্চিত করে টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব তাড়াতাড়ি এখানে (যুক্তরাষ্ট্র) ও বাংলাদেশে বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এ বিয়ের খবরের মাধ্যমে সামনে এসেছে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদের বিষয়টি। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন তাঁরা। দীর্ঘ বছরের বৈবাহিক সম্পর্কের অধ্যায় তাঁরা শেষ করেছেন গত বছরই। টুটুল বলেন, ‘৫ বছর ধরে আমি ও তানিয়া সেপারেশনে ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।’
এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। চমকে গেছেন ভক্তরাও। টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন টুটুল-তানিয়া।
টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া। তিনি বলেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও ওর লাইফ নিয়ে ভাল থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:
প্রায় দুই যুগের সংসারযাপনকে ইতি জানিয়ে আলাদা হয়েছেন তারকা দম্পতি এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এরইমধ্যে দ্বিতীয় বিয়ের কাজটিও সেরে নিয়েছেন সংগীতশিল্পী এস আই টুটুল। সোমবার (১৮ জুলাই) দুপুরে পাওয়া গেল এই বিয়ে ও বিচ্ছেদের খবর।
জানা গেছে, গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শারমিনা সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন এস আই টুটুল। তাঁর সঙ্গেই এখন নিউইয়র্কে থাকছেন গায়ক। যুক্তরাষ্ট্রে সোনিয়া একটি চাকরির পাশাপাশি মিডিয়ার কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। আরটিভির একটি রিয়েলিটি শোয়ের কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বিয়ের খবরটি নিশ্চিত করে টুটুল বলেন, ‘আমরা গত ৪ জুলাই যুক্তরাষ্ট্রে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। খুব তাড়াতাড়ি এখানে (যুক্তরাষ্ট্র) ও বাংলাদেশে বন্ধুবান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠানিকতা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এ বিয়ের খবরের মাধ্যমে সামনে এসেছে অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে টুটুলের বিচ্ছেদের বিষয়টি। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন তাঁরা। দীর্ঘ বছরের বৈবাহিক সম্পর্কের অধ্যায় তাঁরা শেষ করেছেন গত বছরই। টুটুল বলেন, ‘৫ বছর ধরে আমি ও তানিয়া সেপারেশনে ছিলাম। গত বছর আমাদের অফিশিয়াল ডিভোর্স হয়।’
এই তারকা দম্পতির সংসার ভাঙার খবরে অবাক হয়েছেন শোবিজের লোকজন। চমকে গেছেন ভক্তরাও। টুটুল-তানিয়ার সংসারে আছে তিন সন্তান। তারা হলেন অনয়, শ্রেয়াস ও আরশ। আরও দুটি মেয়ে আছে আয়াত ও সামিয়া নামে। এই দুজনকে দত্তক নিয়েছিলেন টুটুল-তানিয়া।
টুটুলের বিয়ের খবরে নিজের শুভেচ্ছাবার্তা দিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী তানিয়া। তিনি বলেন, ‘আমাদের সমঝোতায় ডিভোর্স হয়েছে। ও ওর লাইফ নিয়ে ভাল থাকুক। তার জন্য আমার শুভকামনা থাকবে সবসময়।’
বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:
‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
২ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
৩ ঘণ্টা আগেপ্রেক্ষাগৃহের পর ওমর এবার দেখা যাবে ওটিটিতে। ২১ নভেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে স্ট্রিমিং হবে সিনেমাটি। প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে ওমর দেখতে পারবেন দর্শক, লাগবে ৩৫ টাকা।
৩ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন অজয় দেবগন। এই মধ্যে চারটি সিনেমা পরিচালনা করেছেন। সেসব সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিজেই। তবে এবার সে পথে হাঁটছেন না। নিজের পরিচালিত সিনেমায় মুখ্য চরিত্রে রাখছেন অক্ষয় কুমারকে।
৪ ঘণ্টা আগে