বিনোদন ডেস্ক
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁর বিড়ালদের নামও সবার জানা। সুইফটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে দেখা মেলে তাঁর বিড়ালদের। নিজেকে তিনি তিন বিড়াল—অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে ও বেঞ্জামিন বাটনের মা বলে পরিচয় দেন।
এবার তাঁর বিড়াল অলিভিয়া বেনসনের জন্য তিনি হয়েছেন সংবাদপত্রের শিরোনাম। ‘অল অ্যাবাউট ক্যাটসের’ প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। বিড়ালটির সার্বিক সম্পদমূল্য ৯ কোটি ৭০ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে অলিভিয়াকে ক্যামিও (অতিথি চরিত্র) উপস্থাপন করে এই সম্পদমূল্য তৈরি হয়েছে। ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।
ইনস্টাগ্রামে পোষা প্রাণীদের ছবি দিয়ে শেয়ার করা পোস্টগুলোর লাইক এবং পোস্টগুলো থেকে পাওয়া টাকার পরিমাণ পর্যবেক্ষণ করে অল অ্যাবাউট ক্যাটস তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। ২০২০ সালে বেনসনের সোফার বসে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সুইফট, ওই ছবিতে লাইক পড়ে ২০ লাখের বেশি।
স্কটিশ বিড়াল অলিভিয়া বেনসনকে ২০১৪ সালে টেলর সুইফট দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’-এর একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম। টেলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই বিড়ালটিকে দেখা যায়।
এ তালিকায় সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাব লাভ করেছে গুন্থার করপোরেশনের জার্মান শেফার্ড কুকুর ‘গুন্থার সিক্স’। এর মূল্য ৫০ কোটি ডলার। ২০০০ সালে পপসম্রাজ্ঞী ম্যাডোনার মিয়ামি ম্যানশন কিনে এই কুকুরের নামে নিবন্ধন করার পর বেশ শোরগোল পড়ে যায়। ওই বাড়িই ২ কোটি ৯০ লাখ ডলারে সম্প্রতি বিক্রি হয়।
আর দ্বিতীয় ধনী পোষ্য বিড়ালের নাম নালা ক্যাট, যার দাম ১০ কোটি ডলার। ইনস্টাগ্রামে ৪০ লাখ অনুসরণকারী নিয়ে কিছুদিন আগেই নালা ক্যাট সর্বাধিক জনপ্রিয় বিড়ালের খেতাব জিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপতারকা টেইলর সুইফট। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তাঁর বিড়ালদের নামও সবার জানা। সুইফটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে মাঝেমধ্যে দেখা মেলে তাঁর বিড়ালদের। নিজেকে তিনি তিন বিড়াল—অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে ও বেঞ্জামিন বাটনের মা বলে পরিচয় দেন।
এবার তাঁর বিড়াল অলিভিয়া বেনসনের জন্য তিনি হয়েছেন সংবাদপত্রের শিরোনাম। ‘অল অ্যাবাউট ক্যাটসের’ প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের বিড়াল অলিভিয়া বেনসন বিশ্বের তৃতীয় ধনী পোষা প্রাণী হয়ে উঠেছে। বিড়ালটির সার্বিক সম্পদমূল্য ৯ কোটি ৭০ লাখ ডলার।
প্রতিবেদনে বলা হয়, টেলর সুইফটের সঙ্গে অনেকগুলো মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও বিভিন্ন ছবিতে অলিভিয়াকে ক্যামিও (অতিথি চরিত্র) উপস্থাপন করে এই সম্পদমূল্য তৈরি হয়েছে। ২০১৪ সালে নির্মিত ডায়েট কোকের বিজ্ঞাপনেও বিড়ালটিকে দেখা গেছে।
ইনস্টাগ্রামে পোষা প্রাণীদের ছবি দিয়ে শেয়ার করা পোস্টগুলোর লাইক এবং পোস্টগুলো থেকে পাওয়া টাকার পরিমাণ পর্যবেক্ষণ করে অল অ্যাবাউট ক্যাটস তাদের প্রতিবেদনটি তৈরি করেছে। ২০২০ সালে বেনসনের সোফার বসে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সুইফট, ওই ছবিতে লাইক পড়ে ২০ লাখের বেশি।
স্কটিশ বিড়াল অলিভিয়া বেনসনকে ২০১৪ সালে টেলর সুইফট দত্তক নিয়েছিলেন। আমেরিকার ক্রাইম ড্রামা ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিম ইউনিট’-এর একটি চরিত্র অলিভিয়া বেনসনের নামানুসারে রাখেন বিড়ালটির নাম। টেলরের ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রায় প্রতিদিনই বিড়ালটিকে দেখা যায়।
এ তালিকায় সবচেয়ে ধনী পোষা প্রাণীর খেতাব লাভ করেছে গুন্থার করপোরেশনের জার্মান শেফার্ড কুকুর ‘গুন্থার সিক্স’। এর মূল্য ৫০ কোটি ডলার। ২০০০ সালে পপসম্রাজ্ঞী ম্যাডোনার মিয়ামি ম্যানশন কিনে এই কুকুরের নামে নিবন্ধন করার পর বেশ শোরগোল পড়ে যায়। ওই বাড়িই ২ কোটি ৯০ লাখ ডলারে সম্প্রতি বিক্রি হয়।
আর দ্বিতীয় ধনী পোষ্য বিড়ালের নাম নালা ক্যাট, যার দাম ১০ কোটি ডলার। ইনস্টাগ্রামে ৪০ লাখ অনুসরণকারী নিয়ে কিছুদিন আগেই নালা ক্যাট সর্বাধিক জনপ্রিয় বিড়ালের খেতাব জিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে।
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আজও গানের সঙ্গে কাটে তাঁর দিনরাত। সময় সুযোগ হলে নিজে যেমন গাইছেন, তেমনি সুর করছেন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য।
৩ ঘণ্টা আগে২ নভেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ছিল দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের ১২৭তম প্রদর্শনী। প্রদর্শনী শুরুর আগেই দলটির সদস্য এহসানুল আজিজ বাবুকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে শিল্পকলার সামনে বিক্ষোভ করেন একদল লোক। পরে একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ গিয়ে তাঁদের শান্ত করলে প্রায় আ
৩ ঘণ্টা আগেমিসরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’র। শুক্রবার প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক।
৩ ঘণ্টা আগেদর্শকের চাওয়ার জন্য হলেও বড় পর্দায় আমার কাজ করা উচিত। শাকিব ভাইয়ের মতো আমারও অনেক দর্শক আছে। যখন আমাদের দর্শক এক হয়ে যাবে, তখন তো ব্লাস্ট হবে।
১৫ ঘণ্টা আগে