বিনোদন ডেস্ক
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুনিয়ায় ইন্দ্রপতন! হৃদ্রোগে আক্রান্ত হয়ে আচমকাই চলে গেলেন কত্থক সম্রাট বিরজু মহারাজ। রোববার রাতে বাড়িতে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রোববার রাতে দিল্লির নিজের বাড়িতে নাতনিদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিরজু মহারাজের পরিবার সূত্রে জানা গেছে, ৮৩ বছর বয়সী এই নৃত্যশিল্পী কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালাইসিস।
১৯৩৮ সালে ভারতের লখনউতে জন্ম পণ্ডিত বিরজু মহারাজের। তাঁর আসল নাম পণ্ডিত বৃজমোহন মিশ্র। কত্থকের পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও দিকপাল ছিলেন তিনি। ১৯৮৩ সালে তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে ভারত সরকার।
কত্থক নৃত্যের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য ছিলেন বিরজু মহারাজ। তাঁর দুই কাকা শম্ভু মহারাজ ও লাচু মহারাজ এবং বিরজু মহারাজের গুরু ও বাবা ছিলেন আচান মহারাজ। বিরজু মহারাজও সেই নাচের ঘরানাকেই এগিয়ে নিয়ে গেছেন।
একাধারে নাচ, তবলা ও কণ্ঠসংগীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। ছবি আঁকতেও পারতেন। একাধিক চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ কোরিওগ্রাফি করেন তিনি। ২০১২ সালে ‘বিশ্বরূপম’ ছবিতে কোরিওগ্রাফির জন্য তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয়।
বিরজু মহারাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতজুড়ে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বলিউড তারকারা শোকপ্রকাশ করেছেন এই কিংবদন্তি নৃত্যগুরুর মৃত্যুতে।
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুনিয়ায় ইন্দ্রপতন! হৃদ্রোগে আক্রান্ত হয়ে আচমকাই চলে গেলেন কত্থক সম্রাট বিরজু মহারাজ। রোববার রাতে বাড়িতে হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রোববার রাতে দিল্লির নিজের বাড়িতে নাতনিদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিরজু মহারাজের পরিবার সূত্রে জানা গেছে, ৮৩ বছর বয়সী এই নৃত্যশিল্পী কিডনির সমস্যায় ভুগছিলেন। চলছিল ডায়ালাইসিস।
১৯৩৮ সালে ভারতের লখনউতে জন্ম পণ্ডিত বিরজু মহারাজের। তাঁর আসল নাম পণ্ডিত বৃজমোহন মিশ্র। কত্থকের পাশাপাশি শাস্ত্রীয় সংগীতেরও দিকপাল ছিলেন তিনি। ১৯৮৩ সালে তাঁকে পদ্মবিভূষণে সম্মানিত করে ভারত সরকার।
কত্থক নৃত্যের ঐতিহ্যবাহী পরিবারের সদস্য ছিলেন বিরজু মহারাজ। তাঁর দুই কাকা শম্ভু মহারাজ ও লাচু মহারাজ এবং বিরজু মহারাজের গুরু ও বাবা ছিলেন আচান মহারাজ। বিরজু মহারাজও সেই নাচের ঘরানাকেই এগিয়ে নিয়ে গেছেন।
একাধারে নাচ, তবলা ও কণ্ঠসংগীতে সমান পারদর্শী ছিলেন বিরজু। ছবি আঁকতেও পারতেন। একাধিক চলচ্চিত্রে কোরিওগ্রাফি করেছেন বিরজু মহারাজ। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ কোরিওগ্রাফি করেন তিনি। ২০১২ সালে ‘বিশ্বরূপম’ ছবিতে কোরিওগ্রাফির জন্য তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত করা হয়।
বিরজু মহারাজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতজুড়ে। ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বলিউড তারকারা শোকপ্রকাশ করেছেন এই কিংবদন্তি নৃত্যগুরুর মৃত্যুতে।
ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে।
১ ঘণ্টা আগেশোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য আসেন পরীমনি ও ডি এ তায়েব। এ সময়ও স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। কয়েকজনের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ করেছেন অনেকে।
১৩ ঘণ্টা আগেঅক্ষয়ের স্পষ্ট জবাব, ‘আমাদের মধ্যে একতা নেই। শ্রদ্ধাবোধেরও যথেষ্ট অভাব।’ অক্ষয়ের সঙ্গে সুর মিলিয়ে অজয় বললেন, ‘দক্ষিণী তারকারা যেভাবে একে অপরের পাশে দাঁড়ান তা অবশ্যই প্রশংসার যোগ্য। বলিউডে এই বিষয়টির অভাব রয়েছে।’
১৩ ঘণ্টা আগে‘ভূতপরী’ নিয়ে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসরে থাকবেন জয়া আহসান। একই উৎসবে দেখানো হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।
১৭ ঘণ্টা আগে